![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
সময় আসলেই বদলে গেছে অথবা বাস্তবতা বদলে যেতে বাধ্য করেছে, তা না হলে দারুচিনি দ্বীপে যাবো বা গেলে কেমন হয়: এই রকম প্রশ্ন শুনে কেউ কি না শোনার ভান করে? করতেই পারে কিন্তু আমি যাদের কথা বলছি তারা এই রকম প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করত 'তাহলে কখন আমরা রাওনা হচ্ছি....!!' দিন গুলো হারিয়ে গেছে আমাদের জীবন থেকে তাই তিন মাস আগেই যখন জানালাম যেতে চাই প্রিয় দারুচিনি দ্বীপে তখনই ঝরে পড়ল একে একে, কেউ বল্ল আরো আগে বলা দরকার ছিল, কেউ বল্ল ছুটি নাই, কেউ বল্ল বউ বাচ্চা রেখে ঘুরতে গেলে আর বাড়ি ফিরে আসতে হবে না....!! শেষে আট জন রাজি হল এবং ভেজালও শুরু হয়ে গেল, হোটেল/ রির্সোট বুক দাও, গাড়ির টিকিট কাটো, জাহাজের খবর নাও, আবহাওয়ার খবর লাগাও............!! আমি বলি এই সবের দরকার কি? যেখানেই রাত সেখানেই কাত...! ঠিক আগের দিন গুলোর মত। বন্ধুরা আমার সাথে এক মত হলেও তারা জানাল তাদের ইনস্পেক্টরা এই গুলো পছন্দ করছে না। সুতারাং শুরু হল দৌড় ঝাপ। ভাবিরা (ইনস্পেক্টরা
) দেখতে চাইলো কোন রির্সোট/ কোন বাস/ জাহাজের নাম/ টিকিট... দুই জন ইনেস্পেক্টর তো সাফ বলেই দিল সব ব্যাবস্থা ভালো না হলে তাদের হাবিলদার
কে তারা ছাড়বে না, তার মানে ভালো রির্সোটই ভাড়া করতে হল। সো এক মাস আগেই সব প্রস্তুতি শেষ। ইনস্পেক্টরা হাবিলদারদের সাবধান করে দিল যেন পাঙ্খা না গজায়.....!!
এলো সেই দিন, রাতে গাড়ি, দুপুর নাগাদ একজন ঝরে পড়ল, বাসে উঠতে যেয়ে দেখা গেল আরেকজনও উধাও.....!! অগত্য ছয়জনই রাওনা দিলাম..... বাসে উঠার সাথে সাথে সবার সত্যিই পাঙ্খা গজায় গেল । এই দারুচিনি দ্বীপে প্রথম পা পড়েছিল আমাদের প্রায় নয় বছর আগে, তখন আমরা বারোজন ছিলাম, সেই বারোজনে একজন না ফেরার দেশে চলে গেছে, আর অন্য পাঁচ জন আসেনি (শেষ সময়ে দুইজন ঝরে পড়েছে)। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম এবার পায়ে হেটে পুরো দারুচিনি দ্বীপ ছেড়া দ্বীপসহ ঘুরে দেখব।
টেকনাফ থেকে ক্রুজে উঠছি আমরা।
আমাদের ক্রুজ থেকে তোলা।
ক্যাপটেনের রুম/ ককপিট।
নাফ নদীর পাড়ে....!
নাফ নদীতে জেলেরা মাছ ধরায় ব্যাস্ত।
পাহাড়ের মাঝ দিয়ে টেকনাফ শহরে যাবার রাস্তা।
ঐ দূরে বার্মার ভিতরে মন্দির।
আমাদের পিছনের ক্রুজ।
ঐ দূরে গ্রীন লাইনের নতুন ক্রুজ। এটা অনেক জোরে চলে।
দূরে অন্য ক্রুজ গুলো।
আমাদের ক্রুজ থেকে তোলা।
সমুদ্রে যাত্রীবাহী ট্রলার।
দারুচিনি দ্বীপ নামলেই এই রকম দৃশ্য চোখে পড়বে।
মানুষ।
এই পয়েন্টেই মানুষ বেশি থাকে।
ঐ যে আমাদের আমাদের গ্রুপের কয়েকজন। একটাও সাঁতার জানে না!!
এই কচ্ছপটিকে কারা যেন পিটিয়ে মেরে ফেলেছে। অনেক বড়।
সূর্য ডুবি....!
মুগ্ধ।
আমাদের কোন ভালো ক্যামেরা নাই, যা আছে তাই দিয়েই.....!
স্মৃতি রাখবার জন্য ছবি গুলো তোলা।
পায়ে হেটে সারা দ্বীপ ঘুরে বেড়ানো।
জাল নিয়ে ব্যাস্ত জেলে।
সদ্য ধরা মাছ/ কাকড়া।
কেউড়া গাছ/ফল।
ওর স্বপ্ন জেলে হবার। নিজেই নৌকা বানাবে।
এভাবেই মানুষ পুকুর বানিয়ে পানি সংগ্রহ করে রাখে।
ঐ যে প্রবাল দ্বীপ এবং ছেড়া দ্বীপ।
আমরা হেটেই চলেছি।
জোয়ার আসলে ঐ পানির জায়গা মূল দ্বীপ থেকে প্রবাল দ্বীপ এবং ছেড়া দ্বীপ বিচ্ছন্ন করে।
এই রকম জায়গা পার হয়ে যেতে হবে প্রবাল দ্বীপ এবং ছেড়া দ্বীপ।
খুধা!! খাও কাকড়া ভাজি।
চাইলে পাখি ভাজি খাওয়া যেতে পারে ছেড়া দ্বীপে। পাখি ধরা বা খাওয়াতে আমাদের আগ্রহ নাই।
প্রবাল প্রাচির।
ব্যাস্ত জেলে।
নেভির জাহাজ।
ঘাট।
শুটকি।
শুটকি২।
শুটকি এখনও রেডি হয়নি।
বিষন্ন পাহাড়।
ঐ তো আমি
ধন্যবাদ সবাই কে।
নোট- দারুচিনি দ্বীপ= সেন্ট মার্টিন, ইনস্পেক্টর= বন্ধুদের বউ, হাবিলদার = বন্ধুরা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
এহসান সাবির বলেছেন: আসলে আমি গেছিলাম সূর্যদয় দেখতে..... ছবি দেখে আমারও মনে হয়েছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়.... তবে অন্য গুলি সন্ধায় তোলা.....!!!
ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কামনা রইল।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন ছবি ব্লগ সাথে খুনসুটি ক্যাপশন।খুব ভালো লাগল
+++
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: আহ....আমাদেরও ডিজিটাল দেখা হয়ে গেল। ছবি আর ক্যাপশন মিলিয়ে দারুণ পোস্ট।
তা কবে গিয়েছিলে, সেটা বললে না যে !! সাঁতার না জানা..তবুও এতো দূরে যাওয়াটা বিপদজনক।
ঐ যে তুমি, আরো একটু কাছে হলেই ভালো হতো !!
+।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
এহসান সাবির বলেছেন: ওদের তো পাখা গজায়ে গেসিলো........ অনেক বছর পর নাকি মুক্ত হইছিল বউদের হাত থেকে তবে আসলেই অত দূরে যাওয়া ঠিক হয়নি এবং তখন ভাটা ছিল.....!!! আমিও সাঁতার জানি না তবে পুকুরে পারি
ভালো থাকুন দাদা।
শুভ কামনা সব সময়।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আইএমওয়াচিং বলেছেন: জটিল
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলোর মাঝখানে কচ্ছপের মৃতদেহ দেখে খারাপ ই লাগল। এত সৌন্দর্যের মাঝেও নৃশংসতা! বাকি ছবিগুলো ভাল লাগল দেখতে। আমার যাবার প্লান আছে সামনে
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
এহসান সাবির বলেছেন: সৌন্দর্যের মাঝেও নৃশংসতা! আর বলবেন না, এত বড় কচ্ছপ আমি আগে দেখিনি সরাসরি। আমাদেরও খুব খারাপ লেগেছে।
ঘুরে আসুন খুব ভালো লাগবে, ওখানে যেয়ে গল্প লিখবেন.... গল্পের প্লটের অভাব নাই।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
এস কাজী বলেছেন: সুন্দর ছবি ব্লগ এহসান সাবির ভাই।
তবে আপনি মনে হয় আমার দলের লোক মানে যাদের দিস্লার নাই। হেহেহে
ছবিগুলা ভাল হয়ছে। তবে আপলোডের পর বিত/বাইট কমে যাওয়ায় মনে হয় একটু ঝাপসা হয়ে গেছে ।
আর এই জায়গা টা আমার সবসময়কার ফেভারিট
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ ঠিক ধরেছেন।
জ্বী ভাই ছবি গুলো ভালো হয়নি, আর আমাদের ক্যামেরাও ভালো না.... সাথে ক্যামেরাম্যান তো আমরা বিশ্বসেরা
ওফ দারুন জায়গা ভাই।
ভালো থাকুন ভাই। শুভ কামনা রইল।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর সব ছবি। জায়গাগুলি দেখে মুগ্ধ।
সেই সাথে আপনার লেখার ধরণ ও ভাল লেগেছে
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০
তামান্না তাবাসসুম বলেছেন: ছবি আর ক্যাপশন মিলিয়ে সুন্দর পোস্ট
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১
প্রবাসী পাঠক বলেছেন: শেষবার গিয়েছিলাম ২০০৮ সালে। এক অন্যরকম অনুভুতি। ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা রাজ্য।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
এহসান সাবির বলেছেন: সত্যি এক অন্যরকম অনুভুতি। আমি অবশ্য ১মবার গিয়েছিলাম ২০০ট সালে, সেই থেকে তো ঐ রাজ্যের প্রেমে পড়ে গেছি।
কেমন আছেন ভাই?
শুভ কামনা সব সময়।
১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
বক, সদ্য ধরা মাছ-কাঁকড়া ছবি ২টা সুন্দর।
লাস্ট ওয়ান ও ভাল হৈসে ||
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ মুন ভাই।
লাস্ট ওয়ান সবাই ভাবছে সূর্য ডুবছে আসলে আমরা গেসিলাম সূর্য ওঠা দেখতে, ওটা ডোবা না ওঠা। )
শুভ কামনা সব সময়।
১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
আরজু পনি বলেছেন:
হাহা ভ্রমণে একটু পাখা গজায়ই ।
ছবি ব্লগ ভালো লাগলো ।
কেমন যেনো শীত শীত ভাব আছে ছবিগুলোতেও ।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: তা একটু গজায় আপুনি.......!! বিয়ের পর এই প্রথম ব্যচেলার ট্রিপ...!!!
একটু শীত ছিল তবে ক্যামেরা বেশি খারাপ ছিল।
শুভ কামনা আপনি।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
নয়নকাড়া ছবিতে দারুচিনির গন্ধ ছড়িয়ে গেলো ।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা।
একটা কথা বলবার জন্য বেশ কিছুদিন ধরে ঘুর ঘুর করতেছি মানে একটা বিষয় ছিল.........
শুভ কামনা সব সময়।
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
সাহসী সন্তান বলেছেন: প্রিয় সাবির ভাই, দীর্ঘ ছয়মাস পরে পোস্ট করলেন? তবে বিরতিটা দীর্ঘ হলেও পোস্টটা পড়ে সুদীর্ঘ বিরতির কথাটা ভুলে গেলাম! অসাধারন একটা ভ্রমণ এবং ছবি ব্লগ!
ইন্সপেক্টর শব্দটা পড়ে আমিতো প্রথমে ভাবছিলাম আপনি বুঝি ডিফেন্সে চাকরি করেন? তবে ভুলটা ভাংলো শেষের 'নোট'টা পড়ে! অনেকক্ষণ ধরে হাসলাম......!!
শুভ কামনা জানবেন! পোস্টে প্লাস সহ ভাল লাগা জানিয়ে গেলাম!
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
এহসান সাবির বলেছেন: বউদের কাছে সবাই সিপাহী......!!
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
নতুন কোন পোস্ট নাই কেন ভাই?
শুভ কামনা রইল সব সময়।
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
আইএমওয়াচিং বলেছেন: এত সুপার ডুপার পোস্ট দিসেন, পরে আমি দিলে তো কেউ আর পড়বো না ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
এহসান সাবির বলেছেন: সুপার ডুপার পোস্ট হায়!!! কেউ আমাকে বাঁচাও.....!!!
আপনি দিলেও পড়বে।
ভালো থাকুন।
শুভেচ্ছা।
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
বৃতি বলেছেন: বাহ, খুব সুন্দর ছবিব্লগ। রান্না বান্না কি সাগর পাড়েই হচ্ছে? কচ্ছপের ছবিটা দেখে খারাপ লাগলো- খাবারের জন্য শিকার করা আর শুধু শুধু মেরে ফেলে রাখার ভেতর কিছু তফাৎ আছে।
১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
এহসান সাবির বলেছেন: জ্বী আপু ঐ গুলো সাগর পাড়েই হয় আই মিন রান্না বান্না, কাকড়া, কিছু মাছ, কিছু ভাজা পোড়ার দোকান সাগর পাড়ে আছে, বিকালে বসে আবার রাতে সব গুটিয়ে চলে যায়।
কচ্ছপের জন্য আমদের খুবই খারাপ লেগেছিল।
শুভ কামনা রইল সব সময়।
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
জুন বলেছেন: তৃতীয়বারের মত ঘুরে আসলাম দারুচিনি দ্বীপ এহাসান সাবিরের ছবিতে।
এমনই হয়, ঘুরে আসার পর অনেকের অভিযোগ "আমাকে জানালে না কেন আমি যেতাম"। কিন্ত যখন সত্যি কখনো বলা হয় তখন নানা রকম অজুহাত দাড় করায় না যাবার জন্য।
অনেক ভালোলাগা
+
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: একদম সঠিক কথা লিখেছেন আপু। আমাকে জানালে না কেন; বলে কি যে পার্ট নেয় একেকজন.....!!
আমার ছবির মাধ্যমে যে আপনি আরেকবার ঘুরে আসতে পেরেছেন জেনে খুব ভালো লাগছে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
পুলহ বলেছেন: "ইনস্পেক্টরা হাবিলদারদের সাবধান করে দিল যেন পাঙ্খা না গজায়.....!! " হা হা হা !
সেন্ট মার্টিনে ট্যুরিস্টদের জন্য স্পিডবোটে ঘোরার ব্যবস্থাও আছে, ঘাট থেকে বোট ছেড়ে নেভীর জাহাজ পর্যন্ত গিয়ে আবার ঘুরে ফেরত আসে- আপনার ছবিতে নেভীর জাহাজ দেখে সেটার কথা মনে পড়লো।
পোস্ট পড়ে নস্টালজিক হলাম ভাই...
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
এহসান সাবির বলেছেন: সত্যিই তারা এভাবেই বলেছিল।
আর পাঙ্খাও গজিয়েছিল......
স্পিডবোটে ঘোরার ব্যবস্থাও আছে জানি নেভীর জাহাজ পর্যন্ত যাওয়া সেটা জানতাম না.... তবে ট্রলারে করে তো বেশ দূর পর্যন্ত যাওয়া যায়..
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
আমি ইহতিব বলেছেন: ইশ আবার কবে যে যাবো। খুব প্রিয় এই জায়গাটিতে ভার্চুয়ালি ভ্রমণ করানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: আশা করছি আবার যাবেন। আমারও খুব প্রিয় জায়গা। ওখানে যেয়ে ভাবি আর কখনও আসব না।
বাবুদের আদর রইল।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
২০| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মুগ্ধতা!!!
পাখির ছবিগুলো খুব ভালো লাগলো। মৃত কাছিমের ছবিতে তেমনই কষ্ট।সাঁতার না জেনে এত গভীরে গেলেন কিভাবে সেটাতে বিস্ময় ।
সব মিলিয়ে বেশ ভার্চুয়াল ভ্রমণ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
এহসান সাবির বলেছেন: কাছিমের জন্য আমদের খুবই খারাপ লেগেছিল, আরো ওটাকে পিটিয়ে মারা হয়েছে জেনে......
পাঙ্খা গজিয়েছিল সবার তাই ভয় ডর উপেক্ষা করে অত গভিরে......
আপনার শেষ ২টা পোস্ট দারুন হয়েছে।
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
২১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
আবু শাকিল বলেছেন: অবশেষে ভ্রমন পোষ্ট নিয়ে ফিরলেন।
ছবিতে মুগ্ধতা রেখে গেলাম।বর্ণনায় মনে হয় ফাকি দিছেন
আরো অনেক কিছু লিখতে পারতেন।
পোষ্টে অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ সাবির ভাই
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: ভাইয়া ফিরলাম কিন্তু নিয়মিত হতে পারলাম না.......
সত্যি চরম ফাকি মারছি ) অনেক কিছু লিখবার ইচ্ছা ছিল, ধৈর্যে কুলালো না.....
দারুন মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
২২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর সব ছবি !!!
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
এহসান সাবির বলেছেন: লিটন ভাই অনেক ধন্যবাদ। ভালো লাগছে মন্তব্য পেয়ে।
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালোই ঘুরলেন। এ জায়গায় কবে যে যাবো!
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
এহসান সাবির বলেছেন: তা ঘোরা ঘুরি ভালোই হয়েছে, সেই রকম জমেছিল..........!! হেভি লাগবে হামা ভাই.....!!
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
মুদ্দাকির বলেছেন: কচ্ছপ টা দেখে কষ্ট পেলাম, কবে থেকে অপেক্ষায় আছি আবার যাবো, দারুন সুন্দর একটা পোষ্ট !! টান আরও অনেক বেড়ে গেলো!!
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯
এহসান সাবির বলেছেন: কচ্ছপের জন্য আমদের খুবই খারাপ লেগেছিল।
ঘুরে আসুন ভাইয়া, খুব ভালো লাগবে। চমৎকার একটা জায়গা। একদম সচ্ছ পানি।
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
২৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
দীপংকর চন্দ বলেছেন: একবার আমি আর আমার এক বন্ধু খারাপ আবহাওয়ার কবলে পড়ে দ্বীপে আটকে ছিলাম কয়েকদিন। কি ভীষণ দুর্দিন!! টাকা পয়সা শেষ। কপাল ভালো, চিটাগাংয়ের কয়েকজন উদার মনের ছেলের একটা দলও আটকে ছিলো আমাদের সাথে। সেই মহৎ ছেলেগুলো আমাদের উদ্ধার করে শেষপর্যন্ত।
ছেলেগুলো এতো ভালো যে, এখনও আমার খোঁজখবর করে মাঝে মাঝে আবার আমি কোথাও আটকে গেলাম কিনা!!!
হা হা হা হা
অনেক অনেক ভালো লাগলো। ছবিতে। বর্ণনায়।
শুভকামনা জানবেন এহসান ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
এহসান সাবির বলেছেন: ভীষণ দুর্দিন হলেও ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল বলে মনে হচ্ছে। আপনি ভদ্র লোক আপনাকে সবাই হেল্প করবে।
ওদেরও খোঁজখবর নিয়েন মাঝে মাঝে।
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
২৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই, প্রথমত দীর্ঘ ছয়মাসের বেশী সময় পর পোস্ট দেয়ার জন্য। আর আমার পক্ষ থেকে একটু বোনাস, ভ্রমণ পোস্ট, অবশেষে। এতো দীর্ঘসময় আগে ঘোষণা দিয়ে ভ্রমণ পোস্ট, এটাও কিন্তু একটা সামুর রেকর্ড বৈকি।
ছবিগুলো সুন্দর তুলেছেন, তবে আপনাদের ছবি এতো দূর থেকে কেন? এই বছর মোট ৩০টি ট্যুর দেয়ার প্ল্যান, শুরু করব তেতুলিয়া থেকে, আর শেষ করব টেকনাফ হয়ে সেন্টমার্টিন গিয়ে, আগামী ডিসেম্বরের শেষের দিকে।
নিয়মিত পোস্ট চাই, মনে থাকে যেন। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
এহসান সাবির বলেছেন: 'এতো দীর্ঘসময় আগে ঘোষণা দিয়ে ভ্রমণ পোস্ট, এটাও কিন্তু একটা সামুর রেকর্ড বৈকি।' - লোল!!
'আর আমার পক্ষ থেকে একটু বোনাস, ভ্রমণ পোস্ট, অবশেষে।' - দেখা যাবে “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী জানুয়ারী ২০১৬ আর বের হলো না
কাছের ছবিও আছে তবে সেইগুলো তেমন ভালো হয়নি,
৩০টি ট্যুর.....!!!
দোয়া রইল।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
২৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাদা রূপচাঁদা মাছ দেখে জিভে জল চলে আসলো। অপেক্ষায় আছি কবে দেশে গিয়ে আবারও দারুচিনির দ্বীপের বীচে জোছনা রাতে হাঁটবো।
মৃত কচ্ছপটি দেখে অনেক খারাপ লাগল। ঐ এলাকার মানুষকে জীব বৈচিত্র্য সংরক্ষণের উপকারিতা ও গুরুত্ব বোঝানে না পাড়লে এই রকম মৃত কচ্ছপ বেড়াতে যাওয়া সবাইকে দেখতে হবে।
আপনাকে ধন্যবাদ ছবিগুলো ব্লগারদের সাথে শেয়ার করার জন্য।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
এহসান সাবির বলেছেন: পূর্নিমার টাইম টেবিল দেখে আমরা গিয়েছিলাম, জোৎস্নায় ভেসে যাচ্ছিলাম আমরা....!! ওফ কি দারুন!!!
এবারের কোরাল মাছ বারবিকিউ খুব টেস্টি হয়ছিল, স্বাদটা মুখে লেগে আছে যেন এখনও..... কালো চান্দা গ্রিলটাও জোস!! কাটা গুলি কটমট করে খাওয়া যায়.... ট্রাই করতে পারেন ওখানে গিয়ে..... কোরাল হলে অবশ্যই ৩ কেজির ওপরে নিবেন, যত বড় মাছ তত টেস্ট, কালো চান্দা যত বড় পাওয়া যায়......
ঐ এলাকার মানুষ বল্ল তারা কচ্ছপ মারে না কিন্তু ওটা কেমনে কি যেন হয়েছে... ওখানে কচ্ছপের চাষ হয় মানে দেখলাম ডিম দেবার জন্য জায়গা বানানো আছে.... আমার ছোট এক ভাই পরিবেশ অধিদপ্তরের একটা প্রজেক্টে কাজ করত, এই অঞ্চলেই.. ও বেশ কিছু কমপ্লেন করল ওর পুরানো কলিগদের কাছে, তারা ওকে বিষয়টা নিয়ে দেখবে বলে আশ্বাষ দিয়েছিল।
আমরা কেউ কোন মৃত কচ্ছপ দেখতে চাই না......
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
২৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক মজা করে লিখেছেন এহসান
বাস্তবতায় একবার পেয়ে বসলে আগের জীবনে ফিরে আসা মুশকিল।
শুভ কামনা
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
এহসান সাবির বলেছেন: আর বলবেন না আপু.... আসলেই বাস্তবতায় একবার পেয়ে বসলে আগের জীবনে ফিরে আসা মুশকিল....!!
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
২৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
ডি মুন বলেছেন:
খুব সুন্দর সুন্দর ছবি।
ছবিতে ছবিতে যেন আমিও ঘুরে এলাম দারুচিনি দ্বীপ।
তবে মৃত কচ্ছপের ছবিটা দেখে খারাপ লাগল।
ভালো কথা, কাঁকড়া ভাজা খাইতে কেমন ???
পোস্টে ++++
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
এহসান সাবির বলেছেন: কচ্ছপের জন্য আমদের খুবই খারাপ লেগেছিল।
কাঁকড়া ভাজা খাইতে খাইতে আমার খারাপ লাগে না, আমার কাছে ভালো টেস্ট। অনেকের কাছে গন্ধ লাগে কিন্তু আমার মনে হয় দুনিয়ার অনেক খাবারের থেকে এটা ভালো.....
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
লালপরী বলেছেন: কাকড়া খেতে কি মজা নাকি? আমারো জানতে ইচ্ছা করে । আপনার চোখে দেখে আসা হলো দারুচিনি দ্বিপ। জিএস ভাইয়ের মন্তব্যটা ইউনিক। পোস্টে ++++
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
এহসান সাবির বলেছেন: কাঁকড়া ভাজা খাইতে খাইতে আমার খারাপ লাগে না, আমার কাছে ভালো টেস্ট। অনেকের কাছে গন্ধ লাগে কিন্তু আমার মনে হয় দুনিয়ার অনেক খাবারের থেকে এটা ভালো.....
ব্যাঙের সুপ আর মুরগির সুপের কোন তফাত নাই...
জিএস মানেই তো জিনিয়াস.... আই লাইক হিম।
সময় পেলে ঘুরে আসুন না...
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
নীলপরি বলেছেন: অসাধারণ পোষ্ট । আপনি বলেছেন ক্যামেরাটা নাকি ততো ভালো নয় । কিন্তু ছবিগুলো খুব ভালো হয়েছে । ছবির সাথে --
' চাইলে পাখি ভাজি খাওয়া যেতে পারে ছেড়া দ্বীপে।' লাইনটা পড়ে কেমন যেন লাগছিল । তার পরের লাইনটা পড়ে ( পাখি ধরা বা খাওয়াতে আমাদের আগ্রহ নাই। ) আশ্বস্ত হলাম । ++ রইল ।
ভালো থাকবেন ।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
এহসান সাবির বলেছেন: সত্যিই ক্যামেরা ভালো না, স্মৃতি ধরে রাখবার জন্যই ছবি গুলো তোলা।
অনেকেই দেখলাম পাখি ভাজি খাওয়ার জন্য লাফাচ্ছিল, আমরা বল্লাম আমরা কিনে ছেড়ে দেব কিন্তু পাখিটি ধরবার সময় কিছু একটা হয়েছে সেই জন্য উড়তে পারছে না সো তো........
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩২| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
মশিকুর বলেছেন:
দারুন ভ্রমন পোস্ট +
দুই জন ইনেস্পেক্টর তো সাফ বলেই দিল সব ব্যাবস্থা ভালো না হলে তাদের হাবিলদার
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
এহসান সাবির বলেছেন:
ঘটনা কিন্তু সত্যি.... বউদের কাছে সব সবাই হাবিলদার।
খুব মজা হয়ছিল ভাই।
সময় পেলে ঘুরে আসুন না...
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছবি দেখলে মনে হয় আমিও যাই। কিন্তু যাওয়ার পর আমার আর ভালো লাগে না। এখন তাই সন্দেহ হয় যে, গেলেই আনন্দটা মাটি হইয়া যাবে।
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
এহসান সাবির বলেছেন: কিন্তু যাওয়ার পর আমার আর ভালো লাগে না। এখন তাই সন্দেহ হয় যে, গেলেই আনন্দটা মাটি হইয়া যাবে।
ওসব সন্দেহ বাদ দিয়ে ঘুরে আসুন.... নানা রকম গল্পের প্লট সাথে নিয়ে ফিরে আসুন। তারপর গল্পগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করুন।
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
গোর্কি বলেছেন:
দুর্দান্ত পোস্ট! প্রকৃতি ও পরিবেশের সাথে সময় কাটিয়ে মনটা বেশ ফুরফুরে!! তাই না!!! সূর্যাস্তের আলোকচিত্রগুলো বিস্ময়কর!!!! বিলম্বিত গ্রেগরিয়ান নবর্ষের শুভেচ্ছা রইলো!!!!!
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
এহসান সাবির বলেছেন: সত্যিই খুব ভালো লেগেছিল।
ক্যামেরা ভালো না, আর ক্যামেরাম্যান তো আমরা বিশ্বসেরা....!! স্মৃতি ধরে রাখবার জন্যই ছবি গুলো তোলা তাও দু'একটা বেশ এসেছে।
শুভেচ্ছা নিলাম।
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
এহসান সাবির বলেছেন: না হবে না........ আপনার কোন পোস্ট নাই প্রায় এক বছর..... না হবে না..... নতুন পোস্ট চাই.....!
ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।
৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অন্যরকম অনুভুতি।
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
এহসান সাবির বলেছেন: সেই অনুভুতি আর লিখে প্রকাশ করতে পারলাম না। খুব ভালো লেগেছিল।
সময় পেলে ঘুরে আসুন না...
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
মহামহোপাধ্যায় বলেছেন: সেইন্টমার্টিনের ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে গেলাম ভাই। পুরনো পাপীদের কথা মনে পড়ছে খুব ........
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
এহসান সাবির বলেছেন: আর বলবেন না ভাই, কয়লা ধুলে ময়লা যায় না... পাপিরা সব জেগে উঠেছিল, উড়ে বেড়াচ্ছিল সবাই........!! সেই রকম...!!
আপনি কেমন আছেন?
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
আনোয়ার ভাই বলেছেন: ঐ তো দ্বীপ..............দারুন । প্রিয়তে রাখলাম । ধন্যবাদ লেখককে।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
এহসান সাবির বলেছেন: সত্যিই দারুন।
আনোয়ার ভাই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
তার আর পর নেই… বলেছেন: যেখানে রাত সেখানে কাত, এইকথা বলে আমরাও গেছিলাম। জাহাজে টিকিট পাইনি। তারপর ট্রলারে, সে কি কষ্ট! মনে হচ্ছিল ওখানে আর পৌঁছাতে পারবোনা।
কখনো এর আগে কাঁকড়া খাইনি। কাঁকড়া খেতে গিয়ে দেখি গন্ধ।
ছবিগুলো হালকা ঝাপসা। আসার সময় জাহাজে এত ভীড় ছিল একটু ছবিও তুলতে পারিনি।
পুরো দ্বীপ আমরাও চক্কর দিতে চেয়েছিলাম, দেখি যে খালি বাথরুম আর বাথরুম। যেখানে রাত সেখানে কাত, এইকথা বলে আমরাও গেছিলাম। জাহাজে টিকিট পাইনি। তারপর ট্রলারে, সে কি কষ্ট! মনে হচ্ছিল ওখানে আর পৌঁছাতে পারবোনা।
কখনো এর আগে কাঁকড়া খাইনি। কাঁকড়া খেতে গিয়ে দেখি গন্ধ।
ছবিগুলো হালকা ঝাপসা। আসার সময় জাহাজে এত ভীড় ছিল একটু ছবিও তুলতে পারিনি।
পুরো দ্বীপ আমরাও চক্কর দিতে চেয়েছিলাম, দেখি যে খালি বাথরুম আর বাথরুম।
ছেঁড়া দ্বীপ। মনে হয়েছিল পৃথিবীর স্বর্গ।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
এহসান সাবির বলেছেন: তাহলে তো কষ্ট হলেও দারুন এ্যাডভেঞ্চার হয়েছিল।
ক্যামেরা ভালো না, আর ক্যামেরাম্যান তো আমরা বিশ্বসেরা....!! স্মৃতি ধরে রাখবার জন্যই ছবি গুলো তোলা তাও দু'একটা বেশ এসেছে।
না আমরা ঐ রকম বাথরুমের সমস্যার মুখোমুখি হয়নি।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৪০| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: দারুন!! +
আমারও দারুচিনি দ্বীপ যাওয়ার ইচ্ছা আছে......।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসুন না...
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৪১| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
জেআইসিত্রস বলেছেন: আমি গিয়েছি কয়েক দিন আগে,প্রবাল দ্বীপ,ছেড়া দ্বীপ,দারুচিনি দ্বীপ।সত্যিই আল্লাহ্ তার নিপুণ হাতে সাজিয়েছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
এহসান সাবির বলেছেন: সত্যিই আল্লাহ্ তার নিপুণ হাতে সাজিয়েছেন চমৎকার এই দ্বীপ গুলি।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৪২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
নীলপরি বলেছেন: তাহলে পাখীর গল্পটা আদ্যপ্রান্ত সুখের।
ভালো থাকবেন। শুভকামনা রইল।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
এহসান সাবির বলেছেন: কিন্তু ফাইনালি কেউ না কেউ পাখিটাকে খেয়ে ফেলেছে... উড়ায়ে দিতে পারি নাই আমরা...
৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
আমি তুমি আমরা বলেছেন: সাঁতার না জেনেই দেখি অনেক গভীর পানিতে নেমে পড়েছিলেন।তা ইনস্পেক্টররা কি এই ছবি দেখেছেন?
মৃত কচ্ছপটা দেখে খারাপ লাগল।
সূর্যাস্তের ছবিগুলো ভাল লেগেছে। শুটকি দেখে খাওয়ার ইচ্ছা জাগল।
আর ফুটনোট ছাড়াই মিনিংগুলো বুঝে নিয়েছিলাম
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
এহসান সাবির বলেছেন: কয়লা ধুলে ময়লা যায় না... পাপিরা সব জেগে উঠেছিল, উড়ে বেড়াচ্ছিল সবাই........ তাই গভীর পানিতে নেমে পড়েছিল ... ইনস্পেক্টররা দেখলে তো চাকরিই নট হয়ে যাবে , দেখবার সে সুজোগ তারা পাই নি.....
কচ্ছপের জন্য আমদের খুবই খারাপ লেগেছিল।
কিন্তু ওখানকার শুটকি মাছ ভর্তা খেয়ে হতাশ হয়েছি।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৪৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
শায়মা বলেছেন: নজরুলের গানেই প্রথমে দারুচিনি দ্বীপের কথা শুনি।
দূর দ্বীপ বাসিনী
চিনি তোমারে চিনি , দারুচিনিরও দেশে
তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
এহসান সাবির বলেছেন: দিলেন তো প্যাচ লাগাইয়া.... নজরুল কি এই দ্বীপের কথা বলেছিল?
সেই আমলে কি ওখানে যাওয়া যেত এত সহজেই?
আচ্ছা খোঁজ লাগাচ্ছি...
শুভ কামনা রইল সব সময় আপুনি।
৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
ডট কম ০০৯ বলেছেন: একদিন আমিও যামু। আপনার ছবির সাথে মিলায়ে মিলায়ে দেখুম।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
এহসান সাবির বলেছেন: যাইয়েন তবে ২০ বছর পরে যেয়ে মিলায়ে দেখে মিল না পয়ে আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু
সময় পেলে ঘুরে আসুন না... ভালো লাগবে খুব।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৪৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
নীলপরি বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
এহসান সাবির বলেছেন: কি আর করা.....!!
শুভেচ্ছা।
৪৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
ইনফেকটেড মাশরুম বলেছেন: ট্রলারে করেও গিয়েছিলাম একবার সাবির ভাই, সে এক অন্যরকম ভীতিকর অভিজ্ঞতা। ছবি বর্ননায় পোস্ট ভালো হইছে। +
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
এহসান সাবির বলেছেন: সে এক অন্যরকম ভীতিকর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করতে পারেন।
খারাপ লাগবে না হয়ত... থ্রিল...
৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
ইনফেকটেড মাশরুম বলেছেন: চ
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
এহসান সাবির বলেছেন: ঠিক বুঝিনি।
আপনার আগের মন্তব্য ২ বার এসেছিল তাই একটা ডিলিট করে দিসি
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
ইনফেকটেড মাশরুম বলেছেন: ধুর, কোন কারণে এই মন্তব্যটা যায়নি, বড় মন্তব্যই লিখেছিলাম। কেবল একটা অক্ষরই গেল, আর গেল তো গেল, চ-ই গেল...
যাইহোক, সে অনেক আগের কথা। অর্থাভাবে এবং কিছুটা এডভেঞ্চারের জন্য ট্রলারে চেপে রওনা দেই সেন্ট মার্টিন। আবহাওয়া কিছুটা ঘোলা এবং সাগর এ কারনে অল্প উত্তাল থাকবার কারণে ট্রলার একবার দশ হাত উপরে উঠছিল আবার বিশ হাত নীচে নামছিলো। আর জান শত শত হাত উপরে আসমানের দিকে উঠে যাচ্ছিলো এ কারণে...
এক উপকুলীয় জেলার বন্ধু সাথে ছিলো, সে বলছিলো এসব নাকি ছোট ছোট গইর... বড় গইর দেখলে মন হয় এই দুনিয়াতে গড়াগড়ি খাওয়ার জন্য জীবিত থাকতাম না...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
এহসান সাবির বলেছেন: মাঝে মাঝে আমারও ঐ রকম হয়, লিখি এক রকম যায় আরেক রকম।
এই রকম একটা এডভেঞ্চারের গল্প সামুতে পড়েছিলাম.....
ওটা মনে হয় আপনারই ছিল
ছোট বড় কথা না আমরা তো গইর দেখলেই জান যাবার অবস্থা হয়...!!
শুভেচ্ছা।
৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
এখনো অকারণে কচ্ছপ মারার মতো লোক আছে বিশ্বে? শাস্তির দরকার।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
এহসান সাবির বলেছেন: ঐ এলাকার মানুষ বল্ল তারা কচ্ছপ মারে না কিন্তু ওটা কেমনে কি যেন হয়েছে... ওখানে কচ্ছপের চাষ হয় মানে দেখলাম ডিম দেবার জন্য জায়গা বানানো আছে...
আমরা কেউ কোন মৃত কচ্ছপ দেখতে চাই না......
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসুন না... ভালো লাগবে খুব।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৬
মাহমুদ০০৭ বলেছেন: ভার্চুয়াল ভ্রমণ হয়ে গেল । চমৎকার পোষ্ট । ভাল লাগা রইল ।
ভাল থাকবেন সাবির ভাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
এহসান সাবির বলেছেন: পোষ্ট ভালো লেগেছে জেনে ভালো লাগছে ভাইয়া।
সময় পেলে ঘুরে আসুন না... ভালো লাগবে খুব।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি সাবির ভাই।
আপনি কেমন আছেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২
এহসান সাবির বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি।
দেশে আসলে নক দিয়েন কিন্তু ভাই।
শুভ কামনা।
৫৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আহ মরি মরি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
এহসান সাবির বলেছেন: ভাইয়া আপনি আপনাকেই খুজতেছিলাম, আপনার একটা পোস্ট দরকার ছিল... ঐ যে আপেলের পোস্ট.. ওটা...
পোষ্ট ভালো লেগেছে জেনে ভালো লাগছে ভাইয়া।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৫৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
মোঃ ইয়াসির রহমান বলেছেন: দারুণ লাগলো ! আমার নেক্সট টার্গেট এটাই।এখন সময় করতে পারলে হয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
এহসান সাবির বলেছেন: সময় হয়ে যাবে আশা করছি। এবং খুব ভালো লাগবে। ঘুরে এসে আমাদের সাথে শেয়ার করবেন।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৫৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আপেলের পোষ্ট তো ব্লগেই আছে, ছবির প্রয়োজন হলে ওখানে খুঁজে দেখতে পারেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
এহসান সাবির বলেছেন: আমি পেয়েছি ওটা।
কোকের বাজিতে জিতে গেছি। আপেল নিয়ে বাজি ছিল।
শুভ কামনা।
৫৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আমারও কোক খাইতে মুন্চায়
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
এহসান সাবির বলেছেন: আপনি কোন এলাকায় আছেন? মোবাইল নং টা দিয়ে দিন প্লিজ।
তাই তো জেতা কোক একা খাবো কেন.......
৫৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নতুন লেখা খুঁজতে এসেছিলাম, নেই । আরো লিখুন। এটার পরে একমাস পূর্তি হয়ে গেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: লিখব লিখব করে লেখা হয়ে ওঠে না। কয়েকটা পোস্ট ড্রফট করা আছে ভাবছি পোস্ট দিয়ে দেব।
অনেক অনেক শুভেচ্ছা।
৫৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি থাকি ভাই নরসিংদীর মাধবদীতে, সুতরাং, আমার ভাগ্যে মনে হয় জুটবেনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
এহসান সাবির বলেছেন: কে বল্ল জুটবে না??
ভরসা রাখুন তো.......!!
৬০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: আমরাও যেতে আগ্রহী!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসুন না... ভালো লাগবে খুব।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৬১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইভাবে আর কতদিন !
কবে নিজে বিয়ে করে হানিমুন করবেন দারুচিনি দ্বীপে ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
এহসান সাবির বলেছেন: দিলেন তো জায়গা মতো ঘা দিয়ে.....!!
আমি তো বিয়েই করতে চাই দারুচিনি দ্বীপে.......!!
তাড়াতাড়ি সুস্থ হোন ভাই।
দোয়া রইল।
৬২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
বিয়ে করতে পাত্রী লাগে, পাত্রী দেখছেন ? নাকি ফুটবলের সাথেই বিয়ে করবেন ?
ভাই বুঝতেছি অবস্থা বেশী ভাল না। দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।
দোয়া করবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
এহসান সাবির বলেছেন: ছিঃ ছিঃ না না ফুটবল না ভাই....!! কি যে বলেন...
তাড়া তাড়ি ভালো যান পাত্রী দেখতে হবে তো.......!!!
অবস্থা দিন দিন খারাপের দিকে যাব না ইনশাল্লাহ্।
আল্লাহ ভরসা।
৬৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল পাত্রীর সংজ্ঞা দেন আগে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
এহসান সাবির বলেছেন: এই তো বিপদ....!!
ভালো পাত্রীর দরকার নাই
সেই রকম উত্তর দিলাম যে........
৬৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তরে গোল্ড মেডেল পাইছেন
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
এহসান সাবির বলেছেন: জীবনে পরথম বার গোল্ড মেডেল পাইলাম। ছোট বেলার গ্লাস বাটি তামার মেডেল পাইছি....!
খুশি লাগতেছে খুব.... কান্দালাইছি....
৬৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
আহারে ছুডু বেলার কথা মনে পইড়া গেলো। আমিও ছুডু বেলায় অনেক কাপ পিরিচ পাইছি কিন্তু বড় বেলায় কিছুই আর পাইনা।
(আইচ্ছা এইখানে কুন ইমোর ব্যবহার হইবে)
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
এহসান সাবির বলেছেন: আহারে ছুডু বেলার কথা মনে পইড়া গেলো। আমিও ছুডু বেলায় অনেক কাপ পিরিচ পাইছি
কিন্তু বড় বেলায় কিছুই আর পাইনা।
(
এই রকম ইমো হইতে পারে....
আমার কাজিনের মতন দোকান থেকে কয়েকটা শিল্ড ট্রফি বানায়ে বাড়ি রাখলেই তো হয়ে যায়.....
৬৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল বুদ্ধি দিছেন। একটা অস্কার, একটা গ্র্যামি, একটা ফুটবল ওয়ার্ল্ডকাপ, একটা ক্রিকেটের এমন কিছু কাপ পিরিচ বানায় ঘরে রাখতে হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
এহসান সাবির বলেছেন: সাথে বর্ষসেরা চাকুরীজীবি, এলাকার সেরা পরিস্কার পরিচ্ছন্ন মানুষ, বছরের সেরা উদ্যগতা...... এই রকম কিছু কাচের ক্রেস্টও লিখিয়ে আনা যেতে পারে
যাবেন নাকি একদিন? আমি দোকান চিনি...
৬৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই বর্ষসেরা কি বলছেন আমিত লাইফ টাইম এচিভমেন্ট এর ক্রেস্ট বানাতে চাই।
চলেন একদিন যাওয়া যাক। আপনিও কয়েকটা বানিয়ে রাইখেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
এহসান সাবির বলেছেন:
হাফ ডজন গোল খেয়ে দুর্দান্ত্য সেভের মাধ্যমে দলকে আরেকটি গোল খাওয়া থেকে বাঁচিয়ে দিয়ে সেরা গোলরক্ষক হয়েছিলাম সেই একটা ক্রেস্ট বানাতা চাই (যদিও ওখানে লেখা থাকবে না যে গোলরক্ষক হিসাবে ওটাই ছিল শেষ ম্যাচ এবং সবাই জোর করে গোলরক্ষক থেকে অবসরে পাঠায়ে দিসে )
৬৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত গোল রক্ষক থেকে শুরু করে মিড ফিল্ড, ডিফেন্স, স্ট্রাইকার সর্ব অবস্থানের জন্য সেরা খেলুড়ে হওয়ার দাবি রাখি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭
এহসান সাবির বলেছেন: তাহলে তো আপনার এই সব রাখবার জন্য আলাদা ঘর ভাড়া করতে হবে
৬৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
নীলপরি বলেছেন: আপনার মুভি রিভিউ কবে পাচ্ছি?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
এহসান সাবির বলেছেন: খুব অলস লাগে..... লিখতে ইচ্ছা করে না...
ড্রাফট কিছু আছে, ওখান থেকে একটা পোস্ট দিয়ে দেব.......
শুভেচ্ছা।
৭০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: অসাম সুন্দর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসুন না... ভালো লাগবে খুব।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
৭১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললিখেছো
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ।
৭২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সাবির ভাই! বসন্তের শুভেচ্ছা!
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। এখনও বসন্ত রয়েছে সো বসন্তের শুভেচ্ছা আপনাকেও
শুভ কামনা রইল সব সময়।
৭৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
গোর্কি বলেছেন:
আগুনঝরা ফাগুনে কৃষ্ণচূড়ার ছায়ে ছায়ে উৎফুল্ল মনে প্রানের সঞ্চার এর কামনায়। অনেক শুভেচ্ছা সুপ্রিয়।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
এহসান সাবির বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন সব সময় প্রিয় গোর্কি ভাই।
৭৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার লিখাটা পড়ে মনে হচ্ছে যেন আমিও আপনাদের সাথে আছি !!!
খুব ভাল লাগলো.... ইনশাআল্লাহ এবার দেশে আসলে আমার ইনসপেকটরকে নিয়ে যাবো।
ধন্যবাদ আপনাকে
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
এহসান সাবির বলেছেন: অবশ্যই নিয়ে ঘুরতে যাবেন। কেমন হলো ঘোরা ঘুরি আমাদের জানাবেন। আশা করছি আপনার ইনেস্পেক্টরেরও খুব ভালো লাগবে।
ভাবি কে আমার সালাম পৌছে দিবেন।
অনেক ভালো লাগল আপনার মন্তব্য পড়ে।
শুভ কামনা রইল সব সময়।
৭৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: ভালতো ভালো না ?
সুন্দর পোষ্ট সাবির ভাই।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই।
সি ইউ সুন ম্যান...
টেক কেয়ার..
৭৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৮
বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনার ইনেস্পেক্টর কিছু বলে নাই?
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ
আমার জীবনে এখনও ইনেস্পেক্টর সাহেবান আসেননি....!!
কি খবর আপনার?
শুভ কামনা রইল সব সময়।
৭৭| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: ছবি এবং বর্ণনা সবই চমৎকার , ভাল লাগা রইল । আমিও সুযোগ পেলে ওদিকেই ছুটতাম অতীতে । শুভ কামনা ।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
এহসান সাবির বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
আপনার ব্লগ বাড়িতে আসব নতুন রেসিপি নেবার জন্য।
আপনার সুস্থতা কামনা করি।
শুভ কামনা রইল সব সময়।
৭৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯
দৃষ্টিসীমানা বলেছেন: সাবির অনেক দিন নিরুদ্দেশ ছিলেন , ব্লগে পাইনি । নতুন একটা রেসিপি দিয়েছি আশাকরি পচ্ছন্দ করবেন । শুভ সকাল ।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
এহসান সাবির বলেছেন: জ্বী অনেক দিন ব্লগে আসা হয়ে ওঠেনি।
অবশ্যই রেসিপি নিতে যাবো। আমিতো পেটুক..!! খালো খাই খাই
শুভ কামনা।
৭৯| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৫
একজন আরমান বলেছেন:
ওহ ভাই আপনার পোস্ট দেখে ২০১২ সালের কথা মনে পরে গেলো !
আমিও জীবনে প্রথমবার কাকড়া আর ইয়া বড় লবস্টার ওখানে গিয়ে খেয়েছিলাম।
২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এহসান সাবির বলেছেন: যাক আপনাকে মনে করাতে পেরে ভালো লাগছে। কাকড়াটা ওখানে গেলেই খাওয়া হয়, অন্য কোথাও খাইনি আমি।
অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে।
আপনার সুস্থতা কামনা করি।
শুভ কামনা রইল সব সময়।
৮০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৯
এম এ কাশেম বলেছেন: সাবলীল বর্ণনা, লেখার হাত বেশ ভাল। লিখে যান।
শুভেচ্ছা জানবেন এহাসান ভাই।
৮১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১
M A Saeid Khan বলেছেন: Nice writing and picture presentation
৮২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: সাবলীল ধারাবর্ণনা। ছবিগুলোর মান যেমনই হোক, পোস্ট পড়তে ভাল লেগেছে।
পোস্টে ২৩তম ভাল লাগা + +
প্রোফেসর শঙ্কু ৬ নং মন্তব্যে আমার মনের কথাটিই বলেছেনঃ ছবিগুলোর মাঝখানে কচ্ছপের মৃতদেহ দেখে খারাপ ই লাগল। এত সৌন্দর্যের মাঝেও নৃশংসতা!
৮৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: আমার এ যাবত সর্বশেষ পোস্ট “সামহোয়্যারইন ব্লগ” এ আমার পঞ্চম বর্ষপূর্তি হলোঃ কিছু পরিসংখ্যান এ আপনার নামোল্লেখ করেছি। একবার পড়ার আমন্ত্রণ জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
লেখোয়াড়. বলেছেন:
হুমমমমমমমমমমমম!
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়..............।