নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

র্ভাবনা আমার ,ভাবনা আপনার। কিছু শব্দের প্রয়াস ।

ঁ নবায়ন পারভেজ

এই যে আমি ০০৭

শৌখিন কবি ও গল্পকার

এই যে আমি ০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৬

কখনো চতুস্কোণ ,কখনো ত্রিভূজ ,কখনো চক্র কেন্দ্রে
দশদিকের,দশকথার,জবাব এসেছে,স্বাভাবিক অতন্দ্রে

শুধু একটি বাণ ,সুর না পাওয়া গান
একটি ব্রক্ষ্মাস্ত্র ;বক্ষ চিরে গেছে বারবার
উত্তর খুঁজেছি তার
চক্রে ,ত্রিশূলে আর ব্রক্ষ্মশীরে ।

...সেই একপুরুষঘাতিনী মহাশক্তিরে
ধুম্রশলাকার ধুম্রজালে ঢেকে চোখ
মিছিমিছি চশমা এঁটে দেয়া চোখ
অযথা কিছু আঙ্গুল,আমার বাধ্য ভ্রু
বাধ্য কিছু কথা যেন বাধ্য উত্তরে ...
বুকেই জমা রেখেছি এতকাল । বেঁচে থাকা।

আজ দেব স্বীকারোক্তি ;গোপন থেকে গোপনে শক্তি
যেই প্রেম!
কি প্রেম ?প্রেম কী ?
এর উত্তর।

প্রেম সুন্দর । শুধু প্রেম ।
প্রথম চোখ পাওয়া যেন প্রেম
সেই চোখে কুকুরীর উজ্জ্বল লোভ তার লালসার জিভ যেন সুন্দর;
বাসের গায়ে বমনের চিহ্ন হয়ে যায় শ্রেষ্ঠ বিমূর্ত কলা ,সেও সুন্দর।
সূর্য দাপানো আকাশ সেদ্ধ দিন সুন্দর
ক্ষুধা ,
কুতসিত দারিদ্রতা ,গন্ডে দুঃখমালা নীলকন্ঠ
মৃত্যু ।
সুন্দর । সব হয় সুন্দর।
প্রেম যখন শুধু প্রেম।
প্রেমের চোখটা পৃথিবী সহজে দেয়?

প্রেমোহেই বরং;আমার চশমা আঁটা
মিথ্যিমিথ্যি সুন্দর হয়ে দুজনে
দুজনে এক রাস্তায় হাঁটা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

সকাল হাসান বলেছেন: প্রেমোহেই বরং;আমার চশমা আঁটা
মিথ্যিমিথ্যি সুন্দর হয়ে দুজনে
দুজনে এক রাস্তায় হাঁটা । [/si

চমৎকার লাইন কটি! :) +++

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.