![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
BTRC এর কাছে একটি আবেদন বা প্রশ্ন
বর্তমানে মোবাইল কোম্পানীগুলো তাদের সীম দিয়ে যে ফ্রী ফেসবুক ব্যবহার করার সুযোগ দিচ্ছে এর ভাল মন্দ দিক নিয়ে আপনাদের কি কোন চিন্তা ভাবনা আছে নাকি এতেই আপনারা খুশিতে চুপচাপ আছেন যে ফ্রী ফ্রী দেশের পোলাপাইন ডিজি টাল হচ্ছে । আবার এক অপারেটর উইকিপিডিয়া আংশিক ফ্রী করে দিয়েছে । দেশের ছোটবড় সকল ছাত্র-ছাত্রী তাদের ফাদে বুঝে বা না বুঝে পা দিচ্ছে । এতে করে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না । তাদের উপকার হচ্ছে এইযে তারা সারাদিন সময় নষ্ট করছে ফেসবুকে । আবার যে ফোনগুলোতে ইন্টারনেট সাপোর্ট করে না তাদের জন্য অন্য ফর মুলা আবিষ্কার করেছে । যেটি একবার চালু করলে বন্ধ না করা পর্যন্ত প্রতিদিন 2.30 টাকা করে কেটে নেয় । তাহলে একমাস এভাবে চলতে থাকলে কত টাকা হয় হিসেব করি 69 বা 70 টাকা । সবকিছু মেনে নেওয়া যেত যদি এই ফ্রী ফেসবুকের মাধ্যমে ছোট বড় সকল ছাত্র সমাজের সামান্য পরিমান উপকার হত । আমি মনে করি এতে শুধু ক্ষতিই হচ্ছে । যা লাভ সেটা ফেসবুকের আর মোবাইল কোম্পানীর । আমার কথা এখন হয়ত অনেকেই মানতে চাইবেন না্ তবে পরে বুঝতে পারবেন । আমার পরামর্শ আংশিক ফ্রী না দিয়ে সকলের ব্যবহার উপযোগী মূল্যে আসল ইন্টারনেট সেবা সবার কাছে পৌছে দেওয়া হোক যেটা হবে নিয়ন্ত্রিত । আর বর্তমানের এই ফ্রি ফেসবুকটা একদম নিয়ন্ত্রনহীন ভাবে সবার মোবাইলে ছড়িয়ে পড়ছে । যেসব ছাত্রছাত্রী ফ্রী ফেসবুকের এই বিষয়টি জানে তাদের অধিকাংশই এতে আসক্ত হয়ে পড়ছে । এই আসক্তি ভবিষ্যতে যেন আর বৃদ্ধি না পায় তাই এখনই ব্যবস্থা নেওয়া উচিত । BTRC কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
অপ্রচলিত বলেছেন: সচেতনমূলক পোস্টে পূর্ণ সহমত জানাচ্ছি। ফেসবুক অনেক আগেই ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, শুধু শুধু সময় নষ্ট। এর চেয়ে ব্লগই ভালো, অনেক কিছু শেখার আছে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
ভিটামিন সি বলেছেন: ভেবে দেখার কেউ নাইরে ভাই। যার মাথা তারই ব্যাথা সারাইতে হইবে।