![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
বসেছিলাম উদাস মনে
খোলা বারান্দার এক কোণে
ভাবনা চিন্তায় খানিক সময়
যাচ্ছি কতো স্বপ্ন বোনে।
ঝিরিঝিরি হাওয়া এসে
গায়ে লাগায় আরাম ছোঁয়া
দেখছি যেনো স্বপ্ন বসে
কিসের তরে মনটা খোঁয়া।
কৃষ্ণচূঁড়ার ডালে ডালে
দেখছি চেয়ে, ফুলে ফুলে
একটা দুইটা শত হাজার
গোনছি বসে বেভোল ভুলে।
কত ছন্দ মনের মাঝে
খেলছে এসে এই বেলাতে
শব্দে শব্দে ঝংকার তুলে
খেলছে বাক্যে রঙ খেলাতে।
এমন সময় হঠাৎ করে
ঝপাৎ করে আসল বৃষ্টি
ভেঙ্গে গেলো ধেয়ান আমার
মুগ্ধতা ফের করল সৃষ্টি।
বৃষ্টি ঝরে ঝমঝমিয়ে
বারান্দাতে টিনের চালে
একটা দুইটা ফোঁটা এসে
আদর বুলায় আমার গালে।
অপলকে যাচ্ছি দেখে
কানে বাজছে বৃষ্টির নুপূর
ঝনঝনিয়ে সুখের বাজনা
শ্রাবণ মাসের একটি দুপুর।
(২৮-০৫-২০১৬
(সর্বস্বত্ত সংরক্ষিত)
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০০
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ভাই কবিতা ভাল হয়েছে ।
শ্রাবণের দুপুরে বৃষ্টি আপনার সুখের ভাবনা নিয়ে গিয়েছে চরমে ।
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে
ব্লগে আসার জন্য এবং পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: কত ছন্দ মনের মাঝে
খেলছে এসে এই বেলাতে
শব্দে শব্দে ঝংকার তুলে
খেলছে বাক্যে রঙ খেলাতে।
ছন্দ কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ