নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

ফ্লাট বাসার ভাড়াটে বা বাড়ীওয়ালার জন্য সতর্কতা ও চুরির কাহন

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪


শনিবার দুপুরে খাবার খেয়ে অফিসের নীচে রোদ লাগাচ্ছিলাম। প্রনব দাস বাসায় খেতে যান। বৌদি একা একা বাসায় খুব উদ্বিগ্ন থাকেন। ২ টা ৪০ মিনিটে বাসা থেকে নেমে আসেন। বৌদি পাশের ফ্লাটে যেয়ে প্রতিদিন দুপুরে বিশ্রাম নেন। ঐ ফ্লাটের ভাড়াটিয়াও দিনে বাসায় থাকেন না। তাই দুই বৌদি বা দুজনে মিলে মিশে দিন পার করেন। শনিবারও তাই করলেন। কিন্তু চুর তা মনে হয় নিয়মিত ঢাহর করেন। প্রনব দাদা বাসা থেকে বের হলো দুপুরের খাবার খেয়ে। বৌদি গেল পাশের ফ্লাটে। অমনি বেটা কেষ্টা বা চুর মুখোমুখি অন্য ফ্লাটের দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে ঢুকে গেল প্রনব দাদার বাসায়। সুন্দর করে দরজার তালা খুলল। কোন শব্দ ছাড়াই। বাসায় ঢুকে চারটি স্বর্ণের আংটি, ১টি চেইন, নগদ ২০ হাজার টাকা নিয়ে ফটকে গেল। সাথের ফ্লাটে থাকেন আমাদের আরেক কলিগ আরিফ ও তার গিন্নি। এই ভাবী জয়দেবপুর যাবেন বলে যেই বাসা থেকে বের হবেন, দেখেন বাহির থেকে দরজা লাগানো। কেয়ারটেকারকে ডাকলো, দরজা খুলে দিল। দেখলো অন্য ফ্লাটের দরজা লাগানো বাহির থেকে। ভেতর লোক আছে বুঝে তাদের সিটকিনিও খোলা হলো। তারপর দেখা গেলো প্রনব দাদার বাসার দরজা খোলা। বৌদি ঘুমিয়ে ছিল পাশের ফ্লাটে। তাকে ডেকে তুলা হলো। তিনি বাসায় গিয়ে দেখেন সর্বনাশ।
গাজীপুর জয়দেবপুর চান্দনার ঘটনা এটি।
শিক্ষা: বাহিরের সিটকিনি যাতে বাহির থেকে না লাগাতে পারে সেজন্য ব্যবস্থা করা। কেয়ারটেকার বা বাসার সিকিউরিটি যেন সর্বদা গেইটে থাকে তা নিশ্চিত করা।
সিঙ্গেল পরিবারের চেয়ে যৌথ পরিবারে সদস্যরা নিরাপদ থাকেন বেশী। তাই যৌথ পরিবারে থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.