নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন ঘুম কেড়ে নেয় সেটাই আসল স্বপ্ন!

একটু স্বপ্ন

লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65

একটু স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

নাগরিক অভিমতঃ ১-৫

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

নির্বাচনকালীন সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে নাগরিকসমাজই বোধকরি সবচেয়ে অসহায় গোষ্ঠী। সেই অসহায় গোষ্ঠীর প্রতিনিধি হয়ে কিছু অভিমত দেয়া ছাড়া আর কিছু করতে পারছিনা আমরা। অভিমতগুলো আমার ফেইসবুক স্ট্যাটাস হিসেবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দিয়ে চলেছি, তাই কোন কোনটির বাস্তবতায় কিছুটা পরিবর্তন পেলে তাতে কনফিউজ না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।



নাগরিক অভিমত-১

===========

হরতাল, অবরোধের সাম্প্রতিক কর্মসূচীগুলো খুব নির্মম আর পৈশাচিক চেহারা পেয়েছে। এর মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ। ভয়ঙ্কর কোন সন্ত্রাসী যেমন দাবী আদায়ের জন্য শিশু বা নিরীহ মানুষকে জিম্মি করে এটাও অনেকটা তেমন। স্বাধীনতা যুদ্ধ ও এরশাদ বিরোধী আন্দোলনগুলোতে হরতাল-অবরোধের মত কর্মসূচী ছিল এবং তাতে সংখ্যাগড়িষ্ট জনগণ অংশগ্রহন করেছিল। বর্তমানে যা হচ্ছে তাতে বিরোধীদলের কট্টর সমর্থক ও ভারাটিয়া সন্ত্রাসী ছাড়া আর কেও সরাসরি অংশগ্রহন করছেনা। বরং এসব পৈশাচিক কর্মকান্ডের মূল ভিকটিম হচ্ছে শিশু, নারী, অসুস্থ ও বয়স্ক মানুষসহ সাধারণ জনগন। রাজনৈতিকভাবে তেমন পেরে উঠছেনা বলেই নীতিবিবর্জিত এ ধ্বংসাত্বক পথ হয়তো বেছে নিয়েছে বিরোধীপক্ষ যা তাদের পক্ষে যাবেনা বলেই মনে হচ্ছে।



নাগরিক অভিমত-২

===========

"বাংলাদেশে নিবন্ধিত ৪০টি দলের ভেতর মাত্র ১১টি দল সর্বদলীয় (বা বহুদলীয়) সরকারের এ নতুন ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহন করতে চায়। আর ২৪টি দল চায়না। ১টি দল এখনও সিদ্ধান্ত নেয়নি, আর ৪টি দল আলোচনাতেই নেই। এই যখন বাস্তবতা, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থাটি ফিরিয়ে আনলে সমস্যাটি কোথায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মাঝে যখন চরম আস্থাহীনতার সম্পর্ক বিরাজমান?"



এক পারিবারিক আড্ডায় জনৈক সিনিয়র সাংবাদিক বলছিলেন এমনটাই। উপরোক্ত তথ্য যদি পূরো সঠিক নাও হয় তবু বলা যায় দেশের মানুষের শান্তির স্বার্থে জাতীয় নির্বাচনের জন্য পূর্বের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ফিরে যাওয়াই উত্তম। এ পদ্ধতিটিতো পরীক্ষিত এবং উভয় বড় দলই এই পদ্ধতিতে একাধিকবার বিজয়ী হয়েছে। তাহলে সমস্যা কোথায়?



নাগরিক অভিমত-৩

===========

প্রশ্নঃ বিরোধী ১৮ দলীয় জোট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দু’দফা অবরোধ কর্মসূচি পালন করেছে। আগামী শনিবার থেকে আবারও ৭২ ঘণ্টার অবরোধ। এমন কর্মসূচির মাধ্যমে বিরোধী জোট সরকারের ওপর এখন পর্যন্ত কতটা চাপ সৃষ্টি করতে পেরেছে?



উত্তরঃ বিরোধী জোট সরকারের উপর তেমন চাপ সৃষ্টি করতে পারেনি তবে ট্রেনে ঘৃন্য নাশকতা ও নিরীহ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার কারণে সর্বস্তরের জনগনের প্রবল বিতৃষ্ণা অর্জন করতে পেরেছে। জনগনের তীব্র ঘৃনার কিছুটা যে সরকারের উপর যায়নি তা বলা যায়না তবে রাজনৈতিকভাবে বিএনপির উদ্দেশ্য কাঙ্খিতমাত্রায় পূরনও হচ্ছেনা। মনে হচ্ছে বিএনপি এমন কিছু মানুষের বুদ্ধি দ্বারা প্রভাবিত হচ্ছে যাদের রয়েছে অপরিনামদর্শী রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেমহীনতার এক অদ্ভুৎ মিশেল।



নাগরিক অভিমত-৪

===========

জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সফরের মেয়াদ তিনি অন্তত আরো একদিন বাড়িয়েছেন। সফরের "সময় বৃদ্ধি"-র বিষয়টি ইতিবাচক ইংগিত বহন করে। প্রচেষ্টার এ পর্যায়ে তারানকো সাহেবের মনে হতে পারে- প্রধান দুই দল সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছে। অবস্থাদৃষ্টে বোঝা যায়, এই কুটনীতিকের বহুপাক্ষিক আলোচনায় যতটা অগ্রগতি হয়েছে, দুই নেত্রী একত্রে বসলেও ততোটা হতোনা। কারণ উনাদের সরাসরি আলোচনায় যতটা সমাধানের কথা আসতে পারতো তারওচেয়েও হয়তো বেশী এসে যেত কে কতটা দোষ এযাবত করেছেন সেই অপ্রয়োজনীয় বিষয়টি।



নাগরিক অভিমত-৫

===========

একটা বিষয় খুব ব্যথিত করে, মুক্তিযুদ্ধের পক্ষে কেও কিছু বললেই এর বিপক্ষের লোকেরা আওয়ামীলীগ কবে কোন ভুল/খারাপ কাজগুলো করেছে সেই ফিরিস্তি দেয়া শুরু করে। আওয়ামীলীগ ভুল করলে সে দায়িত্ব মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে কেন নিতে হবে? মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষ আওয়ামীপন্থী তা কে বলেছে? মুক্তিযুদ্ধে দলটির বড় অবদান থাকলেও মনে রাখতে হবে, আওয়ামীলীগ একটি দল যা সব মানুষের নয়, কিছু মানুষের দল এবং তারা ভুলেরও উর্দ্ধে নয়। আর মহান মুক্তিযুদ্ধ? অতি নগণ্য একটা গোষ্ঠী ছাড়া আমাদের সবার!



[আরেকটি বিনীত অনুরোধঃ দয়াকরে কোন দলীয় ট্যাগ লাগাবেন না। বড় দল দুটোসহ এদেশের বেশীরভাগ রাজনৈতিক দলের বেশীরভাগ কর্মকান্ডই আমার অপছন্দ]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০

মামুন রশিদ বলেছেন: খুব চমৎকার লিখেছেন । ব্লগে দিয়ে ভালো করেছেন ভাইয়া । ফেবুতে নিয়মিত না হওয়ায় আপনার লেখা মিস করি ।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন। আপনার নজরে পড়ল লেখাটি, ভাল লাগল।

কেমন আছেন আপনারা সব? আগেও যে খুব দেখা হতো তা নয় তবে চাইলেই দেখা হবে এমন বোধ কাজ করতো, এখন তা করেনা। ঢাকা এলে বাসায় আসতে ভুলবেন না যেন..

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সোজা কথা বলেছেন: নাগরিক অভিমতগুলা খুব ভালো লেগেছে।সবগুলাই খুব প্রাসঙ্গিক এবং যুক্তিসংঘত।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

একটু স্বপ্ন বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
ভাল থাকবেন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

সায়েদা সোহেলী বলেছেন: একটু আগেই খবরে দেখছিলাম বিরোধীদলীয় নেত্রী দল মত নির্বিশেষে ,
" মার্চ ফর ডেমোক্রেসি " র ডাক দিয়েছেন , আর সরকারি দল বলছে এটা মার্চ ফর হিপোক্রিসি! ! । সর্ব শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে , এতেই পরিস্কার বুঝা যাচ্ছে অই দিন কি হতে পারে! ! :(

আমি ব্যক্তিগত ভাবে এমন একটা ডাকের অপেক্ষা করছিলাম তবে তা কোন রাজনীতির লেবেল লাগানোর ব্যক্তির থেকে কখনোই নয় ( যাদের মুল উদ্দেশ্য থাকে নিজের সার্থ উদ্ধারে ) , যেমন ব্যবসায়ী রা সেদিন রাস্তায় নেমেছিলেন তেমনি করে তৃণমূল পর্যায়ের সাধারন মানুষের কাছ থেকেই

প্রথম আলো থেকে একটা বিজ্ঞাপন প্রচার হচ্ছিল , সেটা কি বন্ধ করে দেয়া হয়েছে? ?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

একটু স্বপ্ন বলেছেন:
ডেমোক্রেসী শব্দটির এত অপব্যাবহার হয়তো অন্য কোন দেশে আর কখনও হয়নি। এদেশের রাজনীতিকরা গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলে ফেলে অথচ প্রধান দুটো দলের ভেতর গণতন্ত্রের কোন চর্চাই নেই। থাকলে তিন দশক ধরে দলের প্রধান পদটিতে থাকতেন না তাঁরা।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মেহেরুন বলেছেন: চমৎকার লেখা ভাইয়া

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫

একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
ভাল আছেন নিশ্চয়ই.. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.