![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
ভবলীলা সাঙ্গ হবে
দুদিন আগে পরে
মজে আছি রঙ্গের ধরায়
মোহ টেনে ধরে।
সুখে থাকতে করি চেষ্টা
নীতি বিসর্জনে
কষ্ট হবে আগাই না তাই
সব মন্দ বর্জনে।
দেহের সুখে জীবনতরী
ভাসাই পঁচা জলে
ভাল যত কর্ম সবি
যাচ্ছি পায়ে দলে।
ভাবছি শুধু সময় আছে
করব না হয় পরে
কালের জন্য ফেলে রাখি
নীতির কর্ম ঘরে।
স্বার্থ নিয়ে থাকি শুধু
নিজের সুখের তরে
ভালমন্দ যাচাই বাচাই
কেইবা এতো করে!
মৃত্যুর দোরে খারা হয়েও
সুখের কথা ভাবি
জমে ধরবে গলা টিপে
নি:শ্বাস খাবে খাবি।
কেমন কষ্ট পাবো জানি
গায়ে কাঁটা ফুটে
তবু কেনো ঘুমে থাকি
নিদ্রা যায়না টুটে।
ইহকালের সুখের লাগি
কষ্ট করি নিত্য
আরাম আয়েশ পেতে বেশী
হাঁসফাঁস দেহ চিত্ত।
পরকালের তরে হায়রে
করছি নাতো কিছু
সদা ব্যস্ত স্বপ্ন ছুঁতে
দৌঁড়ি মোহের পিছু।
ইয়া আল্লাহ বাঁচাও আমায়
সঠিক পথটি দেখাও
মনের অহম ভেঙ্গেচুঁড়ে
সত্য মনে মাখাও।
হেদায়েতের দরজা মাবুদ
দাও খুলে দাও তুমি
পবিত্রতার শিকড় গেঁড়ে
ভরো মনের জমি।
ন্যায়ের পথে নিয়ে যেয়ো
দুজাহানের মালিক
তুমি মহান তুমি সত্য
তুমিই আমার খালিক।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
ছবিটাও চমৎকার।
ভালোলাগা রইল।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ মুমু আপি
ভাল থাকুন
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২
গোলাম আযম মিঠু বলেছেন: মুবারকবাদ।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +
শুভ কামনা রইলো, আপা!
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ কবীর
ভাল থাকো অনেক অনেক
৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
মো: নিজাম গাজী বলেছেন: হেদায়েতের দরজা মাবুদ
দাও খুলে দাও তুমি
পবিত্রতার শিকড় গেঁড়ে
ভরো মনের জমি।
বাহ! চমৎকার লিখেছেন। শুভকামনা।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আন্তরিক ধন্যবা
ভাল থাকুন গাজী ভাই
৬| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:২৬
এম এ কাশেম বলেছেন: ন্যায়ের পথে নিয়ে যেয়ো
দুজাহানের মালিক
তুমি মহান তুমি সত্য
তুমিই আমার খালিক। ...... ভাল লেগেছে কবি।
শুভ কামনা।
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ কবি আপনাকেও
ভাল থাকুন
৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধণ্যবাদ ভাইয়া ভাল থাকুন
৮| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর । ছড়ায় প্লাস +++
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অসঙখ্য ধন্যবাদ সোহেল ভাইয়া
৯| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভকামনা নিরন্তর।
১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল।