![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
ক্লান্তি যখন এসে হঠাৎ
ধরে আমায় ঝেঁকে
অলসবেলা সুরের যাদু
গায়েতে নেই মেখে।
সুরের সাথে সুর মিলিয়ে
মনে আসে শান্তি
গানের সুরে যায় চলে যায়
দেহমনের ক্লান্তি।
উদাস দুপুর নিরিবিলি
গান শুনে যায় বেলা
করলে হেলা সবাই আমায়
সুর করে না হেলা।
তাইতো শুনি বারেবারে
মিষ্টি সুরের গান’টি
একটি প্রহর মুগ্ধতাতে
ভরে উঠে প্রাণ’টি।
(০২-০২-২০১৭)
চলুন গান শুনি
"আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-
দ্বারে বারে বারে
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা
শুনিবারে- বারে বারে ।।
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন
অন্ধকারে বারে বারে ।।"
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আচ্ছা দেখি ঠিক করা যায় কিনা
ধন্যবাদ ভাইয়া
২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: ভাল
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: গানের মায়াজালে জড়ানো কবিতা।
গান গেয়ে পরিচয়............
+++
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন
শুভেচ্ছা
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লাগলো +++
গানটাও অনেক সুন্দর !
শুভ কামনা রইলো আপা ।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ কবীর
শুভেচ্ছা ও ভালবাসা রইল
৫| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১
সুমন কর বলেছেন: ছড়া ভালো লাগল।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ দাদা
ভাল থাকুন
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখা চালিয়ে যান। একদিন সাফল্য আসবেই। ধন্যবাদ।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: জি দোয়া রাখবেন
ভাল থাকুন সুন্দর থাকুন
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভালই হয়েছে তবে এই লাইনটা একটু ভাল হলে আরও ভাল হত
গানের বেলা আমার বেলা
গান শুনে যায় বেলা
সবাই আমায় করলে হেলা
সুর করে না হেলা।