নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য প্রযুক্তি

ভালবাসি নিত্য নতুন প্রযুক্তিকে

এমদাদ খাঁন

ভালবাসি নিত্য নতুন প্রযুক্তিকে আর তাই প্রযুক্তি নিয়ে লেখা শুরু করেছি http://infobd.co.cc এইখানে

এমদাদ খাঁন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে msconfig দিয়ে windows startup program control করবেন?

১১ ই জুন, ২০১০ রাত ২:৩৯

আমরা প্রতিনিয়ত বলে থাকি যে, আমাদের কম্পিউটার আস্তে আস্তে কাজ করে,লগিন করতে অনেক সময় নেই। এবং এর প্রতিকার চেয়ে আমরা অনেক কম্পিউটার জ্ঞানীদের কাছে যায় এবং তারাও অনেক ধরনের উপদেশ দিয়ে থাকে বিভিন্ন ধরণের 3rd party সফটওয়্যার ব্যবহারের জন্য। কিন্ত আমার একটু সচেতন হলে নিজেরাই কোন 3rd party ব্যবহার ছাড়া কম্পিউটারের গতি বাড়াতে পারি ।



কম্পিউটারে লগিন করার সময় বেশ কিছু প্রোগ্রাম নিজ থেকেই চালু করে দেয়, যার কারণে আমরা যখন কম্পিউটারে ডেস্কটপে right mouse click করি তখন context menu আসতে অনেক সময় নেয়। এর কারণ হল কম্পিউটার লগিন করার পর কিছু প্রোগ্রাম চালু করার জন্য ব্যাস্ত হয়ে যায়, যার কারণে ব্যবহারকারির কোন কমান্ড সে তখন নিতে চায় না।



তো আসুন কম্পিউটারকে ব্যবহারকারির কমান্ড শুনানোর জন্য ব্যবস্থা করি।



১ ধাপ Start মেনুতে ক্লিক করে রানে যান



২ ধাপ এখন রান থেকে টাইপ করুন msconfig এবং ENTER চাপুন



৩ ধাপ একটি নতুন উইন্ডো আসবে এবং এইখান থেকে services মেনুতে যান।



৪ ধাপ এখন এইখান থেকে আপনার অপ্রয়োজনিয় প্রোগ্রাম গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন





৫ ধাপ এরপর কম্পিউটার আপনাকে computer restart করতে বলবে এবং restart করুন



দেখুন আপনার কম্পিউটার restart হওয়ার পরে খুব দ্রুত গতিতে লগিন করছে।



আরো বিস্তারিত দেখুন এইখানে

মন্তব্য ১ টি রেটিং +৩/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১০ ভোর ৫:০৫

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সমস্যাটা হল প্রয়োজনীয় কোনটা বন্ধ করে ফেললে(যেমন এক্টিভ ডেক্সটপ)। এরচেয়ে নিয়মিত লোকাল ড্রাইভের ভার্চুয়াল আর র‌্যামের টেম্প মেমোরি খালি করলে বেটার এবং সেফ সল্যুশন পাইতে পারা যায় মনে হয়।

আবার অনেক এন্টিভাইরাস এবং গ্রাফিক্স কার্ড বা পিসিআই এক্সপ্রেস এর ড্রাইভার একাধিক ইউটিলিটি বা প্রোগ্রাম চালাতে পারে...সবসময় নিশ্চিত হওয়াও একটু কঠিন। এটা পরবর্তীতে সমস্যা তৈরী করতেও পারে......

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.