![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
মিথ্যাগুলো উড়ছে হাওয়ায়
সত্য সব লুকিয়ে
মিথ্যের মুখোশ দেখলে বুকটা
কাঁপে ধুকপুকিয়ে।
মিথ্যার মাঝে ডুবে বসে
খেলছি নিঠুর খেলা
উঠতে বসতে মিথ্যা নিয়ে
কেটে যাচ্ছে বেলা।
মিথ্যে আশা নিয়ে মানুষ
ভাসায় জীবন ভেলা
সত্য ফেলে মিথ্যে নিয়ে
বসায় রঙ্গের মেলা।
মিথ্যের পথে হাঁটতে মানুষ
হোঁছট খেয়ে ফিরে
তবু মানুষ মিথ্যে দিয়ে
নিজকে রাখে ঘিরে।
সত্যে খুঁজতে মানুষগুলো
ভয়ের চোটে মরে
তাই বলে কি মিথ্যে নিয়ে
থাকব বসে ঘরে।
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
ব্লগে আসার জন্য ধন্যবাদ আবারও
২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++
শুভ ব্লগিং ......
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ কবীর
ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মিথ্যা যত শক্তিশালীই হোক,টিকতে পারে না,
সত্যের সাথে লড়াইয়ে সে হারবেই।
কবিতায় ছন্দ আসে..শুভকামনা রইল ।