নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়াবাজি করতে আসলামঝরুক পাতায় ছন্দমনটা খুলে বলবেন কথাছেড়ে দ্বিধাদ্বন্দ্ব।

এই মেঘ এই রোদ্দুর

মুগ্ধ হতে শিখো

এই মেঘ এই রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

চাই না তোর মেকি ভালবাসা...........

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭



পাখি আমি একলা পাখি
বসে আছি উদাস,
সঙ্গী পাখি দূরে কোথাও;
সময় কাটায় বিন্দাস।

শুকনো ডালে বৈরী হাওয়ায়
পুড়ে আমার দেহ,
পাখি আমার বুলায় না গায়;
স্পর্শ দিয়ে স্নেহ।

পাতার ফাঁকে রোদ্দুর গলে
জ্বালায় আঁখি দু'টি,
পাখি আমার নিলো বুঝি;
আমার থেকে ছুটি।

আমার পাখি উড়াল দিলো
কোন সে বনের মাঝে,
পাইনা খুঁজে তারে কোথাও;
সকাল সন্ধ্যা সাঁঝে।

ও পাখি তুই আয়না কাছে
অপেক্ষাতে থাকি,
যায় ভেসে যায় দেখ্ না এসে;
আমার দু'টি আঁখি।

বুকে ব্যথা কণ্ঠে ব্যথা
উঠে না টান সুরের,
কখন পাখি হয়ে গেলি
তুই দূর বহু দূরের।

স্পর্শ দিবি একটুখানি
আমার চোখের পাতায়,
ছায়া হয়ে থাকবি নাকি;
হয়ে আমার মাথায়!

চাইনা আমি অন্য কিছু
ভালবাসা চাই যে,
কষ্টের ক্ষণে থাকবি পাশে;
পাশেতে তুই নাই যে।

কথা দিয়ে রাখিস নে তুই
কোনো কথাই দেখি,
ভালবাসার লোভ দেখিয়ে;
ভাব ধরেছিস মেকি?
১২-০৯-২০১৫

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

মোস্তফা সোহেল বলেছেন: সব মিলিয়ে ভাল লাগল। প্রথমে আর শেষের দিকে অন্তমিল ভাল লাগেনি।
আশা করি সামনে আরও ভাল হবে।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ইনশা আল্লাহ
ধন্যবাদ অনেক অনেক

২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার। এখনকার কবিতায় ছন্দ নেই সেগুলি নাকি আধুনিক কবিতা! :(






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়ভাল থাকুন

৩| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাখি ছড়াতে মুগ্ধতা জানিয়ে গেলাম আপু
পাখিরা খুব দুষ্টু ... কথাই শুনতে চায় না!

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন
ভাল থাকুন

৪| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +


শুভ কামনা রইল আপা।

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ কবীর

ভাল থাকুন

৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: এই মেঘ এই রোদ্দুর ,




ছন্দময় ছড়া । বেশ লিখেছেন পাখিদের মেকি ভালোবাসা নিয়ে ।

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ আহমেদ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.