![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস কর্তৃক আয়োজিত ৪র্থ ইবিএস কৃষি দিবস উদযাপন ২০১৮ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রায় ৪০০ কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, অতিরিক্ত পরিচালক(এডি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল। অনুষ্ঠানে উপপরিচালক(ডিডি), ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক ও কেআইবি পদক প্রাপ্ত কৃষিবিদ ড. হুমায়ুন কবির, রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত), জাককানইবি, ত্রিশাল, ময়মনসিংহ ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত মোঃ আজিম উদ্দীন, স্বত্বাধিকারী, আদর্শ মৎস হ্যাচারী, ধলা, ত্রিশাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ আহাম্মদ আলী আকন্দ।
কৃষিবিদ ড. হুমায়ুন কবির কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে সংবর্ধনা পেয়ে অনভূতি প্রকাশ করে বলেন, আমি অনেক জায়গা থেকে পদক বা সংবর্ধনা পেয়েছি, কৃষির উপর লেখালেখি করেছি, কিন্তু যাদের নিয়ে আমি গবেষণা করি আজ সেই কৃষকদের নিকট থেকে সংবর্ধনা পাচ্ছি। এটি খুবি গর্বের বিষয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস এর চীফ কো-অর্ডিনেটর মোঃ খাইরুল ইসলাম। তিনি বলেন তারা সরকার ও কৃষকদের মধ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চায়। তিনি প্রান্তিক কৃষকদের উন্নয়নের উপর জোড় দেন এবং তাদের অঞ্চলকে একটি আদর্শগ্রামে উন্নীত করে ইন্ডাষ্ট্রিয়াল ভিলেজ গঠন করার ঘোষণা দেন।
প্রধান অতিথি কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ বলেন, কৃষকরা এখানে সংগঠিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আয়োজনকে আমরা উৎসাহিত করি।
অনুষ্ঠানটি এভারগ্রীণ বাংলাদেশ ফেইসবুক গ্রুপে সরাসরি সম্প্রচারিত হয়।
--------------
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস কর্তৃক সংবর্ধনা স্মারক গ্রহণ করছেন কৃষিবিদ ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। এছাড়াও বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত মোঃ আজিম উদ্দীনকেও সংবর্ধনা প্রধান করা হয়।
©somewhere in net ltd.