![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
বেসোনা বেসোনা তুমি
এত ভালবেসো নাতো
আমায় পেয়ে অকারণে
সুখের হাসি হেসো নাতো।
আমি হলাম বনের পাখি
বন্দি জীবন চাইনা আমি
ভাল যেথায় লাগে আমার
ওড়ে গিয়ে সেথায় থামি।
আমার লাগি অপেক্ষাতে
প্রহর তুমি গোনো নাতো
আমায় নিয়ে মনের ঘরে
স্বপ্ন তুমি বুনো নাতো।
আমি হলাম পথের ধুলো
ঘুরে বেড়াই ওড়ে ওড়ে
ইচ্ছে হলে মেঘে ভিজি
মন চাইলে যাই রোদে পুড়ে।
যখন তখন তোমার কাছে
আমায় তুমি ডেকো নাতো
ভালবেসে চোখে তোমার
আমার ছবি এঁকো নাতো।
আমি হলাম রাতের তারা
মনাকাশে নিভি জ্বলি
ইচ্ছে হলে ঘুরে বেড়াই
নীলাকাশের অলিগলি।
আমার কাছে কভু তুমি
মনটা আমার চেয়ো নাতো
আমার ছবি মনের মাঝে
আপন করে নিয়ো নাতো।
আমি হলেম দূরের সূর্য
রোদ্দুর হয়ে আলো ছড়াই
শূন্যে আমি ভেসে ভেসে
শুভ্র অভ্র বুকে জড়াই।
রাত্রি জেগে একা মনে
ভেবো না আর আমার কথা
স্পর্শ আমার না যদি পাও
পেয়ো না আর মনে ব্যথা।
আমি হলেম মোহমায়া
মরুভুমির মরিচিকা
আমায় নিয়ে স্বপ্ন দেখলে
জীবন তোমার হবে ফিকা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪১
আমপাবলিক বলেছেন: ছন্দের সাথে আবেগের বহিঃপ৾কাশ স্পষ্ট। ভাল লাগলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাভাল থাকুন
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১
হুদাই পাগলামি বলেছেন: আমি হলেম মোহমায়া
মরুভুমির মরিচিকা
আমায় নিয়ে স্বপ্ন দেখলে
জীবন তোমার হবে ফিকা।
খুবি ভালো লাগল।
পাগলার পক্ষ থেকে ভালোলাগা রইল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ পাগলা
ভাল থাকুন সুন্দর থাকুন
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০
নুসরাত অনি বলেছেন: খুব ভালো লাগল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি
ভাল থাকুন
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯
সুমন কর বলেছেন: পড়ে ভালো লাগল।