নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা এবং কবিতা

আমি এবং আমার কথা, কবিতা, গান, আমার অবসরের নাম।

ইথার আহমেদ

আমি একজন বাঙ্গালী আর এইটাই আমার বড় পরিচয়। আমি আমার কথাগুলো লিখি আমার চিন্তা থেকে অথবা আড্ডা থেকে। নিজের জীবন থেকে শিখে কিংবা অন্য কারো জীবন কে দেখে আমার লেখা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাই আমার লেখা হয়তো গুছানো হবে না। ভুল গুলো ক্ষমা সুলভ চোখে দেখে আমাকে জানাবেন। আর আমায় কেও কোনো রাজনীতির সাথে মিশাবেন না। আমি রাজনীতি কে এখনো পছন্দ করতে পারিনি। যদিও কারো কারো কিছু ভালো কে সব সময় সমর্থন দেই, আবার খারাপ লাগলে সেটাও বলি। এটা আমার স্বাধীনতা মুখ ফুটে কিছু বলা। তাই আমার বলা কারো খারাপ লাগলে আমায় জানাতে পারেন, সেটা যদি খারাপ হয় আমি বুঝে নিবো আর বলবো না সেটা। আর আমায় কেও আবার রাজাকার উপাধি দিয়েন না, আমার বাবা মুক্তিযোদ্ধা। যেহেতু রাজাকারের নাতী কখনই রাজাকার হয় না, রাজাকারের সন্তান ও রাজাকার হয় না, তেমনি মুক্তিযোদ্ধার সন্তান ও রাজাকার হতে পারে না। আবার কেও আমায় জঙ্গি, শিবির কর্মী ও ভাব্বেন না প্লিজ। আমি সাধারন মানুষ, এতো কিছু নিয়ে চলার সময় নাই। মরতে হবে, তাই সম্মানের সাথেই মরতে চাই। যাতে পরকালে আমায় না বলতে হয় কেনো আমি মুসলিম হয়ে ইসলামের ভুল প্রকাশ করলাম।

ইথার আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কলঙ্কিত মা

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

আমি পুড়ছি আজ আগুনের কুণ্ডলীতে

পুড়ে কয়লা হচ্ছি দিনে দিন

কালো ছাই আজ আমার অস্তিত্তের পরিচয়

সেই ছাই কুড়িয়ে নিয়ে আমায় দেখায় ভয়।



আমি আজ চাদর দিয়া নগ্ন শরীর ধাকি

সেই চাদরের তলে রাজাকারের ধর্ষিত আমি

আমার দেহে হাত বুলিয়ে কেড়ে নিচ্ছে সম্মান

হায়, প্রতি রাতে আমার উপর ওদের উল্লাস।



আমি কাদি, নিঃশ্বাস বন্ধক্রম আমার আজ

দেখো সব রক্ষকেরা দিয়েছে ভক্ষকের সাজ

আমায় মা বলে কাছে ডেকে সম্মান নিয়ে খেলে

কোলে করে পেলেছি ওদের, ভেবে কষ্টে বুক ফাটে।



আমায় মাথায় সাপ গুজিয়ে টাক মাথা ঢাকে

চেচিয়ে ওরাই বিচায় চায় আবার অস্রু জ্বলে ভাসে

শ্লোগানে ওরা মানুষ ডেকে, বলে করো বিচার

কাদছি আমি চুপ করে, ওরে শুনছেনা কে হাহাকার।



আজ আমি কলঙ্কিত, কে দিবে বিরঙ্গনার পদবী

প্রহাস আমি শুনছি কেবল, তুলছে নগ্ন ছবি

আমি হাত টা বাড়াই, চিৎকার করি "ওরে ছাড় আমায়"

কান পেতে কেও শুনতে পারলে, রাজাকার বলে কোপায়।



আমি কার জন্য আজ কলঙ্কিত, কাকে বলবো কথা

সবাইতো আমার সন্তান, আর আমি ওদের দুঃখিনী মা

আমায় তোরা আর করিসনে অত্যাচার, ছেড়ে দে আমায় এবার

বুজাতে পারিনা প্রশ্ন করে, আমার এই কলঙ্কের দায় কার?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

স্বপনবাজ বলেছেন: বাহ !

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

ইথার আহমেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.