নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়াবাজি করতে আসলামঝরুক পাতায় ছন্দমনটা খুলে বলবেন কথাছেড়ে দ্বিধাদ্বন্দ্ব।

এই মেঘ এই রোদ্দুর

মুগ্ধ হতে শিখো

এই মেঘ এই রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো প্রভু আমায়.......

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯



ভাবনাগুলো এলোমেলো
স্মৃতির পাতায় মলিন ধূলো
কেমন করে যাচ্ছে সময়
ভাবছি বসে হয়ে তন্ময়।

সুখের বাজার যাচ্ছে মন্দা
জীবনে ঐ নামছে সন্ধ্যা
আঁধার বুঝি আসল নেমে
ভাবতেই আমি যাচ্ছি ঘেমে।

এতো আলোর সুন্দর ধরা
আঁধার এসে নাড়ছে কড়া
যেতে হবে ছেড়েছুঁড়ে
একা একা আঁধার গোরে।

বুকে আমার উঠল ব্যথা
কি করে হায়! থাকব সেথা
পোকা মাকড় কীট পতঙ্গ
ছিঁড়েছুঁড়ে খাবে অঙ্গ।

ইহকালের সকল মোহ
কেনো হায়রে বুলায় স্নেহ।
ভাবতে গেলে ঝাপসা দেখি
ধরার আলো লাগে মেকি!

ধড়পড়ানি বাড়ছে বুকে
মৃত্যুকে আর কেই-বা রুখে!
আযরাইল আসলে রক্ষা নাই
বিছনা ছেড়ে মাটিতে ঠাঁই।

টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স
ভেঙ্গে পড়বে সকল চ্যালেঞ্জ
হীম ঘরেতে পড়ে রইব
সওয়াল জওয়াব কেমনে সইব।

ক্ষমা করো আল্লাহ তুমি
পাক করে দাও অন্তর ভূমি
হেদায়েতের রাস্তা ধরে
যাই যেনো গো আঁধার ঘরে।

কাযা যতো নামায রোযা
মনে যেনো না হয় বোঝা
আদায় করলে সকল কাযা
তখন যা হয় দিয়ো সাজা।

মোহমায়ার জগত হতে
যাই যেনো-গো সহজ পথে
নিয়ো প্রভু থাকতে ঈমান
রক্ষা করে আমার সম্মান।
April 6, 201
(ফেবু চোর-রা চুরি করলে রিপোর্ট
খাবেন কিন্তু মনে রাখিয়েন)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো ছড়া কবিতা +++++

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ধন্যবাদ জীবন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দিন।

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫০

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
নতুন পোস্ট দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.