নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে রাব্বি (ইফরান)

ফজলে রাব্বি (ইফরান)

আমি সাধারণ একজন মানুষ :)

ফজলে রাব্বি (ইফরান) › বিস্তারিত পোস্টঃ

আমরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরাও যাবো শাহবাগ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আমরা যারা বেসকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা নিজেদের অনেক বড় মনে করি। আমরা মনে করি আমরা অনেক স্মার্ট, অনেক আপডেটেড, কথায় কথায় ইংরেজি বলতে পারি। আমাদের স্বপ্ন ভালো CGPA নিয়ে ভালো একটা চাকরি করা, স্কলারশীপ নিয়ে দেশের বাইরে যাওয়া। আর দেশের বাইরে গেলেই তো জীবনের ১৬ আনা পূর্ণ! আর পিছনে ফিরে তাকাতে হবেনা। পেছনে তাকাতে হবে না মানে এই দেশে আর ফিরে আসতে হবে না। আমরা সবসময় নিজেদের ক্যরিয়ার নিয়ে ব্যস্ত। দেশের কথা ভেবে সময় নষ্ট করার সময় কই??!!আমরা এই কথাটা ভাবি না যে, দেশ না থাকলে আমাদের অস্তিত্ব কই?!

আজ সারা দেশ যুদ্ধপরাধী, রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল। আর আমরা অনেকেই জানি না শাহবাগে কি হচ্ছে! অনেকেই জানি না কার ফাঁসির দাবিতে আন্দোলন হচ্ছে! আর জানলেও “আরে ধুর” বলে উড়িয়ে দেই! আমি নিশ্চিত করে বলতে পারি, ১৯৫২ সালে এ দেশে এখনকার মত বেসকারি বিশ্ববিদ্যালয় থাকলে আমরা বাঙলা ভাষা অর্জন করা দূরে থাক, আন্দোলনের কথাও ভাবতাম কিনা সন্দেহ আছে! ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়া তো দূরে থাক, আমরা “স্বাধীনতা” শব্দটিও মুখে আনতাম না!

আমি জানি, আমার কথায় অনেকে আমাকে গালাগালি শুরু করে দিয়েছেন। তাহলে চলুন কাল (শুক্রবার) সকালে শাহবাগে, আমার ধারণা মিথ্যা প্রমাণ করে দিন। আসুন আমরা এক সাথে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেত হই, দেশের জন্য কিছু একটা করি, ভালোবাসি আমার প্রিয় দেশটিকে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সািকল খান বলেছেন: আমরা যারা বেসকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা নিজেদের অনেক বড় মনে করি।

ভালো ভাবে পড়াশোনা কইরা ভালো একখান চাকরী না পাওয়ার আগেই নিজেরে কি নাজানি ভাবতেছেন!!

হায়রে..................টাকার খেলা........অথচ টাকাটা আপনার নয়। আপনার বাবা-মা কিংবা অন্য কারো। অন্যের টাকার খেলা এমনই হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ফজলে রাব্বি (ইফরান) বলেছেন: আপনি লেখাটা ভালোভাবে সম্পুর্ণ পড়ুন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

পথহারা সৈকত বলেছেন: আমাদের স্বপ্ন ভালো CGPA নিয়ে ভালো একটা চাকরি করা, স্কলারশীপ নিয়ে দেশের বাইরে যাওয়া। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ফজলে রাব্বি (ইফরান) বলেছেন: অনেক দুঃখে কথাগুলো বললাম :(

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

শাহজাহান মুনির বলেছেন: ফাঁসি চাই....
ফাঁসি চাই....
ফাঁসি চাই....
ফাঁসি চাই....
ফাঁসি চাই....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ফজলে রাব্বি (ইফরান) বলেছেন: ফাঁসি চাই....
ফাঁসি চাই....
ফাঁসি চাই....
ফাঁসি চাই....
ফাঁসি চাই....

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

াহো বলেছেন:
খালেদা জিয়া প্রকাশ্যে বলেছিলেন যাদেরকে বিচাররে জন্যে গ্রেফতার করেছে (গোলাম আযম, কাদের মোল্লা, মুজাহিদ, সাঈদী, সাকা প্রমুখ) তারা কেউ যুদ্ধাপরাধী নয়, ৭১ সালে তারা এ রকম অপরাধের সাথে যুক্ত ছিলনা,



কয়েদির পোশাকে ‘বিমর্ষ’ কাদের মোল্লা




যাবজ্জীবন সাজার রায় হওয়ার পর কারাগারে এতদিন পাওয়া সুযোগ-সুবিধা হারিয়েছেন আব্দুল কাদের মোল্লা।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

সাদা পাখি বলেছেন: ফাঁসি চাই....

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

ভালোরনি বলেছেন: * শাহবাগ যাবার সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার কি সম্পর্ক বুঝলাম না।

* আপনার কি কারনে মনে হইলো যে শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখোনো যায় নাই?

* শুধু শুধু বিভক্তি বারাবেন না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

ফজলে রাব্বি (ইফরান) বলেছেন: যারা গেছে তাদের কথা তো আমি বলি নাই :/ আপনি লেখাটা সম্পুর্ণ পড়েন তাহলে বুঝবে। আর না বুঝে বিরক্ত হলে নিজ দায়িত্বে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.