![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১
তুমিও একদিন গলবে মোমের মতো
পূর্বের কোন উত্তাপে; অথবা শিখা জ্বলে
নাই রাত থেকে; চলে যাবে জ্বলন্ত দিনে
দুঃখ হয়ে গলে যাবে শোক -সন্তাপ ।
পাপ! পাপ যেনো কতো মিশে গেছে কবে
অভিশাপ সংসারে কতো পেয়েছি দেখেছ?
হিমাদ্রি গলে যাবে ,
যে রকম ;
হিমবাহ গলে গলে
বেদনার পথে পথে
সমুদ্রে মিশে যায় ।
০২
পাপ! পাপ; ভালবাসাই করেছে দান
অঙ্কুর -অঙুলিও কড়া হয়ে যাবে
অনামিকার অভিশাপে!
পাপ; আমি কি বুঝিনি চোখ তার
সে কোন অভিধান ।
কালো আকাশ আলোর ঝররা
একই তো আছে আমার তারারা
নাকি সে কোন মায়া!
কতদূর আর অভিশাপ যেতে পারে ।।
০৩
তুমি আসো চলে যাও কতদূর কোনখানে
শিখা জ্বলে নাই নাকি বুঝি নাই অবশেষ
কোথাও কি থাকিনি; তোমার চলাচল
চাদরে আবৃত নরম রঙহীন দেখা
আঙুলে অক্ষরে ভাষায় বা পৃথিবীতেই
বসবাস অবশেষে;
কুরুক্ষেত্রের পর শান্তনু এসেছেন দেরী করে।
০৪
শব্দ তারা এনেছিলো কোথা থেকে
সমস্বরে সঙ্গীত এত পৃথিবীতে
ভুল বলেছ মানুষ; জন্মেই তো মানুষ হয়
আমিই কৃষ্ণ; তথাগত বা যিশু
নবী বা রাসুল নই; মানুষ মুহম্মদ
ঈশ্বরে আমি ভালবেসেছি; ভালবাসাই
পাপ যে করেছে দান।
যত অভিশাপ দাও ফাল্গুনীতেই
দেখা হবে...
শান্তনু আছে গঙ্গাতীরে
এখনও যায় নি ফিরে ।
০৫
অশ্রু এত সাধে কি 'পেয়েছি
এরচেয়ে দামী কি আছে ?
কাঁদছি বলেই গঙ্গা বইছে; অবতার
তুমি পাপ কত মুছেছো?
পাপ আছে বলে পৃথিবী আছে
আমারও উত্তাপ আছে
কেউ জমছে ।
০৬
আমি কি বুঝিনি চোখ তার
সে কোন অভিধান ।
মধু নয় বিষচাকে;বিষ চুষেছি স্বেচ্ছায়
একদিন বিষে ভালবাসবো; হয়তো চাক যাবে ভেঙে
আর কত ওষ্ঠ ছুঁয়ালে বিষ শেষ হবে!
আমিও একদিন মোমের মতো জমে যাবো
পূর্বের কোন হিমে; উত্তাপ আসবে না আর ।
©somewhere in net ltd.