![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।
অমি পিয়াল আজ বেশ গুরুত্বের সাথে কেপি টেস্টের কথা বললেন এটিএন নিউজের টকশোতে। বাংলা ব্লগিং এর জগতে এই কেপি টেস্ট বিষয়টা খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ন। তাই এই বিষয়টি পাঠকদের ( নবীন এবং হবু ব্লগারদের জন্যে টিউটরিয়াল হিসাবে) জেনে রাখা দরকার বিবেচনা করছি। ধারনা করি বাংলা অভিধানে নতুন শব্দ হিসাবে দ্রুতই ছাগু এবং কেপিটেস্ট যুক্ত হবে।
সংক্ষিপ্ত নাম - কেপি টেস্ট।
পূর্ন নাম - কাঁঠাল পাতা টেস্ট।
টেস্টে পূর্ব ইতিহাস - বাংলা ব্লগের জগতে প্রাথমিক কালে কিছু মেধাবী এবং লড়াকু ব্লগার অনলাইনে জামাত-শিবিরের প্রপাগান্ডা মেশিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে এবং এটিম নামে একটি অনলাইন বাহিনী তৈরী করে। তারা এই অস্ত্রটির আবিষ্কারক এবং কার্যকরী ভাবে ব্যবহার করেছে।
টেস্টের ভুমিকা - রাজাকারদের সমর্থকগোষ্ঠী খুবই চালাকির সাথে মুল আলোচনার মাঝে নানান শাখাপ্রশাখা দিয়ে মুল আলোচনা কে ভিন্নদিকে টেনে নিয়ে যায়। উদাহরন হিসাবে বর্তমানে অনেক জামাত-শিবির সমর্থক যুদ্ধাপরাধী বিচারের সাথে সাগর-রুনীর হত্যার বিচার প্রসংগ নিয়ে আসে - সাথে থাকে আওয়ামীলীগ সরকারের দূর্নীতির বিচারকে আগে দেখতে চায়। কোন কোন ব্লগার এতে কনভিন্স হয়ে যুদ্ধাপরাধী বিচারে মুল আলোচনা থেকে সরে যেতে পারে।
শুরুর দিকে এই জামাত-শিবির সমর্থকদের "ত্যানাপ্যাচাইন্না" বলে ডাকা শুরু হয়। কিন্তু পরবর্তীতে এদের নিম্নমানে যুক্তিতর্কের কারনে ছাগল সংক্ষেপে ছাগু ডাকা শুরু হয়। (যতটুকু মনে পড়ে অমি পিয়ালই এই ছাগু শব্দটা প্রথম দিকে ব্যবহার শুরু করেন)
হাজার শব্দ টা্ইপ করেও এদের গোলাম আযমের যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে কথা বলানো যেতো না। সে্ই সময় ব্লগার হাসান মোরশেদ ( ভুল হলে ক্ষমা চাই) এক রাতে ব্লগের তুমুল ছাগু তাড়ানোর মাঝে ছাগুদের জন্যে একটা সংক্ষিপ্ত পরীক্ষা দিলেন - তা অবশেষে কাঁঠাল পাতা টেস্ট নামে পরিচিত হয়ে যায়। এই পরীক্ষার সুবিধা হলো ছাগল যেমন কাঁঠাল পাতা ভালবাসে তেমনি ব্লগে ছাগুরা এই পরীক্ষাকে পছন্দ করে।
কাদের জন্যে এই পরীক্ষা প্রযোজ্য -
যারা সরাসরি যুদ্ধাপরাধীর বিচার বা জামাতের নিষিদ্ধের বিষয়ে বিরোধীতা না করে নানান ভাবে ধানাই পানাই করে ভিন্ন প্রসংগে কথা বলার চেষ্টা করবে তাদের জন্যে এই পরীক্ষা প্রযোজ্য।
পরীক্ষা পদ্ধতি -
সন্দেহ জনক ব্লগারকে একটা সহজ প্রশ্ন করতে হবে - আপনি দয়া করে পাঁচজন রাজাকারের নাম বলুন।
ফলাফল - যদি নেই ব্লগার ছাগু শ্রেনী ভুক্ত হয়ে থাকে তবে সে কোন ভাবেই গোলাম আযম, নিজামী বা মুজাহিদের মতো শীর্ষ চিহ্নিত রাজাকারদের নাম বলবে না।
যদি সেই পাঁচ জনের মধ্যে গোলাম আযমের নাম না থাকে - নিশ্চিত সে ছাগু শ্রেনী ভুক্ত!
অথবা সেই প্রশ্নের উত্তর না দিয়ে নানান ভাবে ঘুরপ্যাচ করতে থাকে তবে সেও ছাগু শ্রেনীভুক্ত।
ফলাফল প্রকাশ -
যদি উপরে লক্ষনগুলো মিলে যায় - নিশ্চিতে লিখেদিন "কেপি পজেটিভ" (গালি হিসাবে বিবেচিত হবে না)
এর পর বিষয়টি অন্যরাও জেনে যাবে - চিহ্নিত ব্লগারটি ছাগু সম্প্রদায়ভুক্ত কারন ওর কেপি টেস্ট রেজাল্ট পজেটিভ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: ভারত থেকে আর্টিকুলেটেড বাস এসেছে (প্রায় দান হিসাবে).... আমার মনে জামাতিরা এই বাসগুলিতে চড়বে না... জুলাই মাসে নাকি ২৫০ MW বিদ্যুত দিবে তাহলে তাও কি বয়কট করবে???
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
রাফা বলেছেন: হু...।.এখন কেপি টেস্টও ফাকি দিয়ে দেয় অনেক ছাগু।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
এস্কিমো বলেছেন: তাইলে টেস্ট আপগ্রেট দরকার।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
পথহারা সৈকত বলেছেন: কত কি শিখলাম গুরু..........!!!!
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
চলতি নিয়ম বলেছেন: আপনারে মাইনাস
আপনে প্রশ্ন ফাস কইরা দিছেন, সাথে উত্তর ও।
কালের বিবর্তনে কেপি টেস্টের পাশাপাশি নতুন কিছু পর্যবেক্ষণ আছে, যেমন
"জানি এই কথাগুলো বলার পরে আমাকে ছাগু বলা হবে, গালাগালি করা হবে। কিন্তু এসবে আমি ভয় পাই না"
"আমার বাবা যদিও একজন মুক্তিযোদ্ধা তবুও "........!
"আপনি জানেন, ১৯৭১ এ আমাদের বাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল?"
----
----
----
এই রকম আরো কিছু আছে....
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
বাকাট্টা বলেছেন: একদিন না আপনে ফেসবুকে পিয়ালের সাথে ইটিভিতে দাড়ি টুপি পড়ে রাজাকার সাজার বিষয় নিয়ে বিবাদে জড়ালেন! তারপর আপনি মদিনার বানু কুরাইজা নিয়ে সঠিক ইতিহাস দিতে গেলে পিয়ালরে দেখলাম সে বলল কোন ালের বানু কুরাইজা সে ছাগুদের বিরুদ্ধে ভাল লড়লেও তাকে আমার কাছে মোনাফেক মনে হয়। অনেককে ইসলামের বিরুদ্ধে নোংরা লেখা লেখতে ও মন্তব্য করতে দেখলেও সে কিছুই বলে না। যখন আপনি সহ অন্যরা লিখেন তখন আবার পিয়াল আপনাদের উপরই চড়াও হয়। তাইলে কেমনে কি!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
এস্কিমো বলেছেন: আপনি আরেকটি খোজ খবর নেন - ইসলামের বিরুদ্ধে কোন লেখার সাথে আমি একমত হয়েছিলাম কিনা - কোনকালে।
যার লেখা দায় তার - সেই জন্যে জবাবদিহী তাকে করতে হবে। অমি পিয়ালের বোঝা আমি টানবো না - আমার টাও সে টানবে না। আখেরে সবাইকে তার বোঝাই টানতে হবে।
শুধুমাত্র ৪০ বছরের পুরানো একটা জঘন্য অপরাধের বিচারের দাবীতে অনেকে সাথে ঐক্যমত্য পোষন করি - তার মানে যা হয় সেইটাই।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: কেপি টেস্ট-ভার্সন ২ বের হইসে, ১ দিয়া বেসিরভাগ সময় কাজ হয় না,
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
বোকামন বলেছেন:
লেখা ভালৈ লাগলো
ছাগুদের অবস্থা গানের কথায়-
“নিজে কানা পথ চিনেনা, পরকে বলে বারংবার....”