নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

রোজার ছড়া - ১

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৫১

ভিখারি প্রশ্ন করে কেন রাখো রোজা

গরীবের ক্ষুধা বোঝা এতটাই সোজা?

জাগিয়াছি কত রাত্রি ঘরে নাই অন্ন

কে-বা মোরে ডাকিয়াছে খাইবার জন্য?

কি কারণে মেজবানি প্রতি দিন ভোরে?

গোস-ভাত দুধ-কলা খেয়ে পেট ভরে

ঝিমাইছ দফতরে, এ কেমন ধর্ম?

উপবাসে কমিয়াছে দিবসের কর্ম

তন্দ্রায় বিনোদনে ঘণ্টা করে পার

ইফতারে পেঁয়াজু বুট গিলিছ আবার

দেখিয়াছ কোনো ভুখা এরূপ উপবাস?

সখের ভিখারি সেজে কর উপহাস



---

ড্রাফট ১.০ /

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৭

ডেজা-ভু বলেছেন: +

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৯

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদে

২| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৮

ছাইরাছ হেলাল বলেছেন:

রোজা দিন কালে
এসব কথা বলে
যাব নাকি শ্রীঘরে?

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১৯

স্বদেশ হাসনাইন বলেছেন: সব গ্রন্থ মানুষের জীবনের জন্য
অন্ধ মন মগজে গড়েছে অরণ্য
ওরা শুধু স্বর্গ খোঁজে জীবন খোঁজে না
বাইরের খোলস বোঝে মানুষ বোঝে না

৩| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১১

জিসান শা ইকরাম বলেছেন:
খাইছে। কঠিন কবিতা। ট্যাগিং খাওয়াটা সময়ের ব্যাপার মাত্র :)

এর জবাব নেই কবি। অথবা আমরা ইচ্ছে করে এড়িয়ে যাই এসব প্রশ্ন :)
++

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:২২

স্বদেশ হাসনাইন বলেছেন:

এখানে তো কারো বিরুদ্ধে বলি নাই। ট্যাগিং এর প্রশ্নও নাই। যারা ধর্ম মেনে চলে তারা নিশ্চয়ই এমন যথেচ্ছ পানাহার সমর্থন করে না। হিন্দী ছবি দেখে সময় পার করে ইফতার পার্টি করা কোন ধর্মেরই উদ্দেশ্য না।

৪| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১২

পাগলমন২০১১ বলেছেন: ২য় +++++ সাথে ভাল লাগা :)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:২৪

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ একমত হওয়ার জন্য

৫| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১৫

পাগলমন২০১১ বলেছেন: সামুর ফাইজলামীর কারণে ২য় না হয়ে ৩য় :(( :(( :((

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:২৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ঠিক আছে ধরে নিলাম মনে মনে।

৬| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১৬

নাসরিন রিমি বলেছেন: ভালো বলেছেন

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:২৫

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ, রিমি

৭| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:৩৮

রাজসোহান বলেছেন: সহজ কথায় চমত্কার কবিতা...

০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ রাজসোহান

৮| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:৪৮

পৃথিলা আফনান বলেছেন: +


ভালো লাগলো। :)

০৩ রা আগস্ট, ২০১১ রাত ১:১৯

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ পৃথিলা

৯| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ২:০৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দারুণ। +++

০৩ রা আগস্ট, ২০১১ রাত ৩:১৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক দিন পর। আমার মনে পড়ে প্রথম বছরটাতে সবচেয়ে কমেন্ট পেয়েছি আপনার কাছে।

১০| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ২:১০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভিখারি প্রশ্ন করে কেন রাখো রোজা
গরীবের ক্ষুধা বোঝা এতটাই সোজা?
জাগিয়াছি কত রাত্রি ঘরে নাই অন্ন
কে-বা মোরে ডাকিয়াছে খাইবার জন্য?

০৩ রা আগস্ট, ২০১১ রাত ৩:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস

১১| ০৩ রা আগস্ট, ২০১১ ভোর ৫:৫২

রিয়েল ডেমোন বলেছেন: দেখিয়াছ কোনো ভুখা এরূপ উপবাস?
সখের ভিখারি সেজে কর উপহাস


এক দমই সত্য।

০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৮:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ, রিয়েল ডোমোন

১২| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৮:২৮

লাবণ্য ও মেঘমালা বলেছেন: রোজা তো শুধু না খেয়ে থাকা না, তাদের দুঃখ টা সর্বান্তকরণে উপলব্ধি করা, সেটা যদি নাই পারা যায় তবে এমনি এমনি রোজার কোন মানে নেই।
ছড়া অনেক ভালো হয়েছে। যেহেতু এটা ১ নং, সামনে কি আরও আসবে?

০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৯:৩১

স্বদেশ হাসনাইন বলেছেন:
"রোজা তো শুধু না খেয়ে থাকা না, তাদের দুঃখ টা সর্বান্তকরণে উপলব্ধি করা, সেটা যদি নাই পারা যায় তবে এমনি এমনি রোজার কোন মানে নেই।: - ঠিক সেটাই বলতে চাওয়া।

যারা সংযম পালন করছেন তাদের কথা বলা হয় নি। না খেয়ে থাকলেও কথা।

কোথাও পড়েছিলাম ঠিক মনে নেই, এক হিসাবে দেখে গেছে মধ্যবিত্ত পরিবারে যে সেহরীতে ভূড়িভোজন আর ইফতারে জাংক ফুড খাওয়া হয় হয় তাতে রমজানে ঢাকার মধ্যবিত্ত ফ্যামিলির ওজন গড়ে ১০ কেজি বৃদ্ধি পায়। তথ্যটা সত্যি হলে কি সাংঘাতিক ঘটনা!

১৩| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৯:২৬

জুন বলেছেন: স্বদেশ আমার মনের কথাটাই বলেছো তোমার কবিতায়। কিসের সংযম! কাল টিভিতে কোন চ্যানেল মনে নেই, একটা ছোটো মেয়ে তার শিখিয়ে দেয়া মন্তব্যে বল্লো 'গরীবের না খেয়ে থাকার দুঃখ বোঝার জন্য রোজা রাখি'। তখন আমি আমার স্বামীকে বল্লাম 'তারপর ইফতার থেকে সেহেরী পর্যন্ত চক বাজার, বেলী রোডের ক্যাপিট্যাল, ফখরুদ্দিনের হালিম আর গুলশানের অভিজাত দোকানের খাবার দাবারে যখন টেবিল ভেংগে পড়ে তখন কোন গরীবকে ডেকে ইফতারীর জন্য সাথে বসায়। যা তারা স্বপ্নেও দেখে না। কার কথা মনে করে তারা ঐ সব খেতে খেতে ! নট ইভেন কোনো গরীব আত্মীয় হাসনাইন।

০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৯:৪৩

স্বদেশ হাসনাইন বলেছেন: জুন, রোজার এই ভাজাপোড়ার কালচারটা ধর্মের সঙ্গে সম্পর্কহীন। বেগম রোকেয়া বাঙালী মুসলিমের খাদ্য প্রীতি নিয়ে যে রসনা বিলাস লিখেছিলেন তার রিয়েলিটি শো হতে দেখি।

ভাল মন্তব্য করেছেন - ধন্যবাদ

১৪| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৯:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
ধর্ম যারা মানেন। তারা ট্যাগিং করেন না।
যারা ধর্মব্যাবসায়ী তারে করেন:)

০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১০:১৩

স্বদেশ হাসনাইন বলেছেন: তা ঠিক, জিসান।

তবে যাদের আমি শ্রদ্ধা করি বা যাদের লেখা মন্তব্য ভাল পাই ..তাদের কাছেই শুধু স্বীকৃতি চাই। সেই ট্যাগ ব্যবসায়ীদের দরকার নাই।

১৫| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১০:৫৩

anisa বলেছেন:
দাদা

সুপ্রভাত,

আপনার সময়উপযোগী দুর্দান্ত লেখা চমত্কার !!

এ আমাদের সবার উপলব্ধি কেউ প্রকাশ করে কেউ নয়।

তবে আপনার লেখা সত্যি সুন্দর।

ভালো থাকবেন

শুভকামনা.।

০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১০:৫৫

স্বদেশ হাসনাইন বলেছেন: এ আমাদের সবার উপলব্ধি কেউ প্রকাশ করে কেউ নয়।

১৬| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১১:১২

রেজোওয়ানা বলেছেন: সংযম আর আত্মশুদ্ধির রোজা, অথচ ইফতারীর অয়োজনেই দেখা যায় মানুষের সারাটা দিন কেটে যায়। অনেক সময় নামাজও পড়ার টাইম পায় না ইফতারী আর সেহেরীর খাবারদাবরের জোগার করতে গিয়ে।

সহজ ভাষায় অনেক কঠিন সত্য বললেন স্বদেশ ভাইয়া!

০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১১:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: সংযম আর আত্মশুদ্ধির রোজা, অথচ ইফতারীর অয়োজনেই দেখা যায় মানুষের সারাটা দিন কেটে যায়।


মন্তব্যের সাথে একমত, ধন্যবাদ রেজোওয়ানা

১৭| ০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১:৫৫

শুভ রহমান বলেছেন: ক্ষুধা লাগলো কোবতে পড়ে। বাইরে খাওয়ার উপায় নাই। সব বন্ধ।

:(

০৩ রা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৭

স্বদেশ হাসনাইন বলেছেন: :(

১৮| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১১:৩৮

নাজমুস বলেছেন: আমি তো প্রথমে ভাবছিলা নজরুলের কবিতা বুঝি। দারুন হইছে।

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১০:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, নাজমুস


১৯| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন:
সখের ভিখারি সেজে কর উপহাস।
---একজন ভিখারীর কথায় বাস্তব উঠে আসলো।
খুব ভাল লাগলো কবি।

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১০:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস, সায়েম মুন

২০| ০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১০:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: চমৎকার ছড়া।

০৫ ই আগস্ট, ২০১১ ভোর ৪:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ফ্লোরা

২১| ১০ ই আগস্ট, ২০১১ রাত ১০:৪৮

সোমহেপি বলেছেন: রোজার মাসে বাজার করতে গিয়ে মেজাজটা খারাপ হয়েগেল ।লেবুর হালি ২৫ টাকা।

রমজানে খাবার দাবারের নাকি হিসাব নেই আখিরাতে তাই খেয়ে দরিয়া হয়ে যাবার একটা প্রচেষ্টা যেন।

ছড়া ভালো লাগলো

১১ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: রমজানে খাবার দাবারের নাকি হিসাব নেই

- এটা সত্যি নাকি? কি ড্যাঞ্জারাস সংযম

২২| ১১ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

শোশমিতা বলেছেন: ভিখারি প্রশ্ন করে কেন রাখো রোজা
গরীবের ক্ষুধা বোঝা এতটাই সোজা?

সুন্দর কথা, ভালো লাগলো!

১১ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫২

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ শোশমিতা

২৩| ১২ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১০

শিশিরের বিন্দু বলেছেন: বেশ মজার কবিতা তো!! তীব্র এই উপহাস সত্যিকার অর্থে আমাদের সকলের জন্যই প্রযোজ্য। এই জন্যই তো আমাদের খাদ্যমন্ত্রি বলেছেন কম কম খাও যদিও উনার বাসায় কম খায় কিনা আমরা জানিনা। হি হি হি হাসি পাচ্ছে খুব। :) :)

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৩:১৫

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ , শিশিরের বিন্দু

২৪| ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৫

রাইসুল জুহালা বলেছেন: গল্প-কবিতা-ছড়া সাধারনত পড়ি না। কিন্তু আপনি বাধ্য করলেন। দুর্দান্ত কবি।

১৬ ই আগস্ট, ২০১১ রাত ১:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল জুহালা।

ভাল থাকবেন

২৫| ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৭

নিভৃত নয়ন বলেছেন: কিছু বলার নাই ভাই।অসাধারন।অনেক দিন পর এরকম একটা কবিতাই মন্তব্য করলাম।

বেশ ভালো লাগছে

১৬ ই আগস্ট, ২০১১ রাত ২:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ নিভৃত নয়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.