নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ দেখুন দেশের মানুষ,ঋতুবৈচিময় মাতৃভূমির রুপ অাপনাকে মুগ্ধ করবেই।মাতৃভূিমর সৌন্দয উপভোগ করেত অামােদর সকল অায়োজন।

ইকো ট্রাভেলার্স

ভ্রমণে আপনার সেরা সঙ্গী

ইকো ট্রাভেলার্স › বিস্তারিত পোস্টঃ

সুন্দরতম ঝর্ণার খোঁজে

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০



চল যাই মেঘের দেশে। যেখানে মেঘেরা গা ছুয়ে যায়

ভ্রমণ কাল: ৩দিন ৪রাত(১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর সকাল পর্যন্ত)

ভ্রমণের ধরন: হাইকিং ও ট্রাকিং

ভ্রমণকারীর ধরণ: বিগেনার্স ও ইন্টারমিডিয়েট



ভ্রমণ খরচ: ৫০০০ টাকা জন প্রতি

রেজিষ্টেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

শাহরিয়ার: ০১৭১৯৩৯৯০৯৫

কোরেশী : ০১৭১১৩৬৯৩৪৪

০১৭১৪৪৪৪৩৩০



জানো কি তুমি রংধনু কোথায় থাকে? কোথায় তার বাড়ি ?? হয়ত বলবে ঐ দূর আকাশে তার বাড়ি ...........আমি বলি না হয়নি । আমরা জানি রংধনু থাকে পানিতে, আমদের শরীরে , আমাদের পায়ে সে লুটপুটি খায়, দিনের যে কোন সময় ডাকলেই সে দেখা দেয়। তবে শর্ত তাকে দেখলে হলে,তার সাথে খেলা করতে,তার রুপে অবগাহন করতে যেতে হবে তার বাড়ি।আমরাদের কাছে আছে তার বাড়ির ঠিকানা যাবে তুমি............





ভ্রমণ পথ:

ঢাকা > বান্দরবান >চিম্বুক পাহাড় >রুমা বাজার >বগা লেক >চিংড়ি ঝর্ণা >কেওকারাডং >জাদিপাই ঝর্ণা >বগা লেক > বান্দর বান > ঢাকা।



সংক্ষেপে ভ্রমণ পরিচিতি:

১৩ নভেম্বর রাতে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু

১৪ নভেম্বর রুমা বাজার হয়ে বিকেল নাগাত বগা লেক

বগালেকের আশপাশ পরিদদর্শণ ও বগালেক পাড়ায় অবস্থান

১৫ নভেম্বর চিংড়ি ঝর্ণা , কেওকারাডং, দার্জেলিং পাড়া হয়ে জাদিপাই ঝর্ণা ভ্রমণ

১৬ নভেম্বর বান্দরবান ফেরা ও রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা

১৭ নভেম্বর সকালে ঢাকা পৌছাব ইনশাল্লাহ



জাদিপাই হলো সবুজ পাহাড় আর রূপালী জলের সাথে রংধণুর সখ্যতার এক অপূর্ব রূপের নাম। বান্দরবনের কেওক্রাডংয়ের খুব কাছের জনবসতি পাসিং পাড়াকে বিবেচনা করা হয় দেশের সবচেয়ে উঁচু পাড়া হিসেবে। কারণ প্রায় ৩১৭২ ফুট উচ্চতার কেওক্রাডং এর পরেই প্রায় ৩০৬৫ ফুট উচ্চতায় এই পাসিং পাড়া। বান্দরবানের পাসিং পাড়া থেকে জাদিপাই ঝর্ণাটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। পাসিং পাড়া থেকে নিচের দিকে নেমে গেলে জাদিপাই পাড়া। এখান হতে ঘন্টা খানেক নিচের দিকে নামলেই পাওয়া যাবে অবর্ননীয় সুন্দর জাদিপাই জলপ্রপাত। স্থানীয়রা জানান, কেওক্রাডাং, জংছিয়া ও জাদিপাই এ তিনটি পাহাড়ি ছড়া (ঝিড়ি) একসাথে মিলিত হয়ে জাদিপাই ঝর্ণার সৃষ্টি হয়েছে। ওপর থেকে কালো পাথর বেয়ে স্বচ্ছ পানির ধারা নিচে নেমে আসছে।









লেকের নাম বগালেক:





পথে হবে দেখা কেওকারাডং



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.