![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
ঝগড়াঝাটি নিত্য চলে
ঘরে বাইরে সকল স্থানে
মাথা গরম বাংলার মানুষ
হিংসা জমা রাখে প্রাণে।
কথায় কথায় পাল্টাপাল্টি
বজ্র নিনাদ তুলে গলায়
গালাগালি লজ্জা শরম
বিসর্জন দেয় মাটির তলায়।
রাগের বেলা হুশ থাকেনা
রক্ত গরম টগবগিয়ে
থু থু এনে ঠোঁটের পরে
অযথা যায় বকবকিয়ে।
তর্কাতর্কি করতে করতে
রামদা ছুরি হাতে তোলে
ভাইয়ের বুকে হানে আঘাত
সম্পর্কের টান গিয়ে ভুলে।
রক্ত চক্ষু গলে পড়ে
হিংসার আগুন লাগে বুকে
বেহুশ মানুষ বুঝে নাকো
শয়তান যে দেয় মন্ত্র ফুঁকে।
মানুষ হয়েও মানুষ নয় সে
পারেনা যে রাগ সামলাতে
বিনা দ্বিধায় ভাইয়ের সাথে
লেগে পড়ে ঠিক হামলাতে।
মিটে গেলে রাগের তৃষ্ণা
আফসোস করে বোকা মানুষ
বিষের জ্বালা নিয়ে উড়ায়
বাকী জীবন দু:খের ফানুস।
ছয়টি রিপুর তাড়নাতে
অমানুষ হয় মানুষগুলো
হিংসা বিদ্বেষ মনে পোষে
অহম পথে উড়ায় ধূলো।
রিপুগুলো সবার মধ্যে
ঘাপটি মেরে থাকে বসে
ক্যানসার হয়ে দেহমনে
সর্বত্র সে বেড়ায় চষে।
ক্ষোভ লালসা মোহ সুরা
নোংরা করে জীবন বন্দর
রিপু দমন করতে পারলে
শুদ্ধ মনের ভিতর অন্দর।
২৭-০৫-২০১৬
ছবি নেট
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আপি ভাল থাকুন ভালবাসা রইল
২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: রক্ত চক্ষু গলে পড়ে
হিংসার আগুন লাগে বুকে
বেহুশ মানুষ বুঝে নাকো
শয়তান যে দেয় মন্ত্র ফুঁকে।
ভাল লিখেছেন আপা !
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবীর
ভাল থাক অনেক অনেক
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১২
সোহানী বলেছেন: ও মাই গড। সমাজ সচেতন ছড়া। ভালোলাগলো.......+++++
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: জাজাকিল্লাহ আপি ভাল থাকুব
ভালবাসা রইল অনেক
৪| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬
শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লিখেছেন। শুভকামনা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৫| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
ছড়াবাঁধা ভাল লেগেছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪০
ওমেরা বলেছেন: সুন্দর ছড়া ভাল লাগল ।