![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত নেই আর এখন হাতে পিছুটান এই মাঝবেলাতে
যাচ্ছি হেরে জীবনটাতে মুখটি করে চুপ
আজ স্বপ্নগুলো চিলেকোঠায় আমার ভাতের সস্তা থালায়
এক গেলাসের পানি গেলায় অন্যরকম সুখ।
শত আশা স্বপ্ন ঘিরে দাড়িয়ে কোন জীবন তীরে
বেরিয়ে আসে বুকটা চিরে অবাক দীর্ঘশ্বাস
জীবনযুদ্ধের ক্ষত বয়ে ইচ্ছেগুলো গেছে রয়ে
মনটা নিতে চায় ফিরিয়ে হারানো নিঃশ্বাস।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৩
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: আশা না পেলেতো হতাশাই থাকবে :-(
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
শায়মা বলেছেন: এত হতাশা কবিতায়!