নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

র্ভাবনা আমার ,ভাবনা আপনার। কিছু শব্দের প্রয়াস ।

ঁ নবায়ন পারভেজ

এই যে আমি ০০৭

শৌখিন কবি ও গল্পকার

এই যে আমি ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মন্ত্র ও সূর

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

মৃত্তিকার সন্তান ,

এই শ্যাম পললের অববাহিকায়

বিস্মৃত ,কিন্তু খুব চেনা আর দরকারী

আবহমান সুর খুজছি

মৃত্তিকার সন্তান,

অক্ষর জানোনা ,ভাষা বোঝোনা

তুমি সব সুর চেনো জানি ;



রুদ্র থেকে বরিষ হিমালয়ের সুর

মেঘ থেকে গাঙ্গোত্রীর সুর

শষ্য থেকে জলল হাওয়ার সুর

বন থেকে লোনা জলের সুর

জানি বোবা ক্ষোভের এই সময়ে

তোমার মনটা নেই ভালো ;তবু বলি

আমার কিছু শব্দ আছে

সুরটা তুমিই জানো

শব্দ-মন্ত্রেই হৃদয়হীনের কান

খুব প্রয়োজন হৃদয় ঐক্যতান ।



ঐক্যতানের হৃদয় তোমার আছে

বলবে আমায় ?

কীভাবে সেইসব সুর জনপদে এসেছিল ।।



বইগুলো পোকায় কাটা যদিও ইতিহাস জানতে চাইনে

গৌরভ-অমিতাভ মৃত্তিকার

লুপ্ত আদিমা গঙ্গাগিরিডির

পূণ্ড্র নগর দূয়ার থেকে ;

গৌড়-বিদ্রোহী কৈবর্ত্য কন্ঠ থেকে

কিছু সুর দাও এনে ,বড় প্রয়োজন ।



আবহমান যেই সুরে ,



ঈসা ছিল প্রেমময়

সোনাইবিবি জঙলগড়ে ধরেছিল তরবারী

বাশের কিল্লা বীর তিতুমীর আলিশান

শ্বাশত জনপদে কবিকন্ঠে ছিল গান ।



সুর ছিল যা হাছন রাজার মত

মন চষে ফেরা লালনের গীত যত ।



পঙ্কিল হৃদয়ে ইতিহাসটাই আজ আসে

মাটির সেই সুর হায় ভুলে গেছি

নাগরিক জঞ্জালে ।।



মৃত্তিকার সন্তান ,

নাচোলে তোমরা প্রাণ দিয়েছিলে ,রচেছিলে গান শষ্যের অধিকারে

৫২'তে বুলির জন্য সুর এনেছিলে কে জানে কোথাথেকে......



তারপর সুর থেকে সঙ্গীতে

ছয়দফা থেকে মুক্তি পিয়াসে একাত্তরে প্রাণ দিলে

কেউ কেউ বলে ৭ তারিখে ভাষণ হয়েছিলো

কেউ কেউ বলে ক্ষোভের বারুদে জ্বলেছিলো এক মার্চ

তুমি তো জানো মৃত্তিকার সন্তান ;

ওটা ছিলো কেবল সুরের ঐক্যতান ।।



তোমার হৃদয় আমার হৃদয় নদী-মাঠ-হাওয়া জল

সুর ঊঠেছে চল বাংলাদেশ রেসকোর্সে যাই চল ।।



বাংলাদেশ ,বাংলাদেশ আকাঙ্খিত সুরধ্বনি

অখ্যাত এক সেনাকন্ঠে গাইয়ে দিলে তুমি



তারপর আজ হারান সুর খুজতে গিয়ে দেখি

শুধু ইতিহাস,শুধু ইতিহাস,শুধুই ইতিহাস

কতদিন হয়েছে ঘুমাও তুমি মৃত্তিকার সন্তান

এইবার চোখ মেল ;

এতদিনেই সবকিছু বেসুরো ইতিহাস হয়ে গেল ।





মৃত্তিকার সন্তান ,

প্রলয় সময় হয়েছে নাকী বল

তোমার হৃদয়ে কর্ণকুহরে

কোন বাশী থেকে আসবেই নতুন সুর

মন্ত্রের ঐন্দ্রজাল ভেঙ্গে ঐক্যতান মধুর । ।





কোন বাশী যদি না বাজে আর

বাংলার জল -হাওয়া -কানণ ;দুঃখ গীতের

সব সুর হোক চাই বিসস্মরণ

নষ্টদের ভ্রষ্ট মন্ত্রে মূক-বধির হৃদয়

জাগিবে না আর।।



মৃত্তিকার সন্তান ,



চারুবাক শিক্ষিত নও জানি

বন্ধু তবু তুলে লও বাশীখানী

আসবে

আসবে

আসবেই

অতীন্দ্রীয় সেই ঐক্যতানের সুর

সুরেই হবে অসুরের পতন নিশ্চয়ই । ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.