![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যান্ড স্যানিটাইজার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ৯৯.৯৯% কার্যকরী। বাজারে হ্যান্ড স্যানিটাইজার কিনতে পাওয়া যায় এবং সেটা ব্যবহার করাই ভাল। তারপরও বাসায় কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায় খুব সহজেই সেটা নিয়ে এখন লিখব।
উপাদানসমূহ :
১)রাবিং এলকোহল (৯৯.৯৯% এলকোহল)
২)এলোভেরা
৩)লিকুইড মেজারিং কাপ
৪)মিক্সিং বাউল (ছোট গামলার মত)
৫)ইজেনশিয়াল অয়েল বা লেমন অয়েল (অপশনাল)(কিনতে পাওয়া যায়)
৬)ফানেল (অপশনাল)
পদ্ধতিঃ
১)প্রথমে ৩/৪ কাপ রাবিং এলকোহল মেজারিং কাপ দিয়ে মেপে মিক্সিং গামলায় ঢালুন।
২) মিকিং গামলায় এলকোহলের সাথে এক কাপের চার ভাগের এক কাপ এলোভেরা ঢেলে নিন।
৩) এইবার ইজেনশিয়াল ওয়েল ৫-৭ ফোটাঁ মিশান মিক্সারে তাহলে সুগন্ধ আসবে, এই অপশন বাদ ও দিতে পারেন।
৪) এবার স্টিয়ার দিয়ে ভালভাবে কিছুক্ষণ নাড়ান, তারপর ফানেল দিয়ে বোতলে বা পুরানো হ্যান্ড স্যানিটাইজার বোতলে রাখুন।
৫)কাজ শেষ।
সতকর্তা: এলকোহলের পরিমান ৬০% রাখতে হবে। বানিয়ে আগে চেক করে দেখুন ব্যাবহারে জ্বলায় কিংবা স্কিন বার্ন হয় কিনা। একদম বেশি প্রয়োজন ছাড়া বাসায় না বানানোই ভাল। বানালে নিজ দায়িত্ব নিয়ে বানাবেন।
সোর্স : রিডার্স ডাইজেস্ট
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০
নেওয়াজ আলি বলেছেন: Good
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: এই ঝামেলায় যাবো না।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১
আমি নই বলেছেন: পোষ্টটি দেয়ার আগে উপাদানগুলোর সহজলভ্যতা নিয়ে চিন্তা করো উচিত ছিল। আমি শতভাগ নিষ্চিত ঐ রাবিং এলকোহল দেশের ৯৯% এলাকায় পাওয়া যাবেন না বা সংগ্রহ করা সম্ভব হবেনা, তাইলে কেমনে এটা সহজ প্রসেস হয়?