| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন কুমার দে
"আমি কী বলিব কার কথা, কোন সুখ কোন ব্যাথা......... আমার নাই কথা তবু সাধ শত কথা ক্ই । ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতোন মনের কথা কই ।" [email protected]
স্থান,কাল,জাত,ধর্ম নির্বিশেষে সকল মানুষের ভাব প্রকাশেই রয়েছে অদ্ভুত মিল। এই জিনিসটাই আবিস্কার করেছিলেন ভারতবর্ষের দার্শনিকরা হাজার হাজার বছর আগে। আমাদের এই ভারতবর্ষের দর্শনের সাথে তুলনা হয়না আর কারও।
নবরস হচ্ছে মানুষের মনের যেকোনো সময়ের অনুভুতি। নয়টা রসের সমস্টি ই হচ্ছে নবরস। এই নয়টা রসের বাইরে কোনো মানুষ নাই। রসগুলি হচ্ছে বীর,রৌদ্র, শৃঙ্গার, হাস্য, করুনা, ভয়ানক, বিভৎস্য, অদ্ভুত, ও শান্ত। নয়টা রসের প্রকাশ আলাদা, ভাবও আলাদা এবং ইউনিক। পৃথিবীর সব জায়গায়, সব ধরনের মানুষের জন্য ই তা এক রকম। তাইতো পৃথিবীর সকল মানুষের ভাব প্রকাশে এতো মিল! প্রত্যেক রসের ই আছে নির্দিস্ট এক্সপ্রেশন এবং রং।
১। শৃঙ্গার রস: যৌন আকর্ষন, ভালোবাসা, ইরোটিক ভাব প্রকাশিত হয় এই রসের মাধ্যমে।
পুলক, উৎফুল্লতা প্রকাশিত হয়। হালকা সবুজ রং এই রসের প্রতীক।
২। হাস্য রস: রসাত্নক,সরস, আমোদ, আনন্দোচ্ছাস ,হাস্যরসাত্তক ঘটনা প্রকাশিত হয়।
সাদা রং এই রসের প্রতীক।
৩। করুনা রস: পেথেটিক ভাব বা দু্ঃখ ভাব প্রকাশ পায়। ধুসর বা ছাই রং এই রসের প্রতীক।
৪। রৌদ্র রস: মানব মনের ভয়ানক, ভয়ন্কর, ভীষন ভাব প্রকাশ পায়। লাল রং এই রসের প্রতীক।
৫। বীর রস: নায়কোচিত, হিরোইজিম প্রকাশের জন্য এই রস। হালকা কমলা রং দিয়ে এই রস প্রকাশিত হয়।
৬। ভয়ানক রস: একটা মানুষ যখন ভয়ে, আতঙ্কে থাকে তখন তার মুখমন্ডলে যে ভাব ফুটে উঠে সেটাই হচ্ছে ভয়ানক রস। কালো রং এই রসের প্রতীক।
৭। বিভত্স রস: ঘৃন্য, কদর্য ভাব, তীব্র বিরক্তি উদ্রেককারী। দুর্গন্ধ, বিস্বাদ বা ভীতিকর দৃশ্যের ফলে যে ভাবের উদ্রেক হয়। নীল রং এই রসের প্রতীক।
৮। অদ্ভুত রস: বিস্ময়, অলৌকিক কিছুর দেখার পরে যে ভাবের উদ্রেক হয় সেটাই হচ্ছে অদ্ভুত রস। হলুদ রং এই রসের প্রতীক।
৯। শান্ত রস: দেহ ও আত্নার প্রশান্তি ভাবের জন্য এই রস। সাদা রং এই রসের প্রতীক।
নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী,সংগীতশিল্পী সবাইকেই এই নয়টা রস সম্পর্কে শিখতে হয়, জানতে হয়। কারন এই রস গুলা যথাযথ প্রয়োগ করতে পারলেই কেবল তারা দর্শকদের আনন্দ দিতে সক্ষম হন।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৯
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ বিপ্লব কান্তি।
আসলেই ভারতর্ষের জ্ঞান বিজ্ঞান সবসময়ই আধুনিক। সেই ৫ হাজার বছর আগেও তখনকার মুনি- ঋষিরা জ্যোর্তিবিজ্ঞানের বিষয়গুলা জানতেন। ঋকবেদ-যর্জুবেদ-অথর্ববেদে বর্ণিত করেছেন চিকিত্সা, মিউজিক,মিলিটারি সায়েন্সের মতো জিনিসগুলো।
যেগুলো এখনো আধূনিক। যোগ-ব্যায়াম আবিস্কার করেছিলেন তারাই।
২|
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৮
মুহম্মদ কবীর বলেছেন: সাদা বিষয়টা প্যাচ খাইছে । এইগুলা কি মৌলিক রস ? যৌগাক রস নাই?
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১২
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ মুহম্মদ কবীর।
হা, সাদা রং শান্ত এবং হাস্য দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তাই সাদা হচ্ছে শুদ্ধতা, পবিত্রতা।
এই নয়টা রস হচ্ছে মৌলিক রস। যৌগিক কোনো রস নেই অথবা থাকলে তা আমার জানা নেই।
৩|
৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০২
লেখাজোকা শামীম বলেছেন: যৌগিক রস আছে @মুহম্মদ কবীর।
৩৩ টি আছে সঞ্চারী ভাব এবং ৮টি সাত্ত্বিক ভাব। ভরতমুনির নাট্যশাস্ত্র পড়লে জানতে পারবেন।
৩১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪০
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ। আমি এ বিষয়ে খুব কম জানি। তবে যতদুর জানি রস আর ভাব এর মাঝে পার্থক্য আছে। ভাব থেকে রসের উত্পত্তি। রস থেকে ভাব নয়।
লজ্জা, আনন্দ,ক্লান্তি,ঈর্ষা,ভীতি,স্বপ্ন,ঘুম,আলস্য ইত্যাদি এই রকম ৩৩ টি ভাব এর কথা জানি।
৪|
৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২৪
লেখাজোকা শামীম বলেছেন: যৌগিক রস আছে @মুহম্মদ কবীর।
৩৩ টি আছে সঞ্চারী ভাব এবং ৮টি সাত্ত্বিক ভাব। ভরতমুনির নাট্যশাস্ত্র পড়লে জানতে পারবেন।
৩১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:২০
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি যতদুর জানি এই নয়টা রসের সমন্বয়ে যৌগিক রস সৃস্টি হতে পারে কিন্তু তবুও সেগুলোতে যেকোনো একটা মৌলিক রসের প্রাধান্য থাকে।
এ সম্পর্কিত কোনো লিংক বা ডকুমেন্ট অথবা একটি পোস্ট দিলে উপকৃত হইতাম। ![]()
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৭
বিপ্লব কান্তি বলেছেন: সনাতন সংস্কৃতিই পৃথিবীর সবচেয়ে আধুনিক সংস্কৃতি । চিন্তা করেন , বাড়ির উঠানে বাধ্যতামূলকভাবে তুলশি বৃক্ষ থাকতে হয় । তুলশি ঔষধি এন্টিবায়োটিক এখনকার বিজ্ঞান বলে ।
বাড়িতে বাধ্যতামূলকভাবে ফুলের বাগান ।