নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
হ্যাট অর্থ টুপি, আর টুপি হলো মাথা আচ্ছাদন করার জিনিস। আনুষ্ঠানিক বা ধর্মীয় কারণে, ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে, সামরিক, জাতীয়তা বোঝাবার জন্য সাধারণত টুপির ব্যাবহার হয়ে থাকে। নিরাপত্তার জন্য আমরা যে হেলমেট ব্যাবহার করে থকি সেটাও এক ধরনের টুপি। টুপি নিয়ে এই কথাগুলো আমরা সবাই জানি। এই টুপি'র বিভিন্ন ধরণের নাম ও প্রকারভেদ রয়েছে। সেই প্রকারভেদের মধ্যে অল্প কিছু নাম ও ছবি নিয়ে এই পোস্ট।
ইতিহাস ঘাটা ঘাটি করলে দেখা যায় যে আদিম কাল থেকেই মানুষ গাছের পাতা দিয়ে টুপি বানিয়ে রোদ, বৃষ্টি থেকে নিজেদের মাথা রক্ষা করবার চেষ্টা করত। কেউ কেউ পশু পাখির চামড়া, পালক দিয়ে টুপি বানিয়ে গোত্রের ভিতরে তার অবস্থান প্রকাশ করত। প্রাচীন কিছু গ্রিক মূর্তি দেখে মনে করা হয় সেই সময়ও টুপির প্রচালন ছিল।
ইতিহাস ঘাটা ঘাটি করতে গেলে রাত কাবার হয়ে যাবে সুতরাং ইতিহাস ঘাটা ঘাটি না করি। আগেই বলেছি টুপি নানা বর্ণের নানা ঢঙ্গের হয়ে থাকে। পৃথিবীতে সব দেশের মানুষই টুপি ব্যাবহার থাকে। এই ব্যাবহৃত টুপির মধ্যে জনপ্রিয় টুপিগুলোর কয়েকটি ছবি ও নাম তুলে ধরলাম।
Stetson
Stetson হলো John B. Stetson Company দ্বারা নির্মিত টুপির একটি ব্র্যান্ড। তবে মূলত Boss of the Plains টুপির সংস্করণ টুপিকে Stetson Hat বলা হয়। এটি "Cowboy Hat" নামে বেশি পরিচিত। এই টুপি সাধারণত পানিরোধী হয়ে থাকে।
এখনো তুমুল জনপ্রিয় টুপিটি পুরুষদের পাশা পাশি ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে নারীরা ব্যাবহার করে থাকে।
Baseball cap
cap বলতে আমরা যে টুপি বুঝি সেটাই মুলত Baseball cap। সবথেকে জনপ্রিয় এই টুপিটি ১৮৬০ দিকে প্রথম দেখা যায় বেসবল প্লেয়ারদের মাথায়। সূর্য আলো রোধ করবার জন্য তারা এই টুপি পরত। ১৯৪০ আধুনিকায়ন করার পর টুপিটি জনপ্রিয়তার শির্ষে চলে আসে।সাধারণত স্পোর্টস অথবা একটি বাণিজ্যিক বিপণন কৌশল হিসেবে ব্যবহার করার সময় প্রাসঙ্গিক কোম্পানির নাম, ডিজাইন বা লোগো থাকে এই টুপিতে। টুপি পিছনে মাথার মাপ অনুযায়ী পরার জন্য একটি প্লাস্টিক, Velcro, বা ইলাস্টিক ফিটার থাকতে পারে।
পৃথিবীর প্রয় সব দেশের সামরিক বাহিনীসহ সকল সরকারী- বেসরকারী- চ্যারিটি প্রতিষ্টান গুলোও এই টুপি ব্যাবহার করে থাকে।
জনপ্রিয় টুপিটি পুরুষদের পাশা পাশি নারীরাও ব্যাবহার করে থাকে।
Ascot cap
Ascot cap - Cuffley cap অথবা Lippincott cap নামেও পরিচিত। এটি উল এবং পশম দিয়ে বানানো হয়ে থাকে। সাধারণত আমরা নিয়মিত যে জামা কাপড় ব্যাবহার করে থাকি তার রঙের সাথে মিল রেখে এই টুপি পরা হয়।
১৯০০ সালের দিকে তুমুল জনপ্রিয় টুপিটি পুরুষদের জন্য হলেও ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে নারীরা ব্যাবহার করে থাকে।
Taqiyah
Taqiyah (also spelt "tagiya"; Arabic: طاقية / ALA-LC: ṭāqīyah) এটি মুসলিমদের টুপি বলে সারা বিশ্বে পরিচিত। সারা বিশ্বে দেখা যায় মুসলিম টুপি বিভিন্ন ধরণের হয়ে থাকে। প্রতিটি দেশ বা অঞ্চলে সাধারণত এক একটি ভিন্ন ডিজাইনের টুপি ব্যাবহৃত হয়।
নামাজ আদায় ছাড়াও মুসলিমরা এই টুপিটি পরিধান করে থাকে নবী'র সুন্নাত হিসেবে।
Fedora
১৮৯০ সালের দিকে এই টুপিটি জনপ্রিয়তা লাভ করে। প্রায় সব রঙের হয়ে থাকে তবে কালো ধূসর এবং গাঢ় বাদামী টুপিগুলো সর্বাধিক জনপ্রিয়। গোঁড়া ইহুদীরা তাদের দৈনন্দিন পরিধানের টুপি হিসাবে কালো fedora ব্যাবহার করে থাকে।
টুপিটি পুরুষদের জন্য হলেও ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে নারীরা ব্যাবহার করে থাকে।
Graduate cap
এই টুপিটি square academic cap/ mortarboard নামেও পরিচিত। চারকোনা আকৃতির এই টুপিটি গাউনের সাথে সাধরণত পরা হয়। বিশ্বের প্রায় সব দেশে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি খেতাবের অনুষ্ঠানে এটি পরা হয়।
নারী পুরুষ উভই এই টুপি ব্যাবহার করে থাকে অনুষ্ঠান গুলোতে।
পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে সুতরাং দ্রুতো কিছু টুপির নাম ও ছবি দেখে নেব।
Flat cap
Akubra
Barretina
Balmoral bonnet
Bearskin
Bicorne
Fez
Panama
Sun hat
Top hat
মাথাল
ছবিটির জন্য ধন্যবাদ *কুনোব্যাঙ*
টুপির সাইজ নিয়ে ছোট একটি তথ্য।
দারুন একটি ছবি দিয়ে শেষ করছি। ১৯১৮ সালে তৃতীয় লিবার্টি লোন সমাবেশে তোলা ছবিটিতে প্রায় সবাই টুপি পরে আছে।
বিঃ দ্রঃ সকল তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত।
সামুতে টুপি বিষায়ক কোন পোস্ট আমার চোখ এড়িয়ে কাকতালিয় ভাবে এই পোস্টের সাথে যদি মিলে যায় তার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি।
ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট ভাই। আরো কিছু ছবি ছিল কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে দেখে সেইগুলো দেওয়া হয়নি।
শুভকামনা ভাই।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
বটবৃক্ষ~ বলেছেন:
বিয়ারহ্যাট টা দেখে মিস্টার বিনের কথা মনে পরে গেল!!
নাইস পোস্ট ভাইয়া!
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
এহসান সাবির বলেছেন:
এটা টিংকু র জন্য।
টিংকুর কি খবর আপু??
অনেক ধন্যবাদ আপু।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
লেখোয়াড় বলেছেন:
আরে বাপসসসসসস
এ যে টুপির বিশাল সমাহার! দারুন!
হ্যাটস অফ ব্রাদার।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
এহসান সাবির বলেছেন: ভাবছি একটা টুপির দোকান খুলে বসব কিনা
অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১১
*কুনোব্যাঙ* বলেছেন: ইউনিক পোষ্ট ইউনিক আইডিয়া, দারুণ লাগলো। Fedora হ্যাট আমার ভীষণ ভালো লাগে। হয়তো ইন্ডিয়ানা জোন্সের প্রভাবে।
বাংলাদেশী হ্যাট
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
এহসান সাবির বলেছেন: বাংলাদেশী হ্যাট কে মাথাল বলে আমাদের ওদিকে, অন্য কোন নাম আছে কিনা আমি জানি না।
ইন্ডিয়ানা জোন্সের প্রভাবে Fedora হ্যাট জনপ্রিয়তা বেশ অনেকগুন বৃদ্ধি পেয়েছিল।
ধন্যবাদ মামুন ভাই।
অনেক শুভকামনা।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮
জাহাঙ্গীর জান বলেছেন: ভিন্ন রকমের পোস্ট,অনেক সুন্দর হয়েছে । হেডলাইন পড়ে মনে হলো থাবা বাবা টাইপের পোস্ট হবে, ভালো থাকবেন ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শুভেচ্ছা।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৬
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
সবচেয়ে সেরা খুশীর দিন ।মাত্র ১ দিন বাকি।
Click This Link
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫
মামুন রশিদ বলেছেন: বিচিত্র সব টুপি নিয়ে জানলাম । কুনোব্যাঙের দেয়া বাঙালী কৃষকের বাঁশের ছাতাও আসতে পারে এই তালিকায় । এই টুপির ঐতিহাসিক গুরুত্ব আছে । আমাদের কৃষক ছাতা মাথায় জমিতে বসে নিবিঢ় ভাবে কাজ করছে- এই দৃশ্যটা আমরা সব সময়ই দেখি । ঠিক একই দৃশ্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দক্ষিন-পূর্ব এশিয়ার দেশে দেখা যায় । এটা নিয়ে গবেষণা করে পন্ডিত নীরদ সি চৌধুরী বাঙালী জাতিকে আর্য থেকে সাব-মঙ্গোলিয়ানদের সাথে বেশি মিল খুজে পেয়েছিলেন ।
চমৎকার পোস্ট!!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
এহসান সাবির বলেছেন: একই ধরণের দৃশ্য আমরা খুব বেশি ভিয়েতনামে দেখতে পাই। এই টুপির ঐতিহাসিক গুরুত্ব আছে বলেই কুনোব্যাঙের দেয়া বাঙালী কৃষকের বাঁশের টুপিটি তালিকায় যুক্ত হয়ে গেছে।
ধন্যবাদ মামুন ভাই।
শুভকামনা সব সময়।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
চিরতার রস বলেছেন: সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী পোস্টের জন্য ধন্যবাদ সাবির ভাই। যেইহারে চুল পড়া শুরু হৈছে তাতে আমার টুপির কালেকশান শুরু করা লাগবে ভবিষ্যতের কথা চিন্তা করে।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: আর চুল পড়ার কথা বইলেন না.....! চান্দি ফাকা হতে আর বেশিদিন বাকি নাই!!! টুপি দিয়েই মাথা ঢাকতে হবে মনে হয়......!!
ধন্যবাদ ভাই। শুভকামনা।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
আরজু পনি বলেছেন:
দারুণ !
একেবারের টুপি বিশারদ...
ছবিগুলো দেখতে আর বর্ণনা পড়তে দারুণ লাগলো ।
আমাদের কনভোকেশনের সময় শুধু গাউন দিয়েছিল বলে Graduate cap টা মিস হয়েছে । নিজে বুদ্ধি করে ফটোগ্রাফার পিয়ারু ভাইয়ের কাছ থেকে নিয়ে ছবিও তুলে রাখতে পারিনি
তাই এই ক্যাপটার প্রতিই বিশেষ দূর্বলতা এখনও রয়ে গেছে ।
নিয়ে গেলাম এমন ব্যতিক্রমধর্মী দারুণ একটি পোস্ট ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
এহসান সাবির বলেছেন: আপু আরো কিছু ছবি ও বর্ণনা ছিল কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে দেখে সেইগুলো দেওয়া হয়নি।
একটা ছবিও তুলে রাখতে পারেননি..!! দুঃকজনক খুবই...
শুভকামনা আপু।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
আমি নিন্দুক বলেছেন: উরিবাবা!!
আমার প্রিয় মানকি টুপির ছবি কই???
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
এহসান সাবির বলেছেন: মানকি টুপি কোন ছবি আমি খুজে পাইনি।
তাই দিতে পারিনি।
ধন্যবাদ উরিবাবা
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেকদিন পর এমন একটি চমৎকার পোস্ট পেলাম সামুতে। আশা করি এভাবেই আরও ইউনিক পোস্ট পাব সাবির ভাই আপনার কাছ থেকে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমার অনুপ্রেরণা।
শুভকামনা ভাই।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস, ভেরী নাইস পোস্ট সাবির !
আমার সবচে পছন্দ হৈসে সান হ্যাট !!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
এহসান সাবির বলেছেন: সান হ্যাট?? নাকি মডেল??
হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন মুন ভাই। শুভকামনা।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার বেসবল হ্যাট, ফেডোরা, আর গ্র্যাজুয়েশান ক্যাপ আছে।
চমৎকার পোষ্ট!!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
এহসান সাবির বলেছেন: আমারও একটা গ্র্যাজুয়েশান ক্যাপ ছিল। একদিন এক বন্ধু ধার চাইল, জানতে চাইলাম কি করবি এটা দিয়ে কারন গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান ওসব পাট চুকে গেছে প্রায় একযুগ আগে..!! বল্ল লাগবে........!!
তারপর বেশ কিছুদিন গেল। একদিন ক্যাপের কথা জানতে চাইলে বল্ল ''তোর ছোটবোন কে উপহার দিয়েছি'' আমি আকাশ থেকে পড়ে বল্লাম ''ওই!! আমার ছোট বোন আবার কবে হলো''?
আমার র্গালফ্রেন্ড তো তোর ছোট বোন-ই হবে, তাইনা....!!
কি আর বলব.......
ধন্যবাদ আপু।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন পোষ্ট! আসলে নতুন নতুন বিষয়ে জানতে ভালোই লাগে। আমি মাঝে মাঝে Flat cap ব্যবহার করি।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
এহসান সাবির বলেছেন: আপনি মাঝে মাঝে পরেন বলেই আপনার একটা টুপি পরা ছবি চেয়েছিলাম..!!!!
এ্যাড করে দিতাম।
ভালো থাকবেন। শুভকামনা ভাই।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
আমি ইহতিব বলেছেন: অন্যরকম একটা বিষয়। ভালো লাগলো।
Bearskin টুপিটা দেখে আমার খুব কষ্ট লাগে যারা পরে তাদের জন্য।
আপনার জন্য আমার ঈশিত্বর একটা টুপি পরা ছবি দিলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
এহসান সাবির বলেছেন: Bearskin টুপিটা পরার পর কেমন লাগে আমি জানি না। তবে এটা বেশ গরম টাইপের টুপি হতে পারে।
ঈশিত্বর ছবিটা খুব সুন্দর। আমার আদর রইল ওর জন্য।
শুভকামনা আপু।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
ইখতামিন বলেছেন:
সুন্দর পোস্ট
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
শুভকামনা।
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট!! আমার কাছে Ascot cap দেখতে ভাল লাগে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০
এহসান সাবির বলেছেন: Ascot cap আসলেই দেখতে সুন্দর। বেশ ছিম ছাম টাইপের টুপি।
ধন্যবাদ দাদা।
শুভকামনা।
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
রুপালী সিংহ বলেছেন: সাধারণ টুরিস্টরা অনেকটা গোলাকৃতি একটা টুপি ব্যবহার করে। আমার ধারণা ছিল ঐটাই বোধহয় সান হ্যাট :-v
যাই হোক, ঢাকার কিছু টুপির দোকানের নাম ঠিকানা দিলে আরও ভাল হোত।
পোস্টে +
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮
এহসান সাবির বলেছেন: আসলে ঢাকাতে স্পেশালি কোথাও কোন টুপির দোকান আছে কিনা আমার জানা নাই। জানতে পারলে আপনাকে জানাব।
নিউ র্মাকেটে কিছু দোকান আছে।
ধন্যবাদ। শুভকামনা।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
নীল ভোমরা বলেছেন: পোস্টটা মন্দনা...নট ব্যাড!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা। কোন টুপিটা আপনার বেশি পছন্দ??
শুভকামনা।
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
বটবৃক্ষ~ বলেছেন:
:!>
টিংকু ভাল আছে!! ওর পেইজে গেলেই সব ইনফো পাবেন!! থ্যাংস ফর গিফট! টিংকু সেইড "ম্যাও" টু ঈউ!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
এহসান সাবির বলেছেন: অল রাইট বটবৃক্ষ~ ..!!
''হাই টিংকু, মিঁউ''!!!
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: সেই রকম পোষ্ট সাবির ভাই !
মডেল গুলা পছন্দ হইছে
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
এহসান সাবির বলেছেন: জানি তো মডেল পছন্দ হবেই.....
শুভকামনা অভি ভাই।
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাট নিয়ে চমৎকার পোস্ট। আগের দিনে কোথায় খনিজ সম্পদ অনুসন্ধানে ড্রিলিং করা হবে সেটি নির্ধারণের জন্য মাথার হ্যাটটি সজোরে নিক্ষেপ করা হতো। যেখানে ক্যাপটি/হ্যাটটি পরতো। সেখানেই উত্তোলন ড্রিলিং হতো। এটা একটা র্যান্ডম ম্যাথড হলেও বহুল ব্যবহৃত ম্যাথড যা হ্যাট ম্যাথড হিসেবে পরিচিত।
চমৎকার পোস্টে ধন্যবাদ ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
এহসান সাবির বলেছেন: দারুন জিনিস জানলাম সেলিম ভাই।
কেমন আছেন??
শুভকামনা।
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
অরুদ্ধ সকাল বলেছেন:
হ্যাট পড়তে মনচায়
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
এহসান সাবির বলেছেন: পরে ফেলুন একটা।
শুভকামনা ভাই।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
এম মশিউর বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ বিশিষ্ট হ্যাট বিশারদ !
অনেক গবেষণা করেছেন দেখছি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
এহসান সাবির বলেছেন: মশিউর ভাই কি খবর?? কেমন আছেন??
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
বেলা শেষে বলেছেন: টুপি নিয়ে গবেষনাধর্মী পোষ্ট ( ) ভাল লাগল।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা।
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট!
এক সময় টুপি কালক্ট করতাম, টুপি কালেক্ট করার বড় শখ আছিলো
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
এহসান সাবির বলেছেন: আমারও কিছু টুপি ছিল... লোকজন নিয়ে যায় তারপর টুপিগুলো তাদের হয়ে যায়... মনের দুঃখে এখন আর টুপি কিনি না।
শুভকামনা মাসুম ভাই।
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
এয়ী বলেছেন: টুপিগুলো বেশ ভালই লাগল ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
এহসান সাবির বলেছেন: কোন টুপিটা আপনার বেশি পছন্দ??
শুভকামনা।
২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভিন্ন স্বাদের চমৎকার পোস্ট!
কোনো এক কালে আমিও হ্যাট পরিধান কর্তুম!
আচ্ছা আরেকটা টুপি আছে না, যেইটাকে মাঙ্কি ক্যাপ বলে? (বেইজবল ক্যাপের মতন।)
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১
এহসান সাবির বলেছেন: জুলিয়ান দা কি ধরণের হ্যাট পরতেন?
মাঙ্কি ক্যাপের ছবি তুলে এ্যাড করে দিব.....
শুভকামনা ভাইয়া।
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
মাহমুদ০০৭ বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে গল্লায়া লাইলাম !
ভাল থাকুন এহসান ভাই ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগছে মাহমুদ ভাই।
ভালোথাকুন। শুভকামনা।
৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
জেরিফ বলেছেন: ছোট বেলায় অনেক টুপি পড়তাম । এখন আবার ইচ্ছে হচ্ছে ।
টুপি নিয়ে তেমন কিছু জানা ছিল না অনেক কিছু জানলাম ।
ইউ আর আ ক্রিয়েটিভ পার্সন
ধন্যবাদ ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৪
এহসান সাবির বলেছেন: জেরিফ!! একদম হাওয়া!!! কোন খবর নাই!!!
শুভকামনা।
৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
মোঃ ইসহাক খান বলেছেন: টুপি নিয়ে অনেক খেটেছেন।
অভিনব ধরণের পোস্টে শুভেচ্ছা রইলো।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭
এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।
ধন্যবাদ এবং শুভকামনা।
৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
সায়েম মুন বলেছেন: চমৎকার টুপি কালেকশন এবং বর্ণনা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১০
এহসান সাবির বলেছেন: আরো কিছু ছবি ও বর্ণনা ছিল কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে দেখে সেইগুলো দেওয়া হয়নি।
শুভকামনা ভাই।
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
এম এ কাশেম বলেছেন: টুপির উপর আপনাকে ডক্টরেট ডিগ্রীটা দিয়ে দিমু কিনা ভাবছি................
ইউনিক পোস্ট,
চমৎকার হইছেরে ভাই।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হঃ
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
শুভকামনা কবি।
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
শায়মা বলেছেন: বাহ!!! অনেক মজার !!!
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
এহসান সাবির বলেছেন: শায়মা আপু কোনটা বেশি সুন্দর বলেন তো??
শুভকামনা আপু।
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মজা মজা মজা অনেক মজা
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
এহসান সাবির বলেছেন: আনারুল ভাই কেমন যাচ্ছে দিনকাল? আছেন কেমন?
শুভকামনা আপনার জন্য।
৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
সোমহেপি বলেছেন: nice post.
onek kicho jana holo
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪১
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
শুভকামনা।
৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
মশিকুর বলেছেন:
চমৎকার এবং ব্যতিক্রমী পোস্ট +++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭
এহসান সাবির বলেছেন: মশিকুর ভাই কেমন আছেন?
মন্তব্যে ভালোলাগা।
শুভকামনা ভাই।
৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: এত টুপি!
এককালে ফেডোরা খুব পছন্দের ছিল। পোস্ট দেখে মনে পড়ে গেল।
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আমিও কিছুদিন ফেডোরা পরেছি।
শুভকামনা প্রিয় লেখক।
৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮
রোকেয়া ইসলাম বলেছেন: অন্যরকম এবং সুন্দর একটা পোস্ট।
পড়তে এবং দেখতে খুব ভাল লাগল।
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
এহসান সাবির বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
আপনার লেখা এখন অনেক কম পাই।
ভালো থাকবেন।
শুভকামনা।
৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শেষের ঐতিহাসিক ছবিটি বার বার দেখতে ইচ্ছে হয়।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২১
এহসান সাবির বলেছেন: ঐতিহাসিক ছবিটি আসলেই সুন্দর........
ধন্যবাদ কবি।
শুভকামনা।
৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১০
অদ্বিতীয়া আমি বলেছেন: নাইস পোস্ট ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
এহসান সাবির বলেছেন: আপুনি সালাম।
কেমন আছেন????
ধন্যবাদ ও শুভকামনা আপু।
৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
একজন আরমান বলেছেন:
দারুণ পোষ্ট সাবির ভাই।
মিস হয়ে গিয়েছিল !
সংগ্রহে রাখলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
এহসান সাবির বলেছেন: আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে?? কেমন চলছে ভাই সব কিছু??
ধন্যবাদ ভাই।
শুভকামনা।
৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
একজন আরমান বলেছেন:
আলহামদুলিল্লাহ্। আমরা ভালোই আছি।
আপনার খবর কি?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: আলহামদুলিল্লাহ্। আমিও ভালো আছি।
আপনাদের জন্য শুভকামনা।
৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২
একজন আরমান বলেছেন:
আপনার নাম্বার বন্ধ ছিল। আমি শুক্রবার কল দিয়েছিলাম আপনাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯
এহসান সাবির বলেছেন: সরি ভাই। একটু ঝামেলার জন্য ফোন অফ রয়েছে। আমি আপনাকে কল দেব।
৪৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
রাসেলহাসান বলেছেন: হ্যাটের তো কোন শেষ নাই দেখতাছি!
চমৎকার পোষ্ট!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
এহসান সাবির বলেছেন: আরো কিছু ছবি ছিল কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে দেখে সেইগুলো দেওয়া হয়নি।
অনেক ধন্যবাদ।
ফাগুনের শুভেচ্ছা।
৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
রাসেলহাসান বলেছেন: আপ্নাকেও ফাগুনের শুভেচ্ছা।।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই।
৪৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
ইমিনা বলেছেন: টুপির দুনিয়ায় এসে এখন মাথাটা কেমন ঝিম ঝিম করছে। এখানের পছন্দের টুপিটা মাথায় রাখতে পারলে ঝিম ঝিম ভাব টা হয়তো চলে যেত
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩
এহসান সাবির বলেছেন: মাথায় রাখুন না একটা.......!!!
মন্তব্যে ভালোলাগা......
অনেক শুভকামনা আপনার জন্য।
৪৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: নাইস পোষ্ট।
পকেটে নিয়ে রাখলাম।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
এহসান সাবির বলেছেন: খুশি হলাম ভাই.......
আপনি কই?
ফিরে আসুন আমাদের মাঝে......
শুভকামনা।
৪৯| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ফিরে আসলাম কিছু দিনের জন্য।
০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
এহসান সাবির বলেছেন: আপনার কাছে থেকে আমরা কিছু পোস্ট আশা করি......
আলাপন মিস করি....
শুভকামনা ভাই।
৫০| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: আলাপন আসছে শিগ্রই ....
১০ ই মার্চ, ২০১৪ সকাল ৭:২৮
এহসান সাবির বলেছেন: অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ ভাই।
৫১| ২৬ শে মে, ২০১৫ রাত ১:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ
১০ ই জুন, ২০১৫ রাত ১০:২১
এহসান সাবির বলেছেন: আরো কিছু ছবি ছিল কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে দেখে সেইগুলো দেওয়া হয়নি।
অনেক ধন্যবাদ।
৫২| ২৬ শে মে, ২০১৫ রাত ১:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: কতকিছু আছে এই দুনিয়ায়। দারুন পোস্ট। ++
১০ ই জুন, ২০১৫ রাত ১০:২৩
এহসান সাবির বলেছেন: কোন টুপিটা আপনার বেশি পছন্দ??
শুভকামনা।
৫৩| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৬
নীলপরি বলেছেন: দারুন এই টুপি কাহিনী পড়তে ভীষণ ভালো লাগলো । চিনলেও সবকটার নাম জানতাম না । লেখাটার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
খেয়া ঘাট বলেছেন: একেবারে অন্যরকমের পোস্ট।
টুপি অফ করে প্লাস।