নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন ঘুম কেড়ে নেয় সেটাই আসল স্বপ্ন!

একটু স্বপ্ন

লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65

একটু স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

শাস্তি দিলে শিশুর বিকাশ ব্যহত হয়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

শিশুকে মারধোর করার মাধ্যমে মানুষ আসলে নিজের অযোগ্যতাই প্রকাশ করে। বড়দের অযোগ্যতার দায় কেন শিশুকে নিতে হবে?

'এই পোলাটা বদের হাড্ডি, মাইর না দিলে চলেনা'
'এইগুলারে না পিডাইলে পড়বার চায়না'
'সারাদিন শুধু ঝাপাঝাপি করে খেলবে আর সব কিছু এলোমেলো করবে, তাই বাধ্য হয়েই বকা/চর-টর দিতে হয়'...
মারধোরের জন্য এমন অজুহাতের কখনও অভাব হয়না :(


অথচ নিজে একটু ভেবে দেখুন তো, দুষ্টামী, বাদরামি, ঝাপাঝাপি তো ছোটরাই করবে। সবদেশের সকল শিশুই করে, কেও কম আর কেওবা বেশি। আমার ঘরের বা স্কুলের শিশুটির সাথে যদি আমি পেড়ে না উঠি তবে বুঝতে হবে- তা আমারই অযোগ্যতা, আমার কৌশল এ শিশুটির জন্য উপযুক্ত হয়নি। ওর জন্য হয়তো ভিন্ন কোন কৌশল কার্যকর হবে। শিশুকে না মেরে তখন বরং নিজের দক্ষতাই কি আরও বাড়ানো উচিৎ নয়?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: হুমম...সঠিকই বলছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

একটু স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৭

প্রলয়শিখা বলেছেন: আমার ছাত্র খুব ফাঁকিবাজ। তবুও তাকে মারি না বা শাস্তি দেই না। এখনই তো বয়স ফাঁকিবাজি করার। এখন না করলে কখন!

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

একটু স্বপ্ন বলেছেন: ফাঁকিবাজি যেকোন বয়েসে করতে পারে মানুষ, বড়রাই কি করিনা সুযোগ পেলে? :)
জেনে ভাল লাগলো যে আপনি শিশুকে শাস্তি দেননা। চারপাশে এমন শিক্ষকই দরকার..

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৬

সায়েদা সোহেলী বলেছেন: আমার ঘরের বা স্কুলের শিশুটির সাথে যদি আমি পেড়ে না উঠি তবে বুঝতে হবে- তা আমারই অযোগ্যতা, আমার কৌশল এ শিশুটির জন্য উপযুক্ত হয়নি। ওর জন্য হয়তো ভিন্ন কোন কৌশল কার্যকর হবে। শিশুকে না মেরে তখন বরং নিজের দক্ষতাই কি আরও বাড়ানো উচিৎ নয়? ------ এই উপলব্ধি কজনের হয়! !?? শাষন আর নির্জাতনে পার্থক্যটা ই আমরা বুঝি না

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

একটু স্বপ্ন বলেছেন: বাহ্.. আপনিতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি কোট করেছেন। ঠিক আমরা অনেকেই হয়তো বুঝিনা.. যারা বুঝি তারাতো পারি অন্যদের বুঝাতে তাইনা আপু?
আপনার সাথে অনেকদিন পর যোগাযোগ হলো। ভাল আছেন তো, চারপাশ নিয়ে? :)

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সায়েদা সোহেলী বলেছেন: আমার ঘরের বা স্কুলের শিশুটির সাথে যদি আমি পেড়ে না উঠি তবে বুঝতে হবে- তা আমারই অযোগ্যতা, আমার কৌশল এ শিশুটির জন্য উপযুক্ত হয়নি। ওর জন্য হয়তো ভিন্ন কোন কৌশল কার্যকর হবে। শিশুকে না মেরে তখন বরং নিজের দক্ষতাই কি আরও বাড়ানো উচিৎ নয়? ------ এই উপলব্ধি কজনের হয়! !?? শাষন আর নির্জাতনে পার্থক্যটা ই আমরা বুঝি না
চমৎকার বলেছেন

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

একটু স্বপ্ন বলেছেন: সোহেলী আপা আমার লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কোট করেছেন...
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :)

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

অন্ধবিন্দু বলেছেন:
যথার্থ বলেছেন। যদিও নিজের দক্ষতাই বাড়াতে আবার শিশু হতে হবে।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

একটু স্বপ্ন বলেছেন: যদি শিশুই হতে হয় তবে নাহয় হব... :)
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল হোক আপনার, আপনাদের।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

পটল বলেছেন:
শিশুদের এভাবে জঘন্যভাবে ছোটবেলায় ট্রিট করার কারণে মানসিক বিকাশ যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি নতুন কিছু শেখা, নিজের সৃষ্টিশীলতা বিকাশ এসব কিছুই হয় না। অনেক ক্ষেত্রে ফলাফল উল্টা আরো খারাপ হয়। শীরীরিক মামরধর তো বটেই, মানসিকভাবেও শিশুকে উপহাস, অবজ্ঞা করার এসব অভ্যাস শিক্ষকদের বাদ দিতে হবে। অভিভাবকদের দায়িত্বও একইসাথে সমান। নিজের বাচ্চার ভবিষ্যত মানে দেশের ভবিষ্যত।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

একটু স্বপ্ন বলেছেন: বাহ্, আপনার কথা শুনে খুব আশান্বিত হচ্ছি। আপনার মতো চিন্তার মানুষ চারপাশে কিছু থাকলেও অনেক স্বস্তিকর হয়।
অনেক ধন্যবাদ.... ভাল থাকবেন। :)

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাবা মা নিজেরা যা পারেনি তা বেশীরভাগ সময় সন্তানের মাধ্যমে পূরণ করতে চায়। অথচ এটা অন্যায় । যা সে নিজের জীবনে পারেনি তা অন্য আরেকজনের উপর চাপিয়ে দেনা অনুচিত। প্রত্যেকেরই আলাদা স্বপ্ন ও যোগ্যতা থাকে। সব ঝামেলার শুরুটা এখান থেকে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

একটু স্বপ্ন বলেছেন: শতভাগ সহমত আপু। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

এতদিন মন্তব্যটি দেখিনি বলে উত্তর দেয়া হয়নি আগে। ভাল হোক।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

গোর্কি বলেছেন:
অল্প কথায় চমৎকার লেখা। ভাললাগা জানবেন। শুভকামনা রইল।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

একটু স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল হোক আপনার, চারপাশ নিয়ে :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

রিপি বলেছেন: " আমার ঘরের বা স্কুলের শিশুটির সাথে যদি আমি পেড়ে না উঠি তবে বুঝতে হবে- তা আমারই অযোগ্যতা, আমার কৌশল এ শিশুটির জন্য উপযুক্ত হয়নি। ওর জন্য হয়তো ভিন্ন কোন কৌশল কার্যকর হবে। শিশুকে না মেরে তখন বরং নিজের দক্ষতাই কি আরও বাড়ানো উচিৎ নয়?"

চমৎকার এবং শিক্ষনীয়। ভাল লাগলো।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:০৮

একটু স্বপ্ন বলেছেন: আপনার ভাল লাগায় আশান্বিত হচ্ছি।
তবে যাদের কাছে বার্তাটি পৌছলে কিছুটা কাজ হতো তাদেরকে কিভাবে জানাবো সেটাই ভেবে পাইনা।
ভাল হোক আপনার :)

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: চমৎকার।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:১০

একটু স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, চারপাশ নিয়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.