![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
একা একা ঘুরে এলি
সাত সমুদ্দুর তেরো নদী
জলের তৃষ্ণায় চক্ষু আমার
অশ্রু ঝরায় নিরবধি।
আমায় ফেলে সমুদ্দুরে
ঘুরে বুঝি মজা পেলি
বারে বারে আমাকে তুই
গেলি শুধু অবহেলি।
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে
ভাসলি বন্ধু একা একা
মত্ত হলি জলের খেলায়
মনে আঁকলি সুখের রেখা!!
বালির মাঝে হাঁটু গেড়ে
প্রেম নিবেদন জলের তরে
জলের ছোঁয়ায় সিক্ত হলি
মন ভিজালি জলধরে।
পারলি বন্ধু ক্যামন করে
ফেলে রেখে আমায় দূরে
মন ডুবিয়ে নীলের জলে
থাকলি একা অলীক ঘোরে।
তৃষ্ণা আমার অথৈ জানিস?
পা ডুবাবো বালির জলে
নুপূর পরা নগ্ন পায়ে
শামুক ঝিনুক যাব দলে।
সিক্ত হতে জলের ছোঁয়ায়
হাতটি ধরে জলে নামতে
ইচ্ছে ছিল মন গভীরে
তোর পথেতেই গিয়ে থামতে!
আশায় দিলি গুঁড়েবালি
একাই ঘুরলি সাত সমুদ্দুর
জলের তৃষ্ণায় ছটপটিয়ে
মরছি একা আমি রোদ্দুর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: সিক্ত হতে জলের ছোঁয়ায়
হাতটি ধরে জলে নামতে
ইচ্ছে ছিল মন গভীরে
তোর পথেতেই গিয়ে থামতে!
কবিতা খুব সুন্দর হয়েছে +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ কবীর
৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। +
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ ছন্দ তো! চালিয়ে যান
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ অয়ন ভাইয়া
৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, জানিয়ে গেলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৭| ৩০ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৪
শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লিখেছেন, শুভকামনা সবসময়।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬
হুদাই পাগলামি বলেছেন: পারলি বন্ধু ক্যামন করে
ফেলে রেখে আমায় দূরে
মন ডুবিয়ে নীলের জলে
থাকলি একা অলীক ঘোরে।
চমৎকার লিখেছেন ভালোলাগা রইল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ পাগল
ভাল থাকুন খুব খুব
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১২
প্রামানিক বলেছেন: আশায় দিলি গুঁড়েবালি
একাই ঘুরলি সাত সমুদ্দুর
জলের তৃষ্ণায় (ছটপটিয়ে) ছটফটিয়ে
মরছি একা আমি রোদ্দুর।
দারুণ, খুব ভালো লাগল।