![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আকাশে ভালোবাসা দিবস ছিল।
ছুঁয়ে দেখ আকাশকে-
চঞ্চল মন উড়ে যায় মেঘের সাথে তালে তাল মিলিয়ে।
জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ
লুকোচুরি খেলে আমার সাথে-
একরাশ ঘুম চোখের পলকে এসে ভিড় করে!
তৃষিত চোখ, বিক্ষিপ্ত ম্লান চুল, অবসন্ন দেহ হঠাৎ-
মনে পড়ে যায়,
এক সন্ধ্যায় প্রেমাসিক্ত দু’চোখ প্রবল জোয়ারের মত,
আছড়ে পড়েছিল ক্ষমাহীন গাঢ় ভালোবাসায়;
দেহপল্লব হয়েছিল কামনায় সিক্ত!
আরো একবার ছুঁয়ে দেখ,
আমি আবেগি-আমুদে ভালোবাসার স্পর্শে
তোমার আঙিনায় শিতে ফোটা শিউলি হয়ে বিছায়ে রব-
উতল ভালোবাসায় কাতর হব।
২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৪
এলিজা আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু আমি অনুপ্রাণিত হলাম।
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৪
এলিজা আজাদ বলেছেন: কবিতাটি পড়ার জন্য পাঠক বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন আর এভাবেই পাশে থাকবেন আমার। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার হৈসে ||