![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তাকে প্রথম কখন দেখেছি মনে নেই
হয়তো জন্মেই কিংবা এতই শৈশব,
ছায়া রোদে কেটে গেছে !
এই উত্তর কোন সন্ধ্যা কখনো দিবে ।
হয়ত আমার অস্তিত্ত্ব মানচিত্রে
মায়ের প্রথম চোখে
পূর্বপুরুষের রক্তে ; অনূঢ়া কোন ব্যাথায়
সে ছিলো ।
আজো অনুভব আছে ।
রোজ তাকে হাত তুলে দুর্বোধ্য
চিতকারে কোন ব্যথা টেনে নিয়ে যেতে দেখতাম,
আড্ডা ,গল্প ,গান ম্লাণ হয়ে ,
আমাকে পুরোন কোন কথা
যেন জানতেই হবে,যেন জানতেই হবে
মানুষটা পাগল হয়েছে কেন ?
কোথাকার যন্ত্রনা কোথায়
দু' হাতে শ্লোগানের গোঙানি হয়ে
কোন অজানা ভারে ন্যুব্জ হয়ে
প্রতিদিন একই পথে চলে যায়!
জানা হয়নি, এসব জানা হয়না।
সেই পাগল আর আসে না
সভ্যতা বরং বয়ে যায়।
এরপর সভ্যতা আমিও পাগল হবো
কোন প্রভাতে তোমার নষ্টামি বুঝে ফেলে ।
বন্ধুর পাশে তার মনোভাব স্পষ্ট জেনে
জনারণ্যে হেঁটে একদিন প্রতিটি মানুষের
না বলা কথা কানে চিতকারে
যখন সভ্যতা ,সত্যিই পাগল হবো
তোমার সমাজসেবীদের পাশে বসে
সমাজ-বলাতকারের পরিকল্পনা বুঝে
নিজের ঘরেই অসুস্থ বাতাস ঘুরে ঘুরে
লিখে দিবে সাদা দেয়ালে
আজ কতগুলো খুন হবে
হৃদয় কত ভাঙবে
মানুষ আরোও কতটা নষ্ট হবে !
সত্যি সত্যিই পাগল হবো ।
তারপর কোন প্রভাতে তফাতে অস্তাচলে
যেদিন হিসেবের শুরু শেষ সদ্যগত
আমিও যন্ত্রনা বয়ে বয়ে ,নিদারুন বাধ্য হয়ে
দুর্বোধ্য চিতকারে ন্যুব্জ হবো ।
যে নেঙটা জটাধারী আমার রাস্তার মোড়ে
বিশ বছর অর্থবোধক কথা বলেনি
তার কাছেই যাবো;সভ্যতা দেখো
স্থির চোখে সে বলবে ,
"এ গলির দুঃখ আমি চেপে আছি
তুমি অন্য কোথাও যাও ,অভিনন্দন !"
পাগলের বেশে অতঃপর ;জ্বলন্ত চোখে
সভ্যতা আমাকে বসিয়ে দিও কোন মোড়ে
এক কালের
মেধাবী
প্রেমিক
স্বপ্নবাজ
বর্তমানে
উন্মাদ !
©somewhere in net ltd.