নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য পৃথিবী

গৃহত্যাগী পূর্ণিমার আলো

পৃথিবীর পথে হাঁটছি একাই

গৃহত্যাগী পূর্ণিমার আলো › বিস্তারিত পোস্টঃ

ননসেন্স রাইম (nonsense rhyme)-৫:স্বপ্নকথা

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

তোমাদের ওই ঠাণ্ডা ঘরে

এক কোণাতে স্বপ্ন ঝরে

মনটা আমার গুমরে মরে

এক ছুটে যাই তেপান্তরে।



ওইখানে এক বাঁশের মাচা

তার উপরেই আমার বাসা

কোনদিন কোন স্রোতে ভাসা

রাত জোনাকির ফিরে আসা।



সুখ থাকে মোর পাশের বাড়ি

আর থাকেনা আহাজারি

রাত দুপুরে চাঁদের আড়ি

ইচ্ছে করেই গোত্তা মারি।



ভোরবেলাতে শীতল হাওয়া

শিশিরগুলো একলা পাওয়া

উল্টো স্রোতে নৌকো বাওয়া

ছেলেবেলায় ফিরে যাওয়া।



এইতো মোর স্বপ্ন ঝাঁপি

নেইকো কোন সস্তা ফাঁকি

মন থেকে সব সরিয়ে রাখি

ঠাণ্ডা ঘরে একলা কাঁপি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

আশিক মাসুম বলেছেন: কবি তোমার কবিতায়
ছন্দ রসে মাখামাখি,
পড়ে তোমার কবিতা
ছানা ভরা হল আঁখি :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: কবিতা কিনা তা জানিনা
লিখতে ভালো লাগে
পড়তে গেলে এই কবিতা
সানগ্লাস পরো আগে।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

খেয়া ঘাট বলেছেন: ছন্দ মন্দ না
ভালোই তো লাগলো
পড়লাম, বুঝলাম
শুভেচ্ছা থাকলো।

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: শুভেচ্ছা নিলাম কিন্তু
কবিতার বুঝলেন কি?
আমাকে একটু বোঝান তো
আমি বুঝিনি :-P

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।+

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: কবিতা বুঝিনা। তাই ভালো খারাপ বলতে পারবো না। তবে অন্যরা যেহেতু ভালো বলেছেন, মনে হয় ভালোই লেখেছেন। Click This Link

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: এটা কি বললেন ভাই?কবিতা দেখলেন কোথায়? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.