নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘আমি পথভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি।’

এনামুলহক ভূঁইয়া

ফাল্গুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী

এনামুলহক ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

গরু বাঘেতে খায়, রাখাল পুরষ্কার পায় মনিবের কৃপায়।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০২

বাংলাদেশের আর্থিক খাতের অব্যবস্থাপণা চরম পর্যায়ে। শেয়ার বাজার কেলেংকারী, ডেস্টিনি, হলমার্ক, ওরিয়ন্টাল ও বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক অবশেষে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি। মুদ্রা পাচার, হুন্ডি ব্যবসা, ইন্সিওরেন্স ও এমএলএম বা মাল্টিপারপাস কোম্পানী গুলোর প্রতারণার কথা বলে শেষ করা যাবে না। তথাপি বাংলাদেশ উন্নতি করছে। প্রবৃদ্ধি বাড়ছে। এর কৃতিত্ব নাকি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর

মাননীয় প্রধানমন্ত্রীর পরে উনার ক্ষমতা। বিশাল জনগোষ্ঠীর স্বল্পোন্নত বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী তিনি। বাংলাদেশের মত দেশে অর্থমন্ত্রীর পদটির গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক দেউলিয়াত্বের কারণের বারবার এ দায়িত্ব অরাজনৈতিক ব্যক্তি বা টেকনোক্যাট মন্ত্রীদের হাতে ছিল। বর্তমান অর্থমন্ত্রীও এক সময় সরকারী আমলা পরে স্বৈরাচারের মন্ত্রী অতঃপর বর্তমান সরকারের মন্ত্রী। সাইফুর রহমানের পর সর্বোচ্চ দশবার তিনি সরকারে বাজেট প্রণয়ণ করতে যাচ্ছেন।

তিনি অভিজ্ঞ, তিনি বিজ্ঞ, তিনি তুখোড় ছাত্র, তিনি ঘাগু আমলা, তিনি সিএসপি, তিনি মন্ত্রী, তিনি অর্থমন্ত্রী, তিনি বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক তিনি অশীতিপর বৃদ্ধ। তিনার অঙ্গুলি হেলানে বাংলাদেশে অনেক কিছু হয়। উনার ঝুলিতে আছে একুশে পদক, আসছে স্বাধীনতা পদক। উনার জন্মদিন ঘটা করে পালিত হয়। উনার জীবনী বই আকারে প্রকাশিত হয়। আমরা অনেকে সকাল-বিকাল পুজা দিই। বাবার বয়সী মানুষটিকে শ্রদ্ধা করি।

আমি অর্থনীতির ছাত্র নই। আর্থিক খাত বুঝিনা। ভালভাবে নিজের সংসারে আর্থিক ব্যবস্থপণা করতে পারি না। তাই স্ত্রী আমাকে সংসার বিরাগী বলে। তথাপি অর্থমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসাঃ

ব্যাংকের টাকা শেয়ার বাজারে কিভাবে লগ্নী হয়? মুদি দোকানীর টাকা কেমনে শেয়ার বাজারে যায়? সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে কাদের সুবিধা দেয়া হয়? শেয়ার বাজার কেলেংকারীর দায় কার? সাধারণ জনগণের টাকায় কিভাবে ডেস্টিনি হয়? ওরিয়ন্টাল ও বেসিক ব্যাংকের ও সোনালী ব্যাংকের টাকা কিভাবে লোপাট হয়? হলমার্ক কেলেংকারীর কি বিচার হয়েছে? বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকডের দায় কি আপনি এড়াতে পারেন? এমএলএম বা মাল্টি পারপাস কোম্পানী গুলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। এসব প্রতিরোধের দায়িত্ব কার? ইন্সিওরেন্স কোম্পানীর নামে প্রতারণা হচ্ছে সেসব দেখার দায়িত্ব কার?

বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে কিভাবে যায়? বাংলাদেশের টাকা হাতিয়ে নিয়ে বাংলাদেশের তথাকথিত এলিট শ্রেনী কিভাবে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউকে বা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়ে ভোগ করছে? জানাবেন কি?

অনেকে বলে বাংলাদেশের আর্থিক উন্নয়নে আপনার অনেক অবদান। কিন্তু সেগুলো কি কি তা কেউ বলে না। গার্মেন্টসের যে মেয়েটি সকাল ৮:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত কাজ করে তার অবদান নেই। যে কৃষক সুবেসাদিকের পর মাঠে যায়, সুর্যাস্তের পর ফিরে তার অবদান নাই। যে বাংলাদেশী মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে রেমিটেন্স পাঠায় তার অবদান নাই। যদি বলি মাননীয় প্রধানমন্ত্রীর সাহসি নেতৃত্ব ও প্রান্তিক মানুষের শ্রম ও ঘামের কল্যাণে আপনি পোদ্দারি করছেন। সামান্য একটা পে-স্কেল নিয়ে লেজেগোবরে করেছেন। এখন সকাল বিকাল গরম পানিতে ধুয়ে গোবর পরিষ্কার করা যাচ্ছেনা। তথাপি কিছু বলতে গেলে সবাই রাবিশ ও বোগাস হয়ে যায়।
আপনি কি? মন্ত্রী? ব্যবস্থাপক? সোজা বাংলায় রাখাল? আপনার গরুতো বাঘে খায়। গরু ফিলিপাইনে যায়, শ্রীলংকায় যায়, ক্যাসিনোতে যায়, জুয়া খেলায়। আপনার খোয়াড়ে গরু নাই। আপনার খেয়াল নাই। কত রাখবেন। বয়স ৮৩। আপনার কাজের সময় ফুরিয়ে গেছে। এখন কাজের পুরষ্কার নেবার পালা।

হ্যাঁ ,পুরস্কার আপনি পাচ্ছেন। বাংলাদেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরষ্কার। তাতে আমাদের আপত্তি নাই। আপনিতো বিদেশে মুক্তিযুদ্ধের সংগঠক। একসময় রাজাকারের গলায়ও স্বাধীনতা পুরস্কারের পদক শোভা পেয়েছিল বানরের গলায় মুক্তার হারের মত।

বঙ্গবন্ধু বাঙ্গালীর অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করেছিলেন। আপনি দেশের অর্থনীতিতে কি মুক্তি এনেছেন মানুষ জানতে চায়। আপনি অর্থনীতির তুখোড় ছাত্র। জানি এসব সাধারণ প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। স্বাধীনতা পুরষ্কার হাতে নেবার আগে আমজনতার কাছে এ সাধারণ প্রশ্ন গুলোর উত্তর পরিষ্কার করা বাঞ্চনীয় নয় কি?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৭

জাহিদ হাসান মিঠু বলেছেন: সহমত।

২| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

Rahat Islam বলেছেন: সব শালা চোর রে ভাই

৩| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

সোজোন বাদিয়া বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ। কিন্তু কে আপনার প্রশ্নের উত্তর দেবে ভাই? ওদের কি আপনার কথায় কান দেবার কোনো প্রয়োজন আছে?

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬

এনামুলহক ভূঁইয়া বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

অরন্য সামির বলেছেন: মূল্যবান কথা,,,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.