![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অদ্ভুত এক প্রজন্মের সাথে পরিচয় হলো আমার। এই প্রজন্মকে কি নাম দেওয়া যায় বুঝতে পারছি না। ইয়ো ইয়ো প্রজন্ম নাকি কনফিউসড প্রজন্ম? এই প্রজন্ম বাংলাদেশে থাকলেও এই দেশের ইতিহাস সম্পর্কে পরিষ্কার করে অবগত নয়। ৭১ এ একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে -এইটুকুই তারা জানে। কিন্তু কিভাবে এলো সেই স্বাধীনতা,কিভাবে এলো বিজয়- সেই সম্পর্কে তারা পরিষ্কার ধারণা রাখেনা। এবং খুব আশ্চর্যজনক হলেও সত্যি- মুক্তিযুদ্ধের চেতনা বলে যে একটা কথা আছে-সেই সম্পর্কে এদের বিন্দুমাত্র ধারণা নেই। আরও যে ব্যপারটা আমাকে অবাক করেছে তা হলো- এদের বেশিরভাগই এলিট সোসাইটির অর্থাৎ আমারা যাদের অভিজাত বলে থাকি তেমন পরিবারের সন্তান। এরা খুব আনন্দের সাথে ঢাকা শহরের অভিজাত রেস্টুরেন্ট গুলোতে হ্যাং আউট করে, সেলফি গ্রুপফির বন্যায় ভাসিয়ে ফেলে ফেসবুক- কিন্তু যুদ্ধাপরাধী বা রাজাকার ইস্যুকে এরা- এই দেশে এতো রাজনীতি, ডারটি পলিটিক্স বলে উড়িয়ে দেয়। আরও শকিং ব্যপার হলো -এরা ঈদ পূজা সবই সেলিব্রেট করে ঠিকই- কিন্তু সংখ্যা লঘু হামলা হলে- এরাই আবার বলে- সত্যি তো এই দেশ টা তো মুসলমানদের। এ দেশে অন্য ধর্মের মানুষদের থাকার কি দরকার!!! দেশ টা যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র-সে সম্পর্কে এদের বিন্দুমাত্র জ্ঞান নেই বা থাকলেও তারা সুকৌশলে তা এড়িয়ে যায়।বিভিন্ন অকেশনে সীসা লাউঞ্জ বা বারে পার্টি করে তারা- কিন্তু নাস্তিকতার ধোয়া তুলে কোন ব্লগার হত্যা হলে-ইনিয়ে বিনিয়ে এরাই বলে হত্যা তো আমরা সাপোর্ট করিনা,বাট ইসলাম নিয়ে এরা যা লিখে তা কি ঠিক!!!
এই প্রজন্ম কি সত্যি কনফিউসড নাকি স্বার্থপর? প্রজন্মের একটা বড় অংশ যদি এমন মনোভাব নিয়ে বড় হয়-তবে তা বাংলাদেশের জন্য রীতিমত হুমকি।কারণ এদেরই একটা বড় অংশ ভবিষ্যতে দেশের কর্ণধার হবে।তবে কি আমাদের স্বপ্নের সোনার বাংলা স্বপ্নেই রয়ে যাবে?অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক একটি রাষ্ট্র কি আমরা পাবো না???
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৪৭
নতুন বলেছেন: এরা সবাই কুল ডুডস... এরা মেরিকার কালচার ফলো করে...
তাই দেশের ইতিহাস নিয়ে জানার সময় কই?