নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !!

ইংলা

ওরে ওঝা করবি কি রে কর যাদু টোনা শাপে হবে বর ঝাঁড়ফুক করে হবে কি যে আর, আকাশ গেছে মুছে চারিদিকে আঁধার। \ম/

ইংলা › বিস্তারিত পোস্টঃ

"আমার সাথে আয়" - Cryptic Fate এর একটি প্রিয় গান

০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২১

এই গানটি আমার অনেক প্রিয় । ক্রিপ্টিক ফেট এর মেলোডিয়াস একটা ট্র্যাক তাদের দ্বিতীয় এলবাম "শ্রেষ্ঠ" থেকে।





লিরিক্স

------------------



প্রথম যেদিন তোকে দেখি

আমার মন ভরে গেছে

সারাক্ষন ইচ্ছে করে তোর সাথে থাকতে

ধারনা ছিল নিজেকে নিয়ে সারাটা জীবন ব্যাস্ত রবো

ধারনা ছিল আমার মনের মিল কখনো খুজে না পাবো



তোকে যখন খুজে পেলাম আমি

মনে সেদিন থেকে সবই রঙ্গিন

তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুশিয়ে দেবো

তোর মুখের হাসি ধরে রাখার সব চেষ্টা আমি করবো



তুই শুধু আমার সাথে আয় ... আমার সাথে আয়

সবকিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়



তুই আর আমি যখন একই সাথে

বিশ্বটাকে একদম ঠিক লাগে

তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুশিয়ে দেবো

তোর মুখের হাসি ধরে রাখার সব চেষ্টা আমি করবো



তুই শুধু আমার সাথে আয় ... আমার সাথে আয়

সবকিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০০

ইংলা বলেছেন: চোখের যত জল
মনের ব্যাথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেব আপন করে
যেন এ সবই ছিল আমার।

যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখব এর শেষ কোথায়
যখনি আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়।

জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে আছো যে তুমি
আমি খুঁজি সেই তোমায়।

প্রতিবাদ
by Cryptic Fate_

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.