নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসা উচিত

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩


বিপুল জনগোষ্ঠী অধ্যুষিত দেশে সরকারের একার পক্ষে জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেসরকারি হাসপাতালগুলো যদি নিয়মিত বিনামূল্যে চিকিত্সা ও অপারেশনের লক্ষ্যে বিশেষ ক্যাম্প পরিচালনা করে তাহলে দেশের দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের পক্ষে সহজ হবে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। গ্রামাঞ্চলে রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিত করতে গ্রামে চিকিত্সক রাখতে সরকার পদক্ষেপ নিচ্ছে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় চিকিত্সা সেবা পৌঁছে দিতে দেশে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল আই কেয়ারের মাধ্যমে চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করা হয়। এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিত্সাসহ ওষুধ ও খাবার সরবরাহ করা হয়। দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় ৮শ’ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এরমধ্যে ২শ’ জনের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হয়। দেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কোন কমতি নেই। তাই সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এই খাতে এগিয়ে আসা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.