নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়াবাজি করতে আসলামঝরুক পাতায় ছন্দমনটা খুলে বলবেন কথাছেড়ে দ্বিধাদ্বন্দ্ব।

এই মেঘ এই রোদ্দুর

মুগ্ধ হতে শিখো

এই মেঘ এই রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

ছায়ার মত লেগে আছে.....

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮



ছায়ার মত লেগে আছে
মৃত্যু নামের আজব বন্ধু
ছাড়তে চাইলেও যাচ্ছে না সে
নড়ছে না পা তার এক বিন্দু।

গুনছে প্রহর বন্ধু আমার
নিয়ে যাবে সাথে করে
দেহ থুয়ে আত্মা নিয়ে
আলো ছেড়ে আঁধার ঘরে।

উঠতে বসতে স্মরণ করায়
সাথে আমার আছে সে যে
সময় হলে মৃত্যু ঘন্টা
ঝনঝনাঝন উঠবে বেজে।

নি:শ্বাস মাঝে বসে বসে
পাহারা দেয় চুপিচুপি
আচম্বিতে নিভৃতে সে
পড়াবে আমায় জমটুপি।

পাখির প্রেমে মজেছে সে
বন্দি করছি দেহের ভিতর
টেনে হিঁচড়ে নিবে পাখি
বন্ধু হয়েও হবে পাথর।

মানবে না সে নিষেধ মানা
সময় হলেই দিবে উড়াল
মুঠোয় পোরে পাখি নিতে
বুকে আমার মারবে কুড়াল।

মোহ মায়ার জগত ছেড়ে
চলে যাব ধরা ছেড়ে
মৃত্যু আমায় আলিঙ্গনে
আত্মাপাখি নিবে কেড়ে।

এমন বন্ধু সবার আছে
জেনে রেখো মাটির মানুষ
রঙরঙিলা এই ধরাতে
উড়াও কেবল মিথ্যার ফানুস।
২০-০৩-২০১৬

ছবি নেট কালেক্টেড

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

সময়ের ধনুক বলেছেন: পড়ে মুগ্ধ হলাম!

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

কানিজ রিনা বলেছেন: দিনের শেষে বসে ভাবি কতশত দিন গেছে
চলে মিথ্যে মোহ হেলায় দোলায়। ওরে পাখি
আমায় ছেড়ে তুই পাবি মত্ব ছেড়ে আলোয়
পৌছাতে। নাকি অন্ধকার ঘরে আমার সাথে
রইবি পড়ে। আলোর নাচন স্বর্গ পানে পারবি
কি তুই পাড়ি দিতে আকাশ সাগর। পাখি তুই
করিসনে পর আমায় রেখে অন্ধকার ঘরে।

পাখি তুইকি ছিলি আসলে পর আমায় ছেরে
যাবি তুই যাবি স্বর্গ পানে আমি ছিলাম তোর
আপন না পর।
খুব ভাল লাগল কবিতা। দেহ ছেরে পাখি
দেবে উড়াল আসলে আমি ছিলাম তাহার পর।
ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য আপি জাজাকিল্লাহ খাইরান

ভাল থাকুন অনেক অনেক

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্যু যে কোন সময় মানুষ থেকে লাশ বানিয়ে দেবে । জান্তে অজান্তে সে থাকে আশেপাশে । তাই সকল স্বার্থ ভুলে মানুষ হয়ে মৃত্যুবরণ করা সবার কামনায় জেগে উঠুক ।

কবিতা ভাল লেগেছে ।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক সুন্দর মন্তব্য
অনেক ভালা লাগা রইল মন্তব্যে
ভাল থাকুন কথা
শুভেচ্ছা রইল

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: মানবে না সে নিষেধ মানা
সময় হলেই দিবে উড়াল
মুঠোয় পোরে পাখি নিতে
বুকে আমার মারবে কুড়াল।


যে কোন প্রাণীই হোক তার উপর মৃত্যু একবার আসবেই। সে ভালো হোক খারাপ হোক তাকে মরতে হবে......

কবিতা ভালো হয়েছে ....
ধন্যবাদ আপা।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ কবীর
ভাল থাকুন অনেক অনেক

৫| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বেশ ভালো লেখেন আপনি। শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ মিন্টু ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

৬| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো।+

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলো
ভাল থাকুন

৭| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: এই মেঘ এই রোদ্দুর ,




মৃত্যুই চীর সত্য !!!

মোটামুটি হয়েছে কবিতাটি ।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: জি ভাইয়া অমোঘ সত্য

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য
ভাল করার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.