![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়নের ওই আলোর কাছে চাঁদটা বড়ই তুচ্ছ আজ
চেক ইন আর সেলফির ভিড়ে দুঃখ নিয়ে কাঁদছে তাজ
রিমঝিম ওই বৃষ্টি ফোটায় ভাইরাস আর ঠাণ্ডা জ্বর
আশার আলোর জোনাকিরা জ্বলেনা আর রাত্রিভর
রংধনুটা যায়না দেখা ঝাপসা দামি কাঁচ গলে
প্রাইস-ট্যাগে ঝুলছে গোলাপ কর্পোরেটের স্বপ্নতে।
সবাই এখন অনেক বোঝে হয়না আর অভিমান
সরি বলেই আটকানো যায় প্রিয়ার চোখের অশ্রুবান
পাগলামিরা হারিয়ে গেছে নাইটক্লাবে মাস্তি হয়
আদিম খেলায় পড়েছে চাপা হাতটা ধরার মিষ্টি ভয়।
এখনও তবু ইচ্ছে করেই তাকিয়ে থাকি দূর হতে
তোমায় আবার দেখব বলে শেষ বিকেলের আলোতে।
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: ধন্যবাদ আপনাকে
ঈদ মোবারক
২| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগলো ।
ঈদ মোবারক ।
০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১০
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: মন্তব্যে ভালো লাগলো
ঈদ মোবারক
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭
তুষার কাব্য বলেছেন: কবিতায় ভালোলাগা...পিক টাও জোস....
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
খেলাঘর বলেছেন:
টেকনোলোজীর কবি।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪
কাব্য পূজারি বলেছেন: ভালো লেগেছে ।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
খেলাঘর বলেছেন:
সায়েন্টিফিক ছন্দ
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

ঈদ মুবারক