নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘আমি পথভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি।’

এনামুলহক ভূঁইয়া

ফাল্গুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী

এনামুলহক ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

চাপাতির নিচে বিশ্ববিদ্যাল।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

রাষ্ট্র, তুমি একজন অধ্যাপক চিনলে না চিনলে বটতলার মুন্সীকে। আমতলার লালুকে। জামতলার বুলুকে। ব্যারাকের কালুকে। চিনলে খড়ের গাঁদার মনাকে। রাষ্ট্র তোমার খোলস বদলেছে, চরিত্র বদলায় নি। রাষ্ট্র, তুমি অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে চিনতে না

হ্যাঁ, আমরাও চিনতাম না। মৃত্যুর পরে জেনেছি তিনি রাবির শিক্ষক ছিলেন। উনার বিষয় আমাদের জানা এতটুকুনই। আজকাল শিক্ষকদের সিল ছাপ্পর থাকে। উনার নাকি তাও ছিলনা। উনি এতটাই স্বাধীন ছিলেন যে, রাবির অনেক নেতৃস্থানীয় শিক্ষকও উনাকে জানতেন না। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এতটা স্বায়ত্বশাসন ভোগ করেছেন যে, মৃত্যুর পর একটা বিবৃতি দিয়ে সরকার তার স্বায়ত্বশাসন হরণ করতে চায় না। বেঁচে থাকো স্বায়ত্বশাসন। সরকারের অনেক দুঃখ। টাকা কড়ি সবই দেয় কিন্তু ঘাড় ত্যাড়া শিক্ষকেরা কথা শুনে না। এরা অর্থমন্ত্রীর পদত্যাগ চায়, এরা তনু হত্যার বিচার চায়, এরা আবার সুপার গ্রেড চায়, চায় ডুপার গ্রেড। যাও, এবার এসব ছেড়ে অধ্যাপক হত্যার বিচার চাও।

ও হ্যাঁ, অধ্যাপকের মৃত্যু এ আর এমন কি? এখন নাকি পাবলিক বাসে সার্চ করলে দু’চার জন অধ্যাপক মিলে। শিক্ষক ও শিক্ষা বাংলাদেশে সস্তা জিনিস। শায়েস্তা খাঁর আমলেও এত সস্তা ছিল না।

যাক সেসব, কিছুদিন আগে ফেডারেশন নামক কি যেন কি একটা ছিল। জিন্দালাশ না জংলার বাঁশ? বিবিসি বা ভয়েস অব আমেরিকা থেকে ওটার কোন ভয়েস কোন শিক্ষক শুনলে জানাবেন। আর ওটার কাজ কি কেউ জানালে উপকৃত হবো।
এটা কেবল অক্ষমদের আর্তনাদ। ক্ষমা করবেন রেজাউল করিম স্যার। আপনি বড় ভুল জায়গায় জন্মেছিলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.