![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
ঝড় উঠেছে ঝড় উঠেছে
চায়ের কাপে হতে পারে
আলোচনা সমালোচনাতে
চায়ের টঙ্গে রাস্তার ধারে।
মুখে মুখে কথার ঝড়ে
উড়ছে হাজার কথার বুলি
দেশের কথা খুনের কথা
কথার চোটে উড়ছে ধূলি।
এদের কারণ ওদের কারণ
দেশটা যাচ্ছে গুল্লার দিকে
নীতি বাক্যে সকল কিছু
চায়ের টঙ্গে ঢঙ্গে বিকে।
মুখ লুকিয়ে সমালোচন
করে যাচ্ছে মানুষ নিত্য
সাহস করে কেউ আগায় না
ঘুরি ফিরে একই বৃত্ত।
কেমন করে বলব আমি
ন্যায়-অন্যায়ের সকল বর্ণন
অন্যায়গুলো দেশের মাঝে
খেয়ে যাচ্ছে সদা ঘূর্ণন।
ন্যায়ের পথে ধরছে না কেউ
হালটি তো দেশের রে ভাই
কেউতো দেখি সঠিক পথটি
খুঁজছে না যা ধ্যত্তেরি ছাই!
জোরদখলের সময় চলছে
যে যেমন পারছে আগাচ্ছে
স্বার্থ সকল পকেট ভরে
যেমন পারে কেউ ভাগাচ্ছে।
হেন করেঙ্গা তেন করেঙ্গা
বলে যারা উচ্ছ্বাস ছড়ায়
ধরা ছোঁয়ার বাইরে থেকে
মিথ্যে তারা মনটি ভরায়।
আসল ব্যাপার তারা থাকছে
অন্যায়গুলো সাথে নিয়ে
গুণ্ডা মাস্তান লালন পালন
করতে তারা যায় এগিয়ে।
কেউতো আজ নেই নিরাপদে
প্রাণটি নিয়ে সদা ভয়ে
ভরসা আর কোথায় পাব
আইন কানুন সব যায় ক্ষয়ে।
কোনদিন মোরা শান্তি পাবো
থাকবো সদা নিরাপদে
চুরি ছিনতাই থাকবে নাকো
চলতে ফিরতে পদে পদে।
এমন নেতা কখন আসবে
হুংকার ছেড়ে বলবে কথা
আমজনতার পক্ষে থেকে
দূর করবে সে সকল ব্যথা।
ভয়ে কাঁপবে গুণ্ডা মাস্তান
কাঁপবে রে পা থরোথরো
গুঁটিসুঁটি মারবে ঘরে
ভীতটি হবে নড়োবড়ো।
নতুন আলোর এ প্রভাতে
আলোর আলো রাখছি বুকে
দেখতে চাইযে নতুন দেশটি
থাকবো যেথায় সবাই সুখে।
অন্যায় সব লুটিয়ে পড়বে
মিশবে গিয়ে ধূলার সাথে
ঐক্য হয়ে আমরা সবাই
ধরবো একে অন্যের হাতে।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ বিজন দা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: আপনার লেখা?
অনেক বড় কিন্তু ছন্দের মিল ভাল লেগেছে।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: জি দাদা আমার লেখা। তবে এই লেখাও চুরি গেছে বিভিন্ন ওয়ালে হাহাহাহ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: হা হা হা .....
আমি চাই আমার লেখা যত বেশি পারে চুরি হোক।
চোরেরা চুরি করে যদি শিক্ষিত হতে চায় আমি বাধা দিতে চাই না।
এনি ওয়ে আপনি আমার লেখা পড়েছেন?
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: হাহাহাহ দাদা পড়ি মানে-সব সময় মন্তব্যও করি।
আমি পুরোনো মানুষ-নতুন নিকে আসছি এখানে ছড়াগুলো রাখতে এসছি। জমা হয়ে গেছে অনেক। আমি দাদা সহজ সরল মানুষ। একটু ঘাটলেই আমাকে পেয়ে যাবেন।
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: প্রথম মন্তব্যে দাদা ডাক শুনে মনে হলো আপনি আমাকে চেনেন, তাই ওকথা বলেছিলাম।
যাহোক কথা হবে।
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ইনশা আল্লাহ কথা হবে
সাথে থাইকেন দাদা
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮
সনেট কবি বলেছেন: ব্লগে স্বাগতম।
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ সনেট কবি
৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু-স্বাগতম ব্লগে, পূর্ণ ছান্দিকতায় অপূর্ব হয়েছে কবিতাটি।
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
সুন্দর নিক হয়েছে।
শুভকামনা রইল।
শুভব্লগিং।