![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফয়সাল ভূঞা সুমন
মায়ের চোখে পানি
মোঃ আনোয়ার হোসেন
তুমি বাংলার মাটিতে এসেছিলে ১৯২০ সালে
আমার মনে ব্যাথা, তখন আমার জন্ম হয়নি বলে।
খুঁজি বার বার তোমার নীতির আদর্শ ভান্ডার
এই বাংলার মাটিতে রয়েছে ইতিহাস তোমার।
তুমি খুলে গেলে পিঞ্জর মুক্ত আকাশে
বাতাসে উড়ে ধ্বনি, আমি ভাসি মায়ের ভাষাতে
তুমি বাংলা মায়ের জন্য করিয়াছ কত বিসর্জন
তুমার নীতির কাছে পরাজিত হলো, অন্যায়ের শাসন
১৫ই আগস্ট বাংলা মায়ের চোখে আসে পানি
তুমি বাংলাদেশকে জন্ম দিয়েছ, তুমি সত্যনীতির ধ্বনি।
আজও বাজে গান, তুমি সত্য মহান, তুমি বাংলার সন্তান।
বাংলার মাটি বলে, আমি খাঁটি আমার বুকে জন্ম নিয়েছে
শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে কবিতা।
প্রকাশনায়: ফয়সাল ভূইয়া (সুমন)
©somewhere in net ltd.