![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম আমি গিরগিটীর মতো রং পাল্টাই। নিজের স্বার্থের জন্য আমি সব পারি।
জানের জান আরমান
কেড়ে নিলে এই প্রাণ।
অক্টোবরের ১৯ তারিখ
প্রথম ভালোবাসা !
সেদিন থেকেই তোমার হবো
ছিলো অনেক আশা।
নভেম্বরের ১৫ তারিখ
প্রথম হল দেখা।
সেদিন থেকেই তোমার নামটি
হৃদয়ে হয়েছে লেখা।
মাস দুটি ভালোই গেলো
অনেক স্বপ্নের সৃষ্টি হল।
মাঝখানেতে কষ্টের মাস
ছিল ডিসেম্বর !
দূরে থাকার যন্ত্রণায়
হৃদয়ে হচ্ছিল কাল বৈশাখী ঝড়।
জানুয়ারির প্রথম সপ্তাহ
কষ্টে কেটেছিল বেশ !
কে জানতো, এরপরই
আসবে সুখের রেশ !
জানুয়ারির ১৭ তারিখ
এলো সেই মাহেন্দক্ষণ।
সব ছেড়ে একে অপরের
হয়ে গেলাম আপন।
দেখতে দেখতে ফেব্রুয়ারি
সেটাও যাচ্ছে চলে।
জীবনটা চলে যাচ্ছে
দারুন কোলাহলে।
সুখ দুখ মিলেমিশে
দিন যাচ্ছে বেশ।
সময় যতো বারুক না কেন
ভালোবাসা হবে না শেষ !
কিছুদিন পরে মিষ্টি একটা
বাবু আসবে কোলে !
তাকে নিয়ে জীবনটা
চলে যাবে হেসে খেলে !
তোমায় নিয়ে অনেক স্বপ্নের
বীজ করেছি বপন।
একটা একটা করে সব স্বপ্ন
করবো আমরা পূরণ।
আমি তোমার তুমি আমার
তোমায় আমায় মিলে আরমানিশি !
ভালোবাসার কোন শেষ নেই।
তাই আবারও বলছি-
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি !
- একজন নিশি
১৫/০২/২০১৪
রাত ১২:২৭:৪২
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
একজন নিশি বলেছেন:
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
হাতীর ডিম বলেছেন:
চমৎকার হইছে।
@একজন আরমান ভাই, দেশের জনসংখ্যা এমনেই অনেক বেশি। একটু রয়ে সোয়ে
আমার কেনু জ্বলে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
একজন নিশি বলেছেন: হেহেহে
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
মুদ্দাকির বলেছেন: আপনি তো ব্লগে আসার আগেই ব্লগে হিট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
একজন নিশি বলেছেন:
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
এহসান সাবির বলেছেন: ও আচ্ছা......................!!!! বেশ বেশ.......!!
ফাগুনের শুভেচ্ছা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
একজন নিশি বলেছেন: ধন্যবাদ।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
একজন আরমান বলেছেন:
ভেঙ্গাও কেনু?
উত্তর জানতে চাই !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
একজন নিশি বলেছেন: কারণ আমি জনসংখ্যা বাড়াতে চাইনা
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: ভালো থাকুন সবসময়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
একজন নিশি বলেছেন:
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
চিরতার রস বলেছেন: কিছুদিন পরে মিষ্টি একটা
বাবু আসবে কোলে !
তাকে নিয়ে জীবনটা
চলে যাবে হেসে খেলে !
বাবুর নামটা কি হবে?
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৯
একজন নিশি বলেছেন: বাবুটার নাম হবে নির্মাণ !
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
তাসজিদ বলেছেন: রোমান্টিক।
আরমান কে দেখে হিংসে হয়
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৫১
একজন নিশি বলেছেন: হিংসা না করে একটা বিয়ে করে ফেলেন।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রইল।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৫১
একজন নিশি বলেছেন: ধন্যবাদ
১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩২
তাসজিদ বলেছেন: লেখক বলেছেন: হিংসা না করে একটা বিয়ে করে ফেলেন।
শঙ্খনীল কারাগারে এখনি নয়, কিংবা কখনই....................................
০২ রা মার্চ, ২০১৪ রাত ১:১২
একজন নিশি বলেছেন: কেন?
১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৭
দালাল০০৭০০৭ বলেছেন: ভাবি
০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
একজন নিশি বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২২
একজন আরমান বলেছেন:
কি বলবো, খুব ভালো লাগছে আর সাথে একটু লজ্জাও লাগছে। :!> :!> :#>
ইয়ে মানে আমার একটা প্রশ্ন ছিল বাবু মাত্র একটা কেন?