নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়াবাজি করতে আসলামঝরুক পাতায় ছন্দমনটা খুলে বলবেন কথাছেড়ে দ্বিধাদ্বন্দ্ব।

এই মেঘ এই রোদ্দুর

মুগ্ধ হতে শিখো

এই মেঘ এই রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোরা ভাল থাকিস....

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩



তোরা আমার হাসি খুশি
দুঃখ সুখের জলতরঙ্গ
একাকিত্ব ছাড়তে পারি
ছাড়বো নাকো তোদের সঙ্গ।

বন্ধু তোরা থাকলে পাশে
দুঃখগুলো যায় উড়ে যায়
মনের যতো কষ্ট আছে
তোরা থাকলে যায় দূরে যায়।

ভুল বুঝিস না বন্ধু তোরা
জীবন বড্ড বেরসিক তাই
ব্যস্ত রাখে শত কাজে
সময় পুড়ে ছাই করে ছাই!

তোরা আছিস বন্ধু হয়ে
জীবনজুড়ে সুখের ছোঁয়া
তুই-তুকারি গালাগালি
তোদের মনে সব হয় থুয়া।

দূরে থাকিস দেশ-বিদেশে
বন্ধু তোরাই মনের স্পন্দন
অলীক সূতায় বাঁধা তোরা
ছিঁড়ে যায় না এমন বন্ধন।
(০৭-০৮-২০১৬)

ছবি নেট থেকে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

তারেক ফাহিম বলেছেন: ভালো লেখনী, পাঠে মজা পাইলাম।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ ফাহিম
ভাল থাকুন সুন্দর থাকুন পাশে থাকুন

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

নিয়াজ সুমন বলেছেন: কবিতার আবরণে বন্ধুত্বের সুন্দর প্রকাশ ।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ

নতুন ব্লগ তো তাই আমন্ত্রণ জানিয়েছি
জোর করে আনার জন্য সরি হাহাহাহা

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভালই লেগেছে। তবে অন্তমিল সব গুলো ভাল হয়নি।
শুভ কামনা রইল আপনার জন্য।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আরো ভাল করার চেষ্টা অব্যহত থাকবে
ভাল থাকুন

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন ভাই
বন্ধুদের জন্যে ভালোবাসা অফুরান...
যে যেখানে থাকুন ভালো থাকুন সব সময়...

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আশিক ভাই-তবে আমি কিন্তু বইন

বন্ধুরা ভাল থাকুক। তবে ফেবুর কারণে সবাইকে খুইজা পাইছি। কথা না হলেও সবাই সবার কর্মকান্ড দেখি কি মজা না?

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: বন্ধু তোরা থাকলে পাশে
দুঃখগুলো যায় উড়ে যায়
মনের যতো কষ্ট আছে
তোরা থাকলে যায় দূরে যায়।


ভাল লিখেছেন কবি। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
ভাল থাকুন আর লিখতে থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.