![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কোনে পড়ে থাকা বোতলটায় পানি নেই
ঘুনে খাওয়া খাটটায় মরচে
নিজ হাতে রান্নায় ভর্তা আর ডিমভাজি
মনে পড়ে ইলিশটা সর্ষে
ছোট এক জানালাতে আকাশটা কম আসে
গ্রিলে তাই চেপে রাখি মুখটা
বিছানা চাদর ছেড়া বালিশটা চিটচিটে
তবু তাতে শুয়ে খুজি সুখটা
নষ্ট ফ্যান পড়ে লাইটটাও নড়বড়ে
খালি টিউব পড়ে আছে পেস্টের
দিনে খেটে রাতে জেগে ক্লান্ত আমি খুব
তবুও সময় নেই রেস্টের
না খাওয়া সকালগুলো শুরু হয় চায়ের কাপে
তার আগে চলে একগ্লাস জল
প্রেমিকার ঠোঁটের স্বাদ কতকাল হয়নি পাওয়া
তাই ঠোঁটে গুজে রাখি ব্রিস্টল
জুতাটার ফিতে ছেড়া তবু দৌড়াতে হবে
শুরু হয় জীবনের যুদ্ধ
পরাজিত এই আমি হেরে গিয়ে ফিরে আসি
হতে থাকে প্রতি পদ রুদ্ধ
পাখিদের কলতান শুনিনা যে কতকাল
ভেসে আসে মেশিনের শব্দ
বিকেলের স্নিগ্ধতা পায়না আমায় ছুতে
মন চায় হোক নিস্তব্ধ
সূর্যটা ডুবে যায় নিকষ কালো আধারে
কার যেন ভেসে ওঠে ছবিটা
দেইনা মন তাতে মাথায় ঘুরতে থাকে
নতুন দিনের কোন কবিতা
মহাকালের খাতা খুলে হিসাব মেলাতে বসি
হয়তোবা মিলে যায় অল্প
এভাবেই প্রতিদিন যাচ্ছে যে কেটে দিন
এই আমার জীবনের গল্প
০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।