![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
মুখ ফিরিয়ে নিলি পাখি
বুঝলি নাতো আদর
তোর জন্যি যে বুকে পাতলাম
ভালবাসার চাদর।
অভিমানী দেখ্ না আমায়
তাকা দেখি চোখে
দেখ্ তাকিয়ে ভাসবি সুখে
প্রেম উতলাবে বুকে।
আবেগ দিয়ে মাপিস না আর
ভালবাসা আমার
আয় না কাছে দুজন মিলে
গড়ি প্রেমের খামার।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া
আচ্ছা পরের বার
ভাল থাকুন
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: পাখি দিয়ে ফাঁকি
এই জীবনে কী আর বাকি....
ভালো লিখেছেন+
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ কবীর
ভাল থাকুন
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
সোহাগ সালেহ বলেছেন: ভালোবাসার নীল পাখিরা আদর বোঝে না!
সত্যিকারের প্রেমিকপুরুষ তারা খোঁজে না!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ুহুম কথা সইত্য
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
জাহিদ অনিক বলেছেন: শেষে এসে যেন তালটা হারিয়ে ফেললেন !!
ভাল হয়েছে
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: এখন দেখুন তো
হালকা ঠিক হইছে নি?
িআরে ব্যস্ততার কারণে কিছু দুইবার পড়া যায় না
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, প্রেম খামারের জন্য শুভকামনা রেখে গেলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন দাদা
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রেমের খামারে কী কী থাকে ? এক মুঠো রোদ্দুর, শীতল শিহরণ, জোনাকজ্বলা রাত অথবা শিশির ভেজা ভোর.... ?
কবিতা ভাল লেগেছে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ঠিক তাই
অনেক অনেক ধন্যবাদ কথা
ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হয়েছে । আরেকটু বড় করতে পারতেন।