নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ

এই দেশে জন্মে ধন্য

ইমরান মাসউদ

এই দেশে জন্মে ধন্য

ইমরান মাসউদ › বিস্তারিত পোস্টঃ

আমি রাজনীতি করতে চাই

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

আমার রাজনীতি করা খুব সখ। রাজনীতি করতে কি কি যোগ্যতা প্রয়োজন আমাকে জানাবেন। (বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-৪

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫২

চোরকাঁটা বলেছেন: আগে পলিটিকস শিখেন ;)
তারপর রাজনীতি :D

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

ইমরান মাসউদ বলেছেন: ভাই, পলিটিকস মানেই রাজনীতি

২| ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

নর্থপোল বলেছেন: হাসি মুখে প্রথম মাইনাস টা খান, এইডা পরথম যোগ্যতা।

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬

ইমরান মাসউদ বলেছেন: প্রথম মাইনাস খাইলাম এর পর................

৩| ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

সিটিজি৪বিডি বলেছেন: কোন যোগ্যতার দরকার নেই ......প্রতিদিন কিভাবে ভাষন দিতে হয় প্রাকটিস করেন্। আর সব সময় মুজিব র্জিয়ার স্বপ্ন নিয়ে গভেষনা করবেন।। আর সং্গে চার পাচঁ জন চেলা রাখবেন। তাহলে .......................

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

ইমরান মাসউদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

প‌্যান্ট ঢিলা মাস্তান বলেছেন:
বাংলাদেশের রাজনীতি মানেই আওয়ামীলীগ। প্রথম টার্গেট সেট করেন আ.লীগে। তারপর, অলিগলির আজাইরা পোলাপাইনের সাথে গাঞ্জা সিগারেট খেতে হবে। মাসে দুয়েকবার ওদের সাথে গিয়ে চাঁদা তুলতে হবে। তারপর, কিছু হলিউডের মত নায়কী মারপিট। প্রতিপক্ষের গুলিতে সামান্য আহত হলে আপনি চলে যেতে পারবেন এন.পি'র বগলে। তারপর কিছুদিন তার চামচামি করবেন। এর মধ্যে চাঁদাবাজি, খুন আর ধর্ষন টর্ষন করতে পারলে খুব তাড়াতাড়ি ছোটখাট লিডার হতে পারবেন।
তারপর আসল কাজ। টেন্ডারবাজি করবেন। ঢা.বি'র ক্যাম্পাসে গিয়ে বোমা ফাটাবেন। বন্দুক হাতে রাজপথে নেমে যাবেন। গণহারে গণধর্ষন করতে হবেই। তা না হলে গণতন্ত্রের মানস কন্যার শেখ বঙ্গবন্ধু হাসিনার সোনার ছেলে কখনোই হতে পারবেন না।

আর মাঝে মাঝে সামহোয়্যার ইনে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক রিমিক্স গদ্য ছাড়তে হতে পারে। পাশাপাশি গালিগালাজ তো করতেই হবে। সেক্ষেত্রে আপনাকে ব্লগের খ্যাতিমান গালিবাজ অমি রহমান পিয়াল যৌবন জ্বালা কে ফলো করতে হতে পারে।

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

ইমরান মাসউদ বলেছেন: + + + + + + + + + + + +...............................

৫| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

ওসমানজি২ বলেছেন: শুভেচ্ছা স্বাগতম !

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

ইমরান মাসউদ বলেছেন: ভাই কোন দলে পক্ষ থেকে....

৬| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

চোরকাঁটা বলেছেন: তাই নাকি?! :-*
কী কন!! ঝানতাম না তো ;)

৭| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

চানাচুর বলেছেন: আমারও আপনার মত এক সময় খুব সখ ছিল রাজনীতি করার। যদিও রাজনীতি নিয়ে তেমন আগ্রহ আমার কোনদিনই ছিল না এবং এখনও নেই। রাজনীতি করে মানুষ কি মজা পায় এটা জানার জন্যই আমার রাজনীতি করার শখ হতো। আর এমনি বিভিন্নভাবে তো কত রাজনীতিই করি। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা দেখার শখ আছে। /:)

পোস্টটা ভালো হয়েছে দুই লাইনের হলেও। মাইনাস দিলো কেন এত! :(

৮| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

সীমানা ছাড়িয়ে বলেছেন: আবাল কথাবার্তা শিখেন, গালিগালাজ শিখেন। তাইলেই চলব।

৯| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০০

শেখ রফিক বলেছেন:
ছাত্র-ছাত্রত্ব-ছাত্র ইউনিয়ন
শিক্ষা জীবনে একজন ছাত্রের মৌলিক কাজ হচ্ছে তার ছাত্রত্ব অর্থবহ ও পরিপূর্ণ করা। ছাত্রত্ব হলো- শিক্ষার মাধ্যমে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরী করা। যেন মানুষটি তার সমগ্র জীবনে সৎ, দেশপ্রেমিক, মানবিক গুনাবলীর অধিকারী, প্রগতিশীল, আদর্শবান, যুক্তিনিষ্ঠ ও বিজ্ঞানমনস্কতার পরিচয় বহন করার সক্ষমতা অর্জন করে। কোনো সংকীর্ণতা, সীমাবদ্ধতা যেন তাকে স্পর্শ করতে না পারে। সময়ের কাজ যেন সময়ে করতে শেখে। বুঝে শুনে কাজ করার সক্ষমতা অর্জন করে। যুক্তি ও বিজ্ঞানমনস্কতার নিরিখে পথ চলতে সক্ষম হয়।
ছাত্র জীবনে একজন ছাত্রের মৌলিক কাজ হলো শিক্ষা অর্জন করা। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে সমাজ, মানুষ, পৃথিবী, রাজনীতি, বিজ্ঞান, দর্শন, অর্থনীতি সংস্কৃতিসহ নানা বিষয়ে সম্যক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, প্রয়োগের মাধ্যমে এ অর্জিত জ্ঞানের সাথে সমাজ, দেশ, দেশবাসী ও বিশ্ব সভ্যতা-বিশ্ব মানবতার যোগসূত্র তৈরী করতে হবে।
একজন ছাত্রকে অবশ্যই অন্যান্য ছাত্রদের সাথে যুক্ত হয়েই তার প্রকৃত শিক্ষার উপযুক্ত পরিবেশ প্রতিষ্ঠা ও অধিকার আদায় করতে হবে। এজন্য সকলের মধ্যে সচেতনতা এবং একতা গড়ে তোলা অপরিহার্য। কিন্তু সেই সাথে নিজেকে উপযুক্তভাবে জ্ঞানসমৃদ্ধ ও সচেতন করে গড়ে তুলতে হবে। অন্যকে যুক্তিবান ও বিজ্ঞানমনস্ক করতে হলে প্রথমে নিজেকে যুক্তিবান ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজটাকে পরিবর্তন করতে চাইলে নিজেকেও পরিবর্তন করতে হবে। বিপ্লব করতে চাইলে নিজেকেও বিপ্লবী হিসেবে তৈরী করতে হবে। আমি বা আমরা যা-ই করতে চাই না কেন তার জন্য মানুষের কাছে যেতে হবে। তাদেরকে বুঝাতে হবে এবং তাদেও কাছ থেকে শিখতেও হবে। কিন্তু নিজে না বুঝলে অন্যকে সে কি বুঝাবে।
ছাত্র ইউনিয়ন করার ক্ষেত্রে এই কাজগুলো যথার্থভাবে মেনে চলতে হয়। এই ধারায় উদ্বুদ্ধ একজন ছাত্রই কেবল ছাত্র ইউনিয়ন করার যোগ্যতা রাখে। ছাত্র ইউনিয়ন নিছক খাতায় নাম লেখানো মার্কার সংগঠন নয়। এই সংগঠন করতে হলে প্রথমত তাকে তার ছাত্রত্ব রক্ষা করতে হয়। তারপর সংগঠন সম্পর্কে বুঝতে হয়, জানতে হয়। ক্রমাগত সচেতনতা বাড়াতে হয়। শুধু তত্ত্ব চর্চা নয়, বাস্তব প্রয়োগ, সত্যিকার আন্দোলন সংগ্রাম, ছাত্র সমাজ ও জনগণের মাঝে প্রত্যক্ষ কাজ ইত্যাদির মাধ্যমে উন্নত জীবন দর্শন ও সামাজিক কর্মযজ্ঞের নিবেদিত প্রাণ কর্মী হয়ে ওঠার নিরন্তও প্রয়াস চালাতে হয়। প্রচলিত শিক্ষা কাঠামোর সীমাবদ্ধ জ্ঞান অর্জন করলেই যেমন জ্ঞান অর্জন করা যায় না তেমনি শুধু মাত্র ছাত্র ইউনিয়নে যোগ দিলে বা নাম লেখালেই প্রকৃত অর্থে ছাত্র ইউনিয়ন করা হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.