![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচুর স্বপ্ন দেখি,কিন্তু প্রচুর হতাশায় ভুগি| প্রচুর কাজ করি,কিন্তু প্রচন্ড অলস| জীবনকে উপভোগ করার পক্ষে, কিন্ত জীবনের সার্বিক যোগফল শুন্য বলে মানি| পেশা তথ্যভান্ডার ও যোগাযোগপ্রকৌশলে, যদিও মাঝে মাঝে বড়োই নির্লিপ্ত যোগাযোগে; মানুষ ছাড়া থাকতে পারি না কিন্তু নিসংগতা সবচাইে বেশি উপভোগ করি|সব মিলিয়ে ‘জনারন্যে নিসংঙগ পথিক’ |
অদ্য বিকালে বেশ সাজুগুজু করিয়া বাহির হইলাম, গন্তব্য শ্যামলী। উদ্দেশ্য সম্প্রর্কিত ফুফাত ভ্রাতার ‘ফাইল ট্রান্সফার’ , ইয়ের নিমিত্ত। তাই উক্ত ফুফাত ভ্রাতার পুনঃপুনঃ মুঠোফোনে সনির্বন্ধ অনুরোধ , খ্যাত সাজিয়া যাইস না প্লীজ। কারণ আমার অফিসিয়াল মিটিং এ ও খ্যাত সাজিয়া যাইবার খ্যাতি সর্বজনবিদিত। তাই উনার ইয়ে মানে বিয়ে রক্ষাকল্পে আমার সাজুগুজুর প্রচেষ্টা।
যাইহোক , অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিয়া ভ্রাতের ভবিষ্য শ্বশুরের গরিলাসদৃশ দৈহিক পরিমন্ডল চিন্তা করিতে করিতে মিচকি হাসি দিয়া সিটি হাসপাতালের সন্নিকটে আসিতেই মুঠোফোনে আরেকটি অনুরোধ আসিয়া হাজির হইল। মানব-মানবীসেবায়ই আমার জীবনটা শেষ হইয়া যাইবে কিনা এইরুপ আশংকা ভাবিতে ভাবিতে অতঃপর ধানমন্ডির পিৎজা-হাটের কাছে আসিয়াই বালিকার নিকট ধরা পড়িলাম।
বালিকা কিন্নরী, উর্বশী ও বটে। দ্বাবিংশ বৎসর সবে অতিক্রম করিয়াছে, প্রফুস্টয়মান কল্লোলিনী। চলিত ভাষায় যাহাকে বলে ‘ন্যাকামি’ তাহার যথাযথ প্রয়োগ ঘটাইতেও পারঙ্গম। বৈকালের সোনাঝরা রৌদ্র মরিয়া আসিয়াছে , বালিকা ত্রিচক্রযান সহযোগে পরিভ্রমণের প্রস্তাব উত্থাপন করিল। ঘর্মাক্ত কলেবর হইয়া সুন্দরী রুপসী বালিকাকে লইয়া আড়ষ্ট হইয়া হাঁটিবার চাইতে প্রস্তাব শ্রেয় মনে হওয়ায় সম্মতিদানপূর্বক অনির্দিষ্ট গন্তব্যের ঠিকানা দিয়া একখানা বৃদ্ধচালিত ত্রিচক্রযানে চড়িয়া বসিলাম।
বালিকা হাস্যকলরোলে চারদিক চমকিত করিয়ে ধ্রুপদী ভঙ্গি রপ্ত করা প্রক্রিয়ার হস্তচালনা করিয়া নানা কিছু বলিতে লাগিল, আমিও অগত্যা
তাল মিলাইবার নিমিত্ত আগডম-বাগডম বকিতে লাগিলাম। বালিকা কিয়ৎক্ষণ পরপরই ‘কি সুইট’, ‘হাউ ফানি’, ‘আল্লা আপ্নের ভাঙ্গা দাঁতের হাসিটা কি কিউট’ ইত্যাদি বিশেষণ যোগ করিতে লাগিলো; কিন্তু অনুধাবন করিলাম যে , আমার বৃদ্ধকাল সন্নিকটবর্তী, কারণ যথোপযুক্ত চমকিত আবেশিত আপ্লুত হইতে পারিতেছিলাম না। রাইফেলস পার হইয়া স্টার কাবাবের সন্নিকটবর্তী হইবার পর চালক জানাইলো , অনির্দিষ্ট যাত্রা এইখানেই সমাপ্ত করিতে হইবে, এর চাইতে অগ্রসর হইবার অনুমতি এই ব্রাত্য ত্রিচক্রযানের নাই।
বালিকা তাহার ক্ষুদ্র পুঁটুলিখানা আমার হস্তে অর্পণ করিয়া কেশরাজির যত্ন করিতে লাগিলো, কয়েকটি বাপে-তাড়ানো-মায়ে-খেদানো ধরণের যুবক সিঁড়িতে বসিয়া আমাদিগকে নিবিষ্টচিত্তে পর্যবেক্ষণ করিতে লাগিলো। অনভ্যাসবসত প্রবল অস্বস্তিযোগে তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমাদের আর কি কি করিতে হইবে। বালিকা অভিজ্ঞ, আমার মত নবীস নহে, খিলখিল হাসিয়া কহিলো,’কি করিতে হইবে তাহা বুঝি জানেন না?’
ইহার আগে অনাত্নীয় রমনীকূলের মধ্যে কেবলমাত্র রিমা’পুর সাথে ব্যাপক ভ্রমণ করিয়াছি, কিন্তু সে তো আপু, আমার অভিভাবকসম। ইহার মত উর্বশী মনোহরণী নহে। ইত্যকার সংক্ষিপ্ত ভ্রমণের পর দুইটি ব্যাবহারিক জ্ঞান লাভ করিলাম। একঃ কোনো রুপসী বালিকা সহযোগে ভ্রমণে বের হইলে জনগন আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করিবে, ক্ষেত্রবিশেষে ত্রিচক্রযান হইতে ঘাড় ২৭০ ডিগ্রী ঘুরাইয়া হইলেও দেখিবে। দুইঃ আপনার ত্রিচক্রযান চালককে কোন কারণে সামান্য দূর যাইতে বা ঘুরিয়া আসিতে বলিলে সে অতিরিক্ত নায্য দুইটি মুদ্রার বদলে দশটি মুদ্রা দাবী করিবে।
অতঃপর আবার তাহাকে লইয়া ত্রিচক্রযানে চড়িয়া বসিলাম, এইবার বিপরীতমুখী এবং যাত্রা নির্দিষ্ট। বালিকা যথাযথ ন্যাকামির সাথে জানাইলো যে তাহার সন্ধানে এবং অভিজ্ঞতায় একটি উৎকৃষ্ট আইসক্রীম বিক্রয়কেন্দ্র আছে, স্বাদে অমৃত। অবাধ্য হইয়া নিজের ক্ষীয়মান মানে টান লাগাইতে ইচ্ছাপোষণ করিলাম না, আবারও ঘুরিয়া পিৎজা হাটের নিকটবর্তী সেই অমৃত বিক্রয়কেন্দ্রে আসিয়া উপনীত হইলাম। বালিকা চারটি ‘অমৃতের’ নির্দেশ প্রদান করিল, তারপর আবার তাহার কিন্নরী কণ্ঠের সুধায় আমায় ভাসাইতে লাগিল। বালিকা বিভিন্ন ব্যাপারে পুনঃপুনঃ আমার প্রশংসাবাচন উচ্চারণ করিয়া ( সম্পূর্নই শ্রবণকৃত, জ্ঞানলব্ধ নয়) আমাকে
পুলক অনুধাবনের সুযোগ দিলো। আমিও ইত্যবসরে আড়ষ্টতা কাটাইয়া উঠিয়া নিজমধ্যে অকারণ গর্ব টের পাইতে লাগিলাম , আড়চোখে অন্যান্য যুগল অযুগলদের দৃষ্টিপাত নেত্রপাত দেখিয়া।
আইসক্রীম নামক বস্তুটি আসিবার পর মূল্য তুলনাপূর্বক আমি আতশী কাঁচ নামক বস্তুটির অভাব ব্যাপক অনুধাবন করিলাম। পান্থপথের ডেরার সম্মুখে আমরা মাঝে মাঝে দুইমুদ্রা প্রদানপূর্বক চা পান করিয়া থাকি, ইহার পাত্রের আকার তদীয় সদৃশ।
আধুনিক পরিমাপে একটি ঘন্টা ছায়াআলোতে কাটাইয়া, অর্ধসহস্রাধিকেরও বেশী মুদ্রা বালিকা কথিত অমৃতের মূল্য হিসাবে পরিশোধ করিয়া
প্রস্থান করিলাম। ভাবিলাম, আমার নিবাসের বুয়া নামক ‘কাজের যন্ত্রটির’ এই মুদ্রা উপার্জন করিতে প্রায় ত্রয়োদশটি দিন ব্যয় করিতে হয়।
আবারও ত্রিচক্রযানে আরোহণপূর্বক রাপা প্লাজার নিকটে আসিয়া আমার প্রাণপ্রতীম বন্ধুবর, যাহার অনুরোধে আমি এই অগ্রে নিবাস হইতে নির্গমিতা তাহার প্রেমাস্পদ বালিকাকে সঙ্গ দিয়াছি, তাহাকে অর্পন করিলাম এবং বন্ধুবরের পুনঃপুনঃ অপরিসীম কৃতজ্ঞতা ও প্রশস্তি ( আমি এই অপরিণামদর্শী কাজে এখনো মগ্ন হই নাই এই জাতীয়) লাভ করিয়া বিদায় লইলাম। বালিকা সুমিষ্ট হাসি এবং ধন্যবাদ প্রদানপূর্বক ‘বাব্বাই’ বলিয়া বন্ধুবরের পশ্চাতচারিণী হইলো।
অতঃপর শুক্রাবাদ হইতে ইচ্ছামত দরদাম করিয়া পান্থপথের নিবাস পর্যন্ত আরেকটি যান ( ইহার নাম হয় রিকশা) ভাড়া করিলাম, পঞ্চাশমুদ্রা ব্যায়পূর্বক কোন আইসক্রীম নামক ইগলু কোম্পানির দুইটি বস্তু কিনিয়া একটি চালককে দিলাম আর খাইতে লাগিলাম। সমবয়সী চালক ইহাতে ব্যাপক বিস্মিত, কারণ দরদামের সময় আমি সম্পূর্ণ শক্তি, অর্থনীতির তুলনামূলক তত্ত্ব ইত্যাদির প্রয়োগ করিয়াছিলাম এবং কন্ঠশক্তির ব্যাবহারেও পিছপা হই নাই।
এইরুপ অভিজ্ঞতার পর নিজেকে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাবিবো (কারণ আমাকে নিত্য চিন্তিত হইতে হইবে এইরুপ কোন বালিকা নাই) তাহাই ভাবিয়া কূল পাইতেছি না, তাই ব্লগার ভ্রাত-ভগ্নীগণের দ্বারস্থ হইলাম।
আশা করিতেছি আপনারা নিরাশ করিবেন না, চিত্তদোদুল্যমনতা হইতে সহৃদয়তার সাথে আমাকে উদ্ধার করিবেন।
(নিবাসে আসিয়া কিছুটা এলোমেলো অনুভূত হইতেছে , তাই এই গুরুচন্ডালী কথন রচনা করিলাম ব্লগীয় সমাজের কাছে। এই গুরুচন্ডালী অপরাধে সজ্ঞানে মাইনাস প্রদান করা জায়েজ বলিয়া অনুমতি দান করিলাম।)
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বস, আমার কোনো ডিজুস সিম-টিম ছিলো না। আমি এইক্ষেত্রে একগামী ।
ক্ষমাপূর্বক একখানা যোগ দেখিয়া শান্তি লাগিলো, কিন্তু নিজেকে কি ভাবিবো বলিলেন না তো?
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ওহে ভ্রাত, স্বীয় বিচারে ইহা সাধু নয় , গুরুচন্ডালী ভাষা ।
ভ্রাতৃসুলভ মার্জনাপূর্বক সাধু বলিবার জন্য কৃতজ্ঞতা।
২| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২১
মদন বলেছেন: ওররে.. জটিলসসসসসসসসসসসসসসসসসস
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসস কহিয়া মুখব্যাদান করিয়া হাসিয়া দায়িত্ব শেষ হয় নাই ভ্রাত, মতামত চাই।
৩| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২১
ভাঙা চাঁদ বলেছেন: রে রে জটিলস
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভ্রাত, মতামত প্রদানের নৈতিক দায়িত্ব কি পালন করিবেন না? রে রে জটিলস বলিয়াই কি মুক্তি পাইবেন?
৪| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪
একরামুল হক শামীম বলেছেন: পুরোটাই পড়ে ফেললাম। ব্যাপকসসস হইছে....
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কহেন ভ্রাত ব্যাপক শিক্ষা হইয়াছে.।
দয়া করিয়া কি বলিবেন ,নিজেকে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাবিবো ?
(কারণ আমাকে নিত্য চিন্তিত হইতে হইবে এইরুপ কোন বালিকা নাই) ।
৫| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
আসিফ বলেছেন: কি সুইট, হাউ ফানি
পেলাচ
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
পেলাচ এর চাইতে এই অধমকে মতামত দান করিয়া
তাহার দোদুল্যমান মনকে একদিকে টানিয়া রাখার সক্ষমতা দেওয়া হোক, ব্লগীয় ভ্রাতার দায়িত্ব হিসাবে।
৬| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪২
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আহাহাহা! অতি কাঠিন্যপূর্ন দিবসলিপি পড়ে আক্কেগুরুম হইতেছে। জায়েজ কাজ করিবার অভিপ্রায় হইলো না তাই যোগ প্রদান করলাম। ভাল থাকা হোক বৎস !!!
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: শুধু যোগ নহে ভগ্নী, মতামত প্রদান করিয়া ভ্রাতকে চিন্তামুক্ত কর।
৭| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৯
এম্নিতেই বলেছেন: আসিফ বলেছেন: কি সুইট, হাউ ফানি
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
৮| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩
সুখী মানুষ বলেছেন: ভাবিয়া কুন্ঠিত হইতেছি কেন একাধিক পিলাস প্রদান করিবার ব্যবস্থা নাই।
সাধ্যের মধ্যে যেই পিলাসটি ছিলো তাহা নিদ্ধিধায় জ্ঞাপন করিলাম।
(লেখা অতিব সুন্দর হইয়াছে বিধায় ইহাকে ব্রিফকেইসেও বন্দি করিবার অভিপ্রায় বোধ করিলাম)
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভ্রাত , একাধিক পিলাস এর চাইতে এই অধমকে মতামত দান করিয়া তাহার দোদুল্যমান মনকে একদিকে টানিয়া রাখার সক্ষমতা দেওয়া হোক, ব্লগীয় ভ্রাতার দায়িত্ব হিসাবে।
ব্রিফকেইসেও বন্দি করিবার অভিপ্রায় বোধ শুনিয়া মন বড় উম্মনা হইয়াছে, প্রথম প্রস্তাব উত্থাপিত , তাই। বালিকা চিরঞ্জীবি হও।
৯| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪
লাল পিপড়া বলেছেন: টেকা দেন । দাতের ডাক্তারের কাছে যামু
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভ্রাত, আপনার অভিপ্রায় বা সংযোগসূত্র এই অধমের গম্য হইলো না, দয়া করিয়া একটু বুঝাইয়া............
১০| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
একরামুল হক শামীম বলেছেন:
লেখক বলেছেন:
কহেন ভ্রাত ব্যাপক শিক্ষা হইয়াছে.।
দয়া করিয়া কি বলিবেন ,নিজেকে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাবিবো ?
(কারণ আমাকে নিত্য চিন্তিত হইতে হইবে এইরুপ কোন বালিকা নাই) ।
আমি কই- বিসমিল্লাহ কইয়া নিজেরে সৌভাগ্যবান ভাবা শুরুম্ভ করেন
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভাবিবো? আচ্ছা আপনার মত অভিজ্ঞ ব্যাক্তি বলিয়াছেন , সুতরাং বিবেচনা শুরু করিলাম।
একটা কথা লিখি নাই, বালিকার জন্য মিথ্যা বলিয়া আমি 'জিগরি দোস্ত ওরফে কাজিন' সৌ.সা. (চিনিতে পারিয়াছেন আশাকরি) কে দুইটিঘন্টা অপেক্ষমাণ রাখিয়াছিলাম, জানিতে পারিলে
তৎক্ষনাৎ জবাইকর্ম সম্পাদন করিবে।
১১| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:১২
লাল পিপড়া বলেছেন: উচ্চারণ করিয়া পড়িতে গিয়ে কতিপয় দন্ত আঘাতপ্রাপ্ত হইয়াছে
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভ্রাত, উহার জন্য কি আমি দায়ী হইব? আপনি মনে মনে পড়িলে এই দুর্ঘটনা কি ঘটিত?
দুঃখ করিবেন না। আমার ও এক সম্মুখদন্ত ভাঙা, বালিকা উহা দেখিয়া 'কিঊট ' বলিয়াছে। আপনাকেও বলিবে।
১২| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৯
ফারহান দাউদ বলেছেন: কয়েকটি বাপে-তাড়ানো-মায়ে-খেদানো ধরণের যুবক
আমাদের এইভাবে অপমান করলেন?
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভ্রাত, আপনি ই ছিলেন উক্তস্থানে? বলিলেন না কেন?
পাশ্ববর্তী উর্বশী বালিকা থাকিলে মনে হয় ওইরকমই অনুভূত হয়, কি আর করিবো?
নিজেও কিন্তু তাই ,ভ্রাত রাগ করিবেন না …..
কল্য পরীক্ষা , অদ্য এইস্থানে কেন আসিয়াছেন?
১৩| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: উক্ত লেখা পড়িবামাত্র the luncheon এর কথা মনে পড়িয়া গেল।
সমসাময়িক বালিকাগণ পুরুষদিগকে এমনি করিয়া সীল দিতে যারপরনাই পারদর্শিতা অর্জন করিয়াছেন।
এইরূপে সীল ভক্ষণ করিয়া এইরূপ একটি ব্লগ প্রসব হেতু আপনাকে একখানি যোগ চিহ্ণ প্রদানে ব্যাকুল হইলাম।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
সীল বলিয়া নয় , 'অমৃতের' পাত্রের আকার আর বুয়ার মজুরীর তুলনামূলক অর্থবিচারে মন কিঞ্চিত রুষ্ট হইয়াছিলো বটে।
১৪| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩
কিংবদন্তীর কথক বলেছেন: ""অপর পক্ষ হইতে যে অম্ল মধুর বাক্য সকল বাহির হইতে লাগিলো তাহা শুনিলে ঋষি মূনি ভাব খসিয়া পড়া তো সহজ ব্যাপার, ঋষি মূনিত্ব চলিয়া যাইবার সম্ভবনা ষোলো আনা।
ইনি আমার স্ত্রী।।""
""এইরুপ অভিজ্ঞতার পর নিজেকে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাবিবো-""
ভ্রাত, আপনি এখনো সৌভাগ্যবান। নিজেকে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাবিবার মতো দুর্লভ সুযোগ নিজের হাতে রাখিয়াছেন। ষোলো আনা নষ্ট করিবার আগে ভালো মতো চিন্তা করিবার অনুরোধ রহিলো।।
ভালো থাকিবেন।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে এইত একজন সহৃদয় কথক ভ্রাত আগাইয়া আসিয়াছেন। ভ্রাত , ভালো থাকিবার জন্য আপনার বাস্তব পরামর্শখানা বিবেচনায় নিলাম।
কিন্তু , অদ্য বিকালের পর মন নামক বস্তুখানা কেন জানি খালি খালি বোধ করিতেছে যে?
১৫| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৭
ফারহান দাউদ বলেছেন: কল্য পরীক্ষাস্থলে উপস্থিত হইব না স্থির করিয়াছি।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: বালিকা বিহনেই আপনার এই অবস্থা ভ্রাত, তা কি ঐ ফেলপিপাসু অধ্যাপকের কল্যাণে?
১৬| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
কঠিন জিনিস!
খুব মজা পেয়েছি।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মজা পাইয়া প্রস্থান নহে ভগ্নী, মতামত প্রদান করিয়া ভ্রাতকে চিন্তামুক্ত কর।
১৭| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪১
ফারহান দাউদ বলেছেন: দূর,অধ্যাপকদের কাজই ফেল করানো,উহা তো উনারা প্রাক-স্নাতক পর্বেই কয়েকবার করাইয়াছেন,উহাতে ভীত হইব কেন?
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: তবে কি হইয়াছে?
ভ্রাত, নতুন কোন বালিকার আগমন নয়তো?
১৮| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
একরামুল হক শামীম বলেছেন:
লেখক বলেছেন:
ভাবিবো? আচ্ছা আপনার মত অভিজ্ঞ ব্যাক্তি বলিয়াছেন , সুতরাং বিবেচনা শুরু করিলাম।
একটা কথা লিখি নাই, বালিকার জন্য মিথ্যা বলিয়া আমি 'জিগরি দোস্ত ওরফে কাজিন' সৌ.সা. (চিনিতে পারিয়াছেন আশাকরি) কে দুইটিঘন্টা অপেক্ষমাণ রাখিয়াছিলাম, জানিতে পারিলে
তৎক্ষনাৎ জবাইকর্ম সম্পাদন করিবে।
আমি অভিজ্ঞ ব্যক্তি নাকি!!! বাহ! বাহ!!
হুমম চিন্তে পার্ছি। এখনেই ফেসবুকে ম্যাসেজ পাঠাইয়া জানায়া দিমু নাকি উনাকে? এইভাবে বেচারাকে অপেক্ষায় রাখলেন!!!
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: জানাইয়া দিয়া ভ্রাতের জবাইকর্ম দেখিবার মন চায় আপনার? রে পাষাণ!!
আপনি অভিজ্ঞ এই জ্ঞান ব্লগীয় কিছু ভ্রাতা-ভগ্নী
গুঞ্জরন করে, আমার কি দোষ ঘটিলো?
১৯| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৫
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
শুধু সৌভাগ্যবান না, কঠিন সৌভাগ্যবান( কঠিন ছাড়া আর কোর বিশেষণ মাথায় আসছে না)
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আজীবন কি কঠিন সৌভাগ্যবান থাকিয়া যাইব?
ভ্রাত শামীম ও কিন্তু এইরুপ পরামর্শ প্রদান করিয়া নিজে দুর্ভাগ্যবানই হইতে যাইতেছেন!!
২০| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৭
ফারহান দাউদ বলেছেন: বালিকা? অগ্রজ,আপনার সঙ্গিনীর মত একখানা বালিকা জুটিলে বহু পূর্বেই সন্ন্যাস লইয়া হিমালয়ের কৈলাসে শিবসংসর্গে যাইতে হইত।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভ্রাত, আপনার ভুল হইতেছে । বালিকা আমার স্থায়ী সঙ্গিনী নন, আমানত হিসাবে রাখা ক্ষণস্থায়ী সঙ্গিনী।
অবশ্যি তাহাকে লইয়া সন্ন্যাস লইয়া হিমালয়ের কৈলাসে শিবসংসর্গে যাইতে বোধ করি অনেকেরই বাধিবে না।
২১| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২
মানুষ বলেছেন: হাসতে হাসতে পেট ফেটে গেছে
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভ্রাতঃ অবস্থা অনুধাবন করিয়া শংকাগ্রস্ত হইলাম। এক
বালিকার (অ)কল্যাণে আমার দোদুল্যমনতা, এক ভ্রাতের দাঁত
এবং অন্য এক ভ্রাতের পেট নামক অংশের ক্ষতিসাধন...
বালিকারা ব্যাপক বিধবংশী...
২২| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৩
ফারহান দাউদ বলেছেন: অস্থায়ীতেই এই হালত? পন্ঞ্চশতাধিক মুদ্রা ক্ষয়? ইহাকে লইয়া কৈলাসে গেলে শিবের ভূতেরাও পিতৃনাম স্মরণ করিয়া চম্পট লাগাইবে
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
তথা মিথ্যা বলেন নাই ভ্রাতঃ তবে পুনশ্চে কি - এইরুপ বালিকাদের জন্য যুগে
যুগে কুস্মান্ড পুংপ্রবরগণ যুদ্ধ-বিগ্রহ ও ঘটাইয়াছেন , আর এইখানে তো সামান্য অর্ধসহস্রাধিক মুদ্রা!!
২৩| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৬
একরামুল হক শামীম বলেছেন:
বালিকা আমার স্থায়ী সঙ্গিনী নন, আমানত হিসাবে রাখা ক্ষণস্থায়ী সঙ্গিনী।
অতীভ গুরুত্বপুর্ণ তথ্য প্রকাশ করিলেন।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
২৪| ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০০
নুশেরা বলেছেন: অতীব মনোহর
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
অগ্রজ ভগ্নী, তদীয় মতামত বর্ষণ করিয়া এই দোদুল্যমান চিত্তের ভ্রাতকে উদ্ধার করুন!
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
২৫| ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৪
নিরক্ষর বলেছেন: ইহা অতিশয় সুন্দর হইয়াছে।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
২৬| ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৬
ক্ষুদ্র বলেছেন: পড়িতে পারিয়া বেশ ভাল লাগিল । কমেন্টাইয়া নিজেরে ভাগ্যবান মনে হইতেছে । আর আপনার ব্যথা বুঝিতে পারিলাম । আপনার দুর্ভাগ্যে আপনাকে সান্তনা আর দিলাম না । শুধুই প্রার্থনা ....
পিলাচ
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ব্যাথা তো পাই নাই ভ্রাত.। দোদুল্যমান আছি।
২৭| ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০
নুরুন্নবী হাছিব বলেছেন: আপনার এই লেখাখানি পড়িয়া বড়ই আনন্দ পাইলাম...ডিজুস ভাষায় বলিতে গেলে জটিল লাগিয়াছে....
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ওহে বন্ধুসভার বন্ধু ( আমি ক্রমিকে শতকের আগেই অবস্থান করিতেছি); আনন্দ পাইয়াই প্রস্থান করিবেন?
কিছু মতামত দিয়া ভ্রাতকে উদ্ধার করিবেন না?
২৮| ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বাব্বাই
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভ্রাত, আপনিও সঙ্গে না থাকিয়া 'বাব্বাই' নামক বস্তুটই প্রদান করিলেন?
২৯| ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩২
আহসান হাবিব শিমুল বলেছেন: "বালিকার সংগলাভের নিমিত্ত বালকের অভিলাষ।
ইহা মনে হয় দেশ,কাল,সাংকৃতিক সীমানা পেরুনো অনেকটাই এক চিরন্তন অভিলাষ।
যাহাইহোক,আপনি লিখিয়াছেন বেশ বটে।
আপনার এই ক্ষণস্থায়ী ভ্রমণও ইর্ষা জাগায়।এই মরার দীর্ঘ জীবনে এমন ক্ষীনজীবি অভিগ্গতাও অর্জন করিতে পারিলুম না।হায় ঈশ্বর
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আপনার এই ক্ষণস্থায়ী ভ্রমণও ইর্ষা জাগায়।এই মরার দীর্ঘ জীবনে এমন ক্ষীনজীবি অভিগ্গতাও অর্জন করিতে পারিলুম না।হায় ঈশ্বর
---------------------------------------------------------------
অতঃপর একটি দিবস পার হইবার পর , আপনার এই মন্তব্যখানা পড়িয়া ক্ষণে ক্ষণে পুলকিত ও শিহরিত হইতেছি ভ্রাত!
৩০| ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৪
রুখসানা তাজীন বলেছেন: অবশ্যি সোউভাজ্ঞবান ভাবিবা। অপরের প্রণয়িনীর মনোরঞ্জন করিতে যে বালক হিমননীতে ১৫০০ মুদ্রা সঁপিয়া দেয়, সেজন নিজের বালিকার তুষ্টিতে অতলান্তিকে নিজেরে বিসর্জন দিতে কুন্ঠাবোধ করিবেনা, এই বোধ হয়। ব্লগারকূল এক অসামান্য প্রতিভার এহেন বিপর্যয় দেখিতে প্রস্তুত নহে।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মুদ্রা কিঞ্চিত কম আপুমনি , অর্ধসহস্রাধিক।
অন্যের এবং মানব-মানবীকূলের সেবা শ্রান্তি-অপনোদন করিতে করিতেই এই বালক শ্রান্ত-ক্লান্ত-পরিশ্রান্ত।
এক্ষণে নিজস্ব বালিকার মনতুষ্টির সম্যক ইচ্ছা জাগিতেছে অগ্রজ ভগ্নী।
অতপরঃ ভগ্নী, আপনার বায়ূবার্তার খবর কি?
৩১| ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২
যীশূ বলেছেন: অধিকতর পুলকিত হইয়া প্লাস প্রদান করিলাম।
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শুধুই কি প্লাস নামক সু-বস্তুটি ভদ্রে, ভ্রাতসুলভ উপদেশ প্রদান করিবেন না?
৩২| ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
আন্দালীব বলেছেন: বাহোবা বাহোবা!
আপনার রসবোধের পরিচয় লভিলাম....
মনোহরিত...
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: রসবোধ নহে কবিভ্রাতা , কিছুটা কষালোবোধ হইতেছে দোদুল্যমান চিত্তে
৩৩| ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১২
রুখসানা তাজীন বলেছেন: বায়ুবার্তা প্রদানে বিলম্ব না করিলেও প্রাপকের নিকট পৌঁছাইতে কেন বিলম্ব হইতেছে, গোচরীভূত নহে।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ওহে অগ্রজ ভগিণী, আপনার পত্র পাইয়াছি, এবং তাহার পর কিয়ৎক্ষণ মূঢ় হইয়া রহিলাম।
আমার স্তুপীকৃত আবর্জনা আপনার ভালো লাগে শুনিয়া পুলকিত হইয়াছি,কিন্তু ভগিণীসুলভ স্নেহপূর্বক এই ভ্রাত কে উদ্ধার / নির্বাপিত করার কোন উদ্যোগ আন দেখিয়া শোকে মুহ্যমান আছি।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
রণ্টি নানারে খুঁজিয়া পাইতেছি না, উনার আবার কি হইলো?
কিছু জ্ঞাত আছে?
৩৪| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
হুমায়ুন কবির হাকিম বলেছেন: অসাধারণ উপস্থাপনা হইয়াছে বলিবার সাধ যে হয় নাই তাহা নহে......অসাধু বালিকাকে সাধূ ভাষায় উপস্থাপন করিলেও ভাষার আনাড়ী ব্যবহারে তাহার রূপ যথেষ্ট প্রতিফলিত হইয়াছে। নিজেকে সৌভাগ্যবান মনে করিবার কোন কারণ আছে বলিয়া মনে করিবার আগে আপনি দূর্ভাগা কেন নন তাহা খুজিয়া বাহির করিতে সচেষ্ট থাকিবেন বলিয়াই আমার বিশ্বাস......
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: বালিকা বোধকরি অসাধু নহে, উক্ত প্রথা বোধকরি এই যুগের অনুক্রম।
পরবর্তী লাইনটি বুঝিতে ক্লেশবোধ হইতেছে.।.।
৩৫| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
একরামুল হক শামীম বলেছেন: অদ্য দেখিয়া ভাবিলাম মহাশয় বুঝি পুনরায় ডেট নামক কিছুতে জড়িয়ে পড়িয়াছেন.....অতঃপর ভুল ভাঙ্গিল.....
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শামীম ভাইরে, কাহিনী খারাপ.।
৩৬| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মনের দুস্কে আর ছ্যামরাগো জ্বালায় আর সাধু ভাব (দুই অর্থেই ) রাখতে পাল্লাম না। ঐ বদমাইশ বন্ধু
আর ঢংগী মাইয়া কি কইছে আল্লায় মাবুদ (কইছে ভালা, আমারে ধর্মপুত্র যুধিষ্ঠির বানায়া চাড়ছে !! ), আবার আরেক বদে আমার সা-হো-ইন নিক ফাঁস করিয়া দিয়াছে...।
পোলাপাইন এক্ষন তাগো কালা-হাবা-শাদা-ভালা-ঢংগী সবগুলা নুতুপুতু মানুরে আমার লগে ঘুরবার দিবার চায়!!
আইজকা রাইতে কামলা খাটা আছে, আইজকাও দুইডা মিল্লা চাপাইতে লাগছিলো।
ও আল্লারে , এইরম ব্লগ যাতে আমার শত্তুর ও না লেখে, ওইরম পাভেইল্লার মতো বদ পোলা যাতে কাউর বন্ধু না হয়...।
৩৭| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহাহাহাহা
কঠিনতম মজা পাইলাম ।
প্রিয়তে টানিয়া লইলাম ।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
প্রিয়তে টানিয়া লইলেন, ধন্যবাদ জ্ঞাপিত হউন!
আপনি এই যুগের ভ্রাত, চিত্ত উম্মনা হইবার কারণ কি?
৩৮| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:০০
একরামুল হক শামীম বলেছেন: আহারে কি ঘটনা ঘটলো....ব্যাপকসসসস
পোলাপাইন এক্ষন তাগো কালা-হাবা-শাদা-ভালা-ঢংগী সবগুলা নুতুপুতু মানুরে আমার লগে ঘুরবার দিবার চায়!!
মুহাহাহাহা....ঘুরবেন আর পয়সা উড়াইবেন .....হা হা হা
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ঘুইরা আমার কি হইব? বালিকা তো আমার না.।
হিমননী খাইয়াই কি থাকুম? মাসের বাকী কয়টা দিন খামু কি? বালিকাগো রুপে
'মন ভরে, পেট ভরে নারে ভাই.।। পেটের লাইগ্যা এই রাইত জাইগ্যা কামলা দেই
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: 'হিমননী' এই শব্দটির জন্য তাজিন আপুর কাছে কৃতজ্ঞতা।
৩৯| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার হৃদয়টা এখনও লতার সুর বাজায় , সে সুর শুনে উর্বশীরা দুর দুর করে
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: উর্বশীদের দূর দূর শুনিয়াছি অন্য অর্থ বহন করে...।
৪০| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৮
ফারহান দাউদ বলেছেন: মেহরাব,তু তো গ্যয়া,লতাকা গীত কিউ হ্যায় তেরে দিল মে? এক্ষণে বলিয়া রাখি,মেহরাব যথেষ্টই বালিকারন্ঞ্জন,উহাকে কেহ দূর দূর করে না।
ভ্রাতঃ,যুদ্ধবিগ্রহ করিতে তো আপত্তি করিবার কারণ নাই তথাপি অর্ধসহস্রাধিক মুদ্রা ক্ষয় করিতে আপত্তি হইতেছে,জীবন অপেক্ষা মুদ্রার মূল্য কর্মহীনের জন্য অধিক বিবেচিত হইয়া থাকে।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
তাহা হইলে এই? মেহরাবকে অবশ্যই দেখিয়াছি রুপায়ন বিচরণক্ষেত্রে,
চিনিতে পারি নাই ,আহা.।
জীবন মুদ্রার নিমিত্ত না মুদ্রা জীবনের নিমিত্ত এই বিষয়ে একদা চিন্তা জাগিয়াছিলো...
৪১| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৫
ফারহান দাউদ বলেছেন: মেহরাবকে বাল্যকাল হইতে অদ্যপি কেহ চিনিলাম না(ইহার পশ্চাতে রামায়ণ আছে কিন্তু উহা বলিব না) আর আপনি কিরূপে চিনিবেন? দেবরাজ ইন্দ্র ঊর্ধ্বলোকে বিচরণ করিয়া থাকেন,নরের সাধ্য কি তাঁহার নাগাল ধরে?
জীবনই মুদ্রার নিমিত্ত---কর্মহীনের বাণী চিরন্তনী।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আমরা যখন 'বালিকা' পর্যন্ত কথোপকথনে রত;
মেহরাব তখন 'উর্বশী'তে পৌঁছাইয়া গিয়াছিলো--
ফারহান , আপনার কথার প্রবল সমর্থন পাইতেছি...
৪২| ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৬
তুষ।র বলেছেন: হেকিং ছাইরা দিছি, নাইল সামহোয়ার সার্ভার হেক কইরা এই লিখাডারে ৪ প্লাস দিতাম। শালা জিনিসরে ভাই।
২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভ্রাত; আপনি ছাইড়া দিছেন , আমরা তো শুরু করতে পারি? একটু যদি শিখায়া দিতেন...
৪৩| ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৯
দূরন্ত বলেছেন: লেখা পড়িয়া আমি অতিশয় আহ্লাদিত ও পুলকিত হইয়া আপনাকে একখানা অতি মূল্যবান শুভেচ্ছা ও একখানা প্লাস প্রদান করিলাম। তাহার পর, এরুপ অভিজ্ঞতা আপনি নিত্য কেন ব্লগে উপস্থাপন করেন না সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করিলাম....
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভ্রাত , পঁচিশ পার হইয়া ছাব্বিশে গতকল্য ইহা ঘটিলো, নিত্য যে এইরুপ ঘটে না।
জীবনের নিত্যরুপ বড়ই ক্লান্তিময় শ্রান্তিময় বিভ্রান্তিময় …………
৪৪| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১
রুখসানা তাজীন বলেছেন: অভিজ্ঞতা সেচনে ব্রতী হইয়া বালকহৃদয় বলশালী হইয়া উঠিতে দাও ভ্রাত। শুভ সন্দেশের আগমণ অনিবার্য।
রন্টি ঘটক উপযুক্ত বালিকার সন্ধানলাভপূর্ব্বক, স্বীয় প্রণয়ের সম্ভাবনায় পাত্তাড়ি গুটাইয়াছে, উপলব্ধি হয়
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: কিবাঃআশ্চর্যম - আমিও তাহাই ভাবিতেছিলাম ভগ্নী, নিশ্চয় কোন মোহময়ী বালিকা
তাহাকে অধিকার করিয়াছে... নতুবা ব্লগারকূলের মায়া উপেক্ষাপ্রবণ হওয়া সন্দেহমুক্ত নহে...
জীবিকাযুদ্ধের পর ‘বালকহৃদয় বলশালী হইয়া’ উঠিবার যুদ্ধ করিতে ক্লান্তি জাগে গো অগ্রজা।
৪৫| ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
অন্তরাল বলেছেন: বিষয়: তারেকের মুক্তি দাবিতে প্রথম আত্মাহুতি দিয়ে শহীদ হলেন ব্যবসায়ী জাহাঙ্গীর! নামে আমার পোষ্টে আপনার মন্তব্য প্রসঙ্গে...........
আপনি বোধহয় আমার পোষ্টটির সবটা মনোযোগ দিয়ে পড়েননি।
অথবা আমি ঠিকমত লিখতে পারিনি। আমি কিন্তু ছাত্রদলের তান্ডবের একটা স্যাটায়ার বা বিদ্রুপাত্মক পোষ্ট লিখতে চেয়েছি।
তারপরও বলছি যদি লেখার মধ্যে এমন কিছু থাকে যা নিহত জাহাঙ্গীর আলমের প্রতি কোনো ধরনের অসম্মান বা খারাপ কিছু, তাহলে অবশ্যই আমি ক্ষমা চাইছি।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আপনার পোস্টে জবাব দিয়েছি। ধন্যবাদ ক্লারিফিকেশনের জন্য।
৪৬| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: @তাজিন অগ্রজা ,
রন্টি নানার তালাশ পাইয়াছি....উনি আই,পি নামক বায়বীয় বস্তুটি পরিবর্তন করিলে, ব্লগ তাহাকে ব্রাত্য করিয়া দিয়াছে; বড়োই মনকষ্টে দিনাতিপাত করিতে করিতে 'সামুয়ার ও সামুয়ার তুমি কুতায়..' বলিয়া সঙ্গীত গাহিতেছেন...
৪৭| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: এ জগতে হায়
সেই বেশি চায় .....
আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত , করে সমস্ত
কাঙালের ধন চুরি
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মেহরাব ভ্রাতঃ হইয়াছে কি? কেউ কি আপনার বালিকাগণ এর কোনো একজন কে হরণ করিয়াছে?
বাকী উর্বশীরা তো আছে , কাঙাল হইবেন কেন?
৪৮| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:২০
একরামুল হক শামীম বলেছেন: একদিনের ডেটের রেশ এতোদিন থাকলে চলবো কেমতে? ডেইলি ডেইলি ডেট করেন, আর পোস্ট করেন।
৪৯| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
একরামুল হক শামীম বলেছেন: বাহ ! বাহ!!
মনে ধরা ভালো।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: শামীম ভাইরে, এক্ষণেও মনেই ধরিয়া আছে... এই ছয়মাস পরেও সাহস সংকুলান করিতে পারি নাই...
৫০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩
বোকামাষ্টার বলেছেন: সাধু! সাধু!!
(কারণ আমাকে নিত্য চিন্তিত হইতে হইবে এইরুপ কোন বালিকা নাই)
- এতদপর্যন্ত নিশ্চিন্তই ছিলাম এই ভাবিয়া যে অন্তত: অতি শীঘ্রই পুনরায় নি:স্ব হইবার কোন সম্ভাবনা বোধ কনর অনুপস্থিত। কিন্তু হা হতোস্মি! নি:স্ব হ্ওয়াই যাহার ললাট লিখন তাহাকে ফিরাইবে কে? তজ্জন্যই নাতিদীর্ঘ দূরত্ব অতিক্রমের পূর্বেই দেখিতে পাইলাম - "তয় সাধাসিধা এক কামলা বালিকারে আমার মনে ধরছে সাহস পাই না আমি এখন ডেইলি একটা ব্যাংক স্টেটমেন্ট লই (উছিলা )... ১১৫ টেকা কাটে..."
হা ঈশ্বর ! এই অপরিণামদর্শী যুবককে তুমি আলোকবর্তিকা প্রদান কর।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ওহে বোকা গুরু, তদীয় মতে এই নিঃসঙ্গ শিষ্য ও যথেষ্ট এর চাইতে 'ভ্যাবদা'
প্রকৃতির। অদ্য-কল্যকার বালকদের মত সে সহসা কিছু করিতে পারিতেছে না, তাহার আবেগের সীমা পরিসীমা মাত্রা পরিমাত্রা অনুধাবনের চেষ্টায় রত...
বালক আলোকবর্তিকার সন্ধানে রত.।।
৫১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬
সুখী মানুষ বলেছেন: ফাটাফাটি একটা পোষ্ট, যেমন লেখা তেমনি কমেন্টস.. সাধু সাধু, ঘ্রিন্নামি ঘ্রিন্নামি...
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ঘ্রিন্নামি ঘ্রিন্নামি...
৫২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
আমি ও আমরা বলেছেন: দারুন হেভী মজা পাইলাম।
৫৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৯
শিট সুজি বলেছেন: বিগৎ অর্ধদশক যাবৎ মন নামক বস্তুখানা খালি খালি অনুভব করিতেছি। সহপাঠীদের "ডেটিং" নামক কর্মের কিংবা নতুন "ডেটিং" এর সম্ভবনা পরিলক্ষন করি সেই ক্ষনে এই খালি অনুভব অথবা শুন্যতাবোধ বিপুল বিক্রমে বাড়িয়া যায় ।
ভ্রাত সবার কপালে সব কিছু থাকে না ইহা সম্পর্কে অবগত হউন ।
আর আপনার এই পোষ্ট খানা পড়িয়া যারপরনাই আনন্দ অনুভব করিতেছি এবং সমরূপ শুন্যতাবোধ জ্ঞাত হইয়া সমবেদনা জ্ঞাপন করিতেছি । প্রিয়তে অন্তর্ভুক্তি ঘটিল ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ওহে ভ্রাতঃ, সমদুঃখভাগী হইয়া আপনার দলে টানিয়া লইবার জন্য ধন্যবাদগ্রহনপূর্বক প্রস্তাবনা এই যে – চলুন যুগপৎ এই অভাগাদের চেষ্টা ও প্রচেষ্টায় কোনো একট , কী জানি বলে – ‘একশন প্ল্যান’ নির্মাণ করিয়া অগ্রসর হই।
‘প্রিয়’তে! ভ্রাত চমকিত হইয়া পুলকিত হইলাম!
৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
তিনিই সত্য বলেছেন: ফাটা ফাটি.......
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: কাহার ভ্রাত? আমার না উনাদের?
৫৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৪
নিবিড় বলেছেন: প্লাস++++++্
৫৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
বকলম বলেছেন: আহা খাসা লিখেছেন তা আর বলতে! এই দূমূল্যের বাজারে দুধের এর পরিবর্তে ঘোল যে অন্তত: আপনার ভাগ্যে মিলিয়াছে ইহাই কোন অংশে কম বলুন?! বিলাতী আইসক্রীম নামক রঙিন বস্তুটির মূল্য অর্ধসহস্রাধিক হইলেও বালিকার মনোরঞ্জনে ইহা তেজপাতা সম। এত প্রশংসাসূচক বাক্য এমনকি ‘আল্লা আপ্নের ভাঙ্গা দাঁতের হাসিটা কি কিউট’ ইত্যাদি বিশেষণ শ্রবণে আপনার চিত্য প্রফুল্ল করিবার পরও মহাশয় যদি আপনাকে সৌভাগ্যশালী গন্য না করেন, তবে তাহা বড়ই পরিতাপের বিষয়। একবার ভাবিয়া দেখুন ঔ মায়ে তাড়ানো, বাপে খেদানো চেঙরা বালকদিগের দৃষ্টিতে আপনি কতই না সৌভাগ্যবান ছিলেন!
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ই দূমূল্যের বাজারে দুধের এর পরিবর্তে ঘোল যে অন্তত: আপনার ভাগ্যে মিলিয়াছে ইহাই কোন অংশে কম বলুন?!
--- ঘোল খাইয়াই কি জীবন পার করিয়া দিবো ভ্রাত?
৫৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দন্তভংগের দায়ে আপনাকে বিয়োগ প্রদান করিতে ইচ্ছুক হইলাম
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: দন্তভঙ্গ হইলে কি যায় আসে ভ্রাত? আশায় থাকুন, কোনো বালিকা হয়তোবা বলিবে, 'কি কিঊট'
৫৮| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৯
ভোরের তারা বলেছেন: হে ভ্রাতা আপুনিতো দূর্ভাগ্যবান হইতে চাহিতেছেন বলিয়া বোধ হইল। তথাপি + প্রদান করিলাম।
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: সৌভাগ্য আর সহ্য হইতেছে না ভ্রাতা, দূর্ভাগ্যকে আলিঙ্গিন করিতে হৃদয় উম্মুখ। কি করিবো?
৫৯| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১০
সৌম্য বলেছেন: টিপস, প্রথম ডেট এ সবসময় ধৈর্য আর মেজাজ ধরে রাখবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি ৯৯%ক্ষেত্রেই আমি ভয়ঙ্কর ঝগরা বাধায় দিছি। গত বছর এক মেয়ের সাথে ইয়াহু থেকে ডেট। আহা এত সুন্দরী মানুষ হয়। কিন্তু আমার কপালের সুতা ছিড়লো না, মেজাজের কারনে। তাকে আমি যেই শেষ সম্বোধন করেছিলাম, সেটা ছিল, "শাকচুন্নী" আর "ডাইনি বুড়ী"
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভ্রাতঃ আপনার টিপস গ্রহণ করিলাম, কিন্তু প্রয়োগ করিবো কোথাও। পোস্ট হইতে নিশ্চয় বুঝিতে পারিয়াছেন উহা 'ডেট' ছিলো, ডেট ছিলো না মোটেও।
৬০| ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯
ইয়র্কার বলেছেন: অনেকক্ষন হাসলাম।
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: গররর গররর
বালকের দুদর্শায় হাসিলেন, রে পাষাণ ভ্রাত হৃদয় ।
৬১| ০৯ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
দিবাচর বলেছেন: অর্থের বিনাশে মনোজগতে রুষ্টতা আনয়ন না করে বালিকাকে পরীক্ষাক্ষেত্র হিসেবে দেখতে পারেন। যাতে করে অনাগত বালিকারা আপনাকে এহেন জবাইখানায় আর নিতে না পারে।
১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: হে ভ্রাতঃ অনেকদিনক্ষন পরে এই সহৃদয় পরামর্শ পাইয়া উপকৃত অ পুলকিত হইলাম, তথাপি চিত্তবৈকল্যে বাঁধ মানিতেছে না। ইহাকেই কি ‘সাধ করিয়া কিল খাইবার ইচ্ছা ‘বলা হয়?
৬২| ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪
তায়েফ আহমাদ বলেছেন: জীবনের পয়লা 'ডেট' এর ভয়ানক অভিজ্ঞতা হেতু আপনার এই মর্মে উপসংহারে উপনীত হওয়া আবশ্যক যে, অতি সত্বর শাদী মোবারক সম্পাদন ব্যতীত উত্তম আর কিছুই হইতে পারে না!
অতএব, মহাত্নন, সেই পথে কিঞ্চিত চেষ্টা চালাইয়া দেখিবার আজ্ঞা করুন!
৬৩| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৬
েভােরর স্বপ্ন বলেছেন: @তায়েফ-সহমত, জ্বি জনাব শাদি মোবারক সম্পাদন করতঃ গাত্র হইতে বাপে তাড়ানো মায়ে খেদানো তকমাটাকে বিদায় করুন
৬৪| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫০
পাথুরে বলেছেন: এই পুষ্ট ক্যামতে মিস কর্লাম??
আহেম--আহেম... এনি আপডেট?? জাতি জানতে চায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আপডেট আছে
৬৫| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৩
একজন সুখীমানুষ বলেছেন: পাথুরে বলেছেন: এই পুষ্ট ক্যামতে মিস কর্লাম??
আহেম--আহেম... এনি আপডেট?? জাতি জানতে চায়। ;
আসলেই ঝাতি জান্তে চায়
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
জাতিকে জানানোর অনেক কিছুই আছে, এই পোষ্টের উত্ত্র-প্রত্যুত্তর পড়িলেই অনেক কিছু জানিতে পারিবেন ভ্রাতঃ ; তবে সংক্ষেপে জ্ঞাপন করিয়া রাখি, এই পোষ্টদাতা একখানি কাপুরুষ বিশেষ হওয়ায় সামান্য কিছু প্রণামী প্রাদান করিবার সিদ্ধান্ত লইতে তাহার বৎসারাধিক পার হইয়া যায়।
৬৬| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৪
এহসান জুয়েল বলেছেন: ভাই সেম ঘটনা আমার জীবনে ঘটেছিল। ২০০০সালে আমি তখন সদ্য ঢাকা আসিয়াছি। কিন্তু ঘটনার পরের ঘটনা হলো- বাসায় ফির্রা আমি দরজাখানা বন্ধ করিয়া ১০ বার কানে ধরে উঠানামা করিয়াছিলাম।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আহারে ভ্রাতঃ
নিজ অর্থব্যায়ে বান্ধব এর কিন্নরী বালিকাকে সঙ্গ দিবার সৌ/দুর্ভাগ্য তাহা হইলে আমার একার নহে?
কর্ণের উপর এই অবিচার এর কারণ জানিতে চাই/
৬৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৯
লীনা দিলরূবা বলেছেন: আপনার এই অমূল্য স্মৃতিচারণমূলক পোস্টখানি পড়িতে পারিয়া নিজেকে ভাগ্যবান মনে হইতেছে, মনের সেই পুলক না লুকাইয়া প্রকাশ করিতে পারিয়া অতিশয় ভাল লাগিতেছে। এইরূপ স্মৃতি যার রহিয়াছে সে কেন বিদেশী ব্যাঙ্কের আশেপাশে ঘোরাঘুরি করে বুঝিতে পারিতেছিনা
আপনার সমুদয় লেখা আজিকে পড়িয়া ফেলিবো বলিয়া মনস্থির করিয়াছি, একটি লেখা ইতোমধ্যে শোকেসে পাঠাইয়া দিয়াছি ইহাকেও লইয়া যাইতেছি............
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভগিনী, ব্লগে অনিয়মিত পদচারণা করি বলিয়া প্রত্যুত্তর এর বিলম্ব নিজগুণে ক্ষমা করিবেন। আপনার এই মন্তব্য পড়িয়া যে পোষ্টটি লিখিতেছিলাম তাহা বন্ধ হইয়া গিয়াছে।
সমুদয় অখাদ্য আস্বাদন করিয়া দেখিবেন ? ইহার পর রুচি থাকিবে তো।
>>
অপপ্রচারে কান দিবেন না ভগিনী। উক্ত হার্মাদ ব্যাংকটিতেই আমার একাউন্ট, কিন্তু নিতান্ত বাধ্য না হইলে স্বয়ংক্রিয় অর্থদানকারক যন্ত্রটির ঐপাশে আর গমন করি না। চিত্তে আমি বড়ই কাপুরুষ ভগিনী।
৬৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আপনার রচনায় মহাকালের সুর আছে। গ্রীক উপন্যাসিক রোমান্টিকাসের 'দ্য ব্লগারস রেসিপি' নাটকের মিল খুজে পাই!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভ্রাতঃ কি বলিলেন হৃদয়াঙ্গম করিতে ক্লেশবোধ হইতেছে.
.. কিঞ্চিৎ সম্প্রাসারণ করিয়া ব্লিবেন কি?
৬৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৭
শওকত হোসেন মাসুম বলেছেন: একসময় চাকরি জীবনে সাধু ভাষায় লিখতে হতো। সে কথা মনে পড়ল।
দ্বিতীয় যে কথা মনে পড়লো তা হলো আইসিক্রিম। হায় ছেলেদের আইসক্রীম খাওয়ানোর কেউ নেই।
আফসুস।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মাসুম ভাই, আপনার আগমনে প্রীত হইলাম এবং জানাইতে চাহি যে, উক্ত ভাষাটিকে সাধুভাষা বলিতে সাহস করিতেছি না, বড়জোর উহাকে 'গুরুচণ্ডালী' ভাষা বলিতে পারি,
কবে আসিবে সেই দিন, ভ্রাতঃগণের দুঃখমোচন হইবে, বালিকাগণ অভাগা বালকগণকে হিমননী খাওয়াইবে
৭০| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩০
ডিজিটাল মুবিন বলেছেন: +++++++++ জটিল হইসে
৭১| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪০
ফেরারী... বলেছেন:
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: বালিকারা এমনই হয়। তবে এক বালিকা সদ্য রেমাক্রি যাইতে মনস্থ করিয়াছে, বর্ষাকালে
৭২| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৯
ঘুমন্ত আমি বলেছেন: আগের ব্লগার লেখা গুলো দারুন ছিলো যা উত্কৃষ্ট প্রমান হচ্ছে এই লেখা ।
৭৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
পেস মেকার বলেছেন:
৭৪| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪
অলীক মানবী বলেছেন: জনাব ,
চলিত ভাষার "এসেন্স" মিশ্রিত সাধু ভাষায় লেখা এই রচনা হইতে শব্দভান্ডার সমৃদ্ধ যেমন হইয়াছে , তেমনি আমার প্রায় শূন্য অভিজ্ঞতার ঝুলিতে মূল্যবান ও শিক্ষণী্য় কিছু আসায় আমি পুলকিত চিত্তে আপনাকে সর্বাগ্রে আন্তরিক অভিবাদন জানাইলাম ।
৭৫| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো?
৭৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
একাকি একজন বলেছেন: প্লাস না দিয়া পারিরাম না.......
৭৭| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: শায়মা পু :
দেখে মজাই লাগলো যে এখনো মনে রেখেছো !
ভালো আছি, মোটামুটি !
৭৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: কত বছর পেরিয়ে গেলো !
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২০
মিলটন বলেছেন: এই ডিজুসের যুগে আপনার সাধু সাহিত্য মন্দ লাগিলো বলিলে ভুল হইবেক। +