![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার জবাবে চাপাতি, হ্যাঁ আজও লেখার জবাবে চাপাতি তুলে নেয়া হচ্ছে।ধর থেকে নামিয়ে দেয়া হচ্ছে মস্তক।মানুষ নাকি সভ্য হচ্ছে। দিন দিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে।সভ্যতার নতুন নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে,অথচ মুক্ত চিন্তা ও মুক্ত মনাদের লেখার জবাব দেয়া হচ্ছে চাপাতি দিয়ে।
অনেক মডারেট মুসলিম বা প্রগতিশীল মুসলিমও দেখলাম-ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন- হত্যা পাপ ,কিন্তু এরা যা লেখে তাতে রক্ত গরম হওয়া স্বাভাবিক! ওকে, মানলাম।রক্ত গরম হয়েছে, কিন্তু আপনার রক্ত গরম হলো আর আপনি সাথে সাথে হাতে চাপাতি নিয়ে তৈরি হয়ে গেলেন- কোথায় আপনার মনুষ্যত্ব?
মৌলবাদী গোষ্ঠী মনে করেন- আল্লাহর রাসুলকে নিয়ে কটূক্তিকারি অপরাধী! ওকে,মানলাম।তিনি অপরাধী। তাকে শাস্তি দিবেন আল্লাহ। আল্লাহ যখন তাকে এই পৃথিবীর আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আপনি তাকে শাস্তি দেবার কে?আমি যত দূর জানি- মৃত্যুর আগ মুহূর্তেও যদি কেউ ইমান আনেন-তবে বেহেশতের দরজা তার জন্য খুলে যায়।তাহলে আপনি কেন তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন?আপনি তো সর্ব জ্ঞানে জ্ঞানী নন।তিনি যে ইমান আনবেনই না-তা আপনি কি করে জানেন?নাকি আপনি নিজেকে সৃষ্টিকর্তার চেয়েও বেশি শক্তিশালী মনে করেন?
আর যারা ফেসবুক বা ব্লগে সক্রিয় আছেন-তারা কি সবার লেখা পড়েন?সবার ব্লগ পড়েন? না,পড়েন না।তাহলে আমি মুক্তচিন্তা করি,আপনি তা আপনার মস্তিষ্কে ধারণ করতে পারেন না-আপনি আমার লেখা থেকে দূরে থাকেন। আপনাকে তো কেউ বাধ্য করেনি আমার লেখা পড়তে?কেন পড়ছেন?আপনি জবাব দিতে চান-লেখার মাধ্যমে দিন,লেখার জবাবে চাপাতি কেন?
কিছুদিন আগে রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন-সরকার নাস্তিক ট্যাগ খেতে চায় না,তাই ব্লগার হত্যা নিয়ে সরাসরি কিছু বলতে রাজী নই।আমার প্রশ্ন-এই রাষ্ট্রে বসবাসকারী জনগনের নিরাপত্তা দেয়া কি রাষ্ট্রের দায়িত্ব নয়? নাকি তার আগে আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ্য খ্রিস্টান যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব?
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে- সাহায্যের জন্য গেলে, তারা সেটা না করে-একজন ব্লগারকে দেশ ছাড়ার পরামর্শ দেন।জনগনের ট্যাক্সের টাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পোষা হচ্ছে কেন?তাঁদের দায়িত্ব পালনের জন্য নাকি উপদেশ দেবার জন্য?
সবশেষে সরকারের কাছে অনুরোধ, জনগণের নিরাপত্তা দিন। ব্লগারদের নিরাপত্তা দিন। আর নাহলে আইন করে দেশে সকল ধরনের মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চা ও লেখালেখি বন্ধ করে দিন। আমরা আর একজনকেও হারাতে চাই না। ছাগলের দেশে ছাগল চাষ করাই কাম্য।
©somewhere in net ltd.