![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।
ঐতিহ্যগত ভাবেই বাংলাদেশীরা আইন-কানুন অমান্য করাটাকে বীরত্ব হিসাবেই বিবেচনা করে। সেই বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছে এই "সরকার" বিরোধী প্রথা - যার ধারাবাহিকতায় আজকের "ভ্যাট" বিরোধী আন্দোলন। আইন না মানার তালিকায় ট্যাক্স ফাঁকি থেকে যত্রতত্র রাস্তা অতিক্রম পর্যন্ত ব্যপৃত।
লক্ষ্যনীয় - প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা নিজেদের পকেট থেকে (যেমনটা কানাডা বা আমেরিকান ছাত্ররা করে - হয় কাজ করে না হয় ঋণ নিয়ে পড়ে) - তাদের টাকা আসে তাদের বাবার পকেট থেকে (যার উৎসও প্রশ্নবিদ্ধ - কারন ১৭ কোটি মানুষের দেশে মাত্র কয়েক লক্ষ মানুষ আয়কর দেয় - কিন্তু তাদের ছেলে মেয়ে বিপুল ব্যয় করে উচ্চশিক্ষা নিতে অর্থের যোগায় পায় - তাদেরও আয়ের উঃস নিয়ে প্রশ্ন করা অন্যায় হবে বলে মনে করছি না)।
এরা বাপের পয়সায় দামী পোষাক পড়তে পারে - দামী মোবাইল ফোন ব্যবহার করতে পারে - কিন্তু ৭.৫% ভ্যাট দিতেই যত আপত্তি। কারন পরিষ্কার -
আইন না মানার ঐতিহ্য ধরে রাখা - এর পিছনে আছে নেতিবাচক রাজনীতি করা - বিশেষ করে বামপন্থীরা যারা সব বিষয়ে না করতে অভ্যস্ত আর আছে সাম্প্রতিক কালের পরাজিত কিছু রাজনৈতিক শক্তি। বিশ্ববিদ্যালয়ের মালিকরা প্রচুর মুনাফা করলেও সরকারকে তা ভাগ দিতে রাজী না। কারন ভ্যাট দিতে গেলে আয়ের উৎসাটা সরকারের কাছে পরিষ্কার হয়ে যাবে - তাই এরাও ছাত্রদের উস্কানী দিয়েছে।
একটা দেশের সরকার যদি আর্থিক ভাবে পরনির্ভরশীল হয় - তাদের মাথা তুলে দাঁড়ানোর কোন সুযোগ নাই। সরকার মানে আওয়ামীলীগ - এই ধারনায় যারা রাষ্ট্রকে "সুরভী" নামক "দুধের গরু" বিবেচনা করে প্রতিনিয়ত দাবী করেন - সরকার এই করে না কেন - ঐ করে না কেন - তাদের একবার ভাবা উচিত - সরকারকে খরচ করতে হয় আয় করতে হবে - আর ট্যাক্স না্ দিয়ে বিজয় মিছিল করে যারা আনন্দিত - তারা আসলে চরম স্বার্থপর। এদের উপর ভর করে বেঁচে থাকে একদল মূর্খ বুদ্ধিজীবি - যারা সরকিছুতেই নেতিবাচক বিষয়কে উষ্কায়।
ভ্যাট হয়তো সরকার প্রত্যাহার করেছে - কিন্তু রাস্তা নেমে আইন ভেংগে সাধারন মানুষকে জিম্মি করে যারা সরকারী কোষাগারে অর্থ দেওয়ার পরিবর্তে নিজের ভোগ বিলাশে অর্থ ব্যয় করাকে অধিকার মনে করে বাড়ী ফিরে গেছে - তাদের কাছে আপাতত কোন আশা নেই যে এরা একটা আত্ননির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে গড়ার কোন অবাদন করবে। বলাই বাহুল্য এরা তাদের পূর্বসুরীদের অনুসরন করে আইন ভাঙগার প্রথাকেই আহংকারের বিষয় বিবেচনা করবে - এরা এক সময় ট্যাক্স ফাঁকি দেবে - দেশে অর্থ পাচার করবে - কারন ভোগ বিলাশই্ এদের স্বপ্ন।
দুর্ভাগ্য বাংলাদেশের।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: কথা সত্য
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, সরকার মানে আওয়ামীলীগ এই নীতিতে আমি বিশ্বাস করি না। এই তত্ব সরকারকেও বিশ্বাস করতে হবে যে সরকার মানেই শুধু আওয়ামীলীগ বা বিএনপি না। সরকার মানে দেশের মানুষের নির্বাচিত প্রতিনিধি। এখন আবার নির্বাচিত টির্বাচিত বলতে গেলে বক্তব্য অন্যদিকে যাবে। তাই সেই প্রসঙ্গ বাদ।
আপনার পোস্টের বক্তব্যের সাথে ভিন্নমত জানানোর শক্ত যুক্তি হয়ত নেই, তবে কিছু বিষয় হয়ত মানবিক দিক দিয়েও বিবেচনার সুযোগ আছে। দেশের মানুষ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে আমরা নেতা বলি, নেতারা অনুকরনীয় হতেই পারেন। সেই হিসাবে আমাদের দেশের সর্বোচ্চ আসনে যারা আছেন, তারা যদি নীতি নৈতিকতার দৃষ্টান্ত দেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারতেন, তাহলে হয়ত দেশের আর দশজন মানুষ উৎসাহ পেতো, শিখত। কিন্তু লজ্জার কথা, সেই দৃষ্টান্ত তারা হয়ত স্থাপন করতে পারেন নি। বরং তারাই প্রতিনিয়ত আইন ভাঙেন। ঢাকার রাজপথে, আমাদের মন্ত্রী মিনিস্টাররাই উল্টো পথে আসেন, কয়জন মন্ত্রী আমলাদেরকে জরিমানা করা হয়েছে? ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি, আমাদের গর্বের পাবলিক বিশ্ববিদ্যালগুলোর বাসও উল্টো পথে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো শক্ত ভাবে মানা করে দিয়েছেন, আইন অমান্য করতে, তাহলে কিভাবে এই কাজটি হচ্ছে? বাংলাদেশের কোন পুলিশের সাহস আছে উল্টোপথে আসা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাসকে ফিরিয়ে দিবে, জরিমানা করবে?
সরকারী বিশ্ববিদ্যালয়ে তো দেশের শীর্ষ মেধাবীরাই সুযোগ পায়। নীতি প্রশ্নে যদি উঠে, তাহলে কম মেধাবীরা, কার কাছ থেকে নীতি শিখবে বলতে পারেন?
অনেকেই ভাবেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরিবার আর্থিক ভাবে খুবই স্বচ্ছল আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের পরিবার আর্থিক ভাবে স্বচ্ছল নয়। আমি যতদূর জানি, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির একমাত্র যোগ্যতা মেধা, কারো দরিদ্রতা নয়। যদি মেধা থাকে তাহলে আপনি ধনীর দুলাল হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারী খরচে পড়বেন। এটা জাস্ট মেধাবীদের প্রতি রাষ্ট্রের সম্মান। কেননা উপযুক্ত মেধাবীদের নার্সিং করলে তাদের থেকে দেশ ও জাতি ভালো কিছু পাবে। আফসোস, আমাদের দেশের জনগনের টাকায় পড়া অনেক মেধাবী মানুষ এই দেশকে ছুড়ে ফেলে বিদেশে পাড়ি জমিয়েছেন, অনেকেই তো দেশে সরকারী চাকরী পেয়েও অনৈতিক ভাবে সেখানে বছরের পর বছর কাটাচ্ছে। তাহলে দেশের প্রতি মায়া ভালোবাসা, জনগনের টাকার ঋণ কিভাবে শোধ হবে?
নীতি নৈতিকতা প্রদর্শনের দায়ভার তাহলে কি শুধুই এই প্রাইভেটে পড়া ছাত্রছাত্রীগুলো এবং তাদের পরিবারের?
আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষের প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষা একটি গুরুত্বপূর্ন বিষয়। দেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষার ব্যবস্থা করা বোধকরি রাষ্টেরই দায়িত্ব। রাষ্ট তো আর নিজে নিজে পরিচালিত হতে পারে না, তাকে চালানোর জন্য একটি মাধ্যম প্রয়োজন হয়, সরকারই সেই উপযুক্ত মাধ্যম। সরকার টাকা কোথায় পাবে? বিনা শুল্কে আনা মন্ত্রীদের গাড়ির কোটা বাতিল করা হোক। বছরে যে টাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে পাবে, তার দ্বিগুনেরও বেশি পাবে।
আপনি বলেছেন, রাস্তা নেমে আইন ভেংগে সাধারন মানুষকে জিম্মি করে যারা সরকারী কোষাগারে অর্থ দেওয়ার পরিবর্তে নিজের ভোগ বিলাশে অর্থ ব্যয় করাকে অধিকার মনে করে বাড়ী ফিরে গেছে - তাদের কাছে আপাতত কোন আশা নেই যে এরা একটা আত্ননির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে গড়ার কোন অবাদন করবে। বলাই বাহুল্য এরা তাদের পূর্বসুরীদের অনুসরন করে আইন ভাঙগার প্রথাকেই আহংকারের বিষয় বিবেচনা করবে - এরা এক সময় ট্যাক্স ফাঁকি দেবে - দেশে অর্থ পাচার করবে - কারন ভোগ বিলাশই্ এদের স্বপ্ন।
ভাইয়া আপনার জ্ঞাতার্থে বলতে চাই, বর্তমানে আমাদের দেশের ঋণ খেলাপী, আইন ভঙ্গকারী অনেক নেতা ও ব্যবসায়ীরাই জনগনের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছেন, বিদেশে অর্থ পাচার করেছেন। উদহারন চোখ মেললেই হাতের কাছে।
সত্যি! দুর্ভাগ্য বাংলাদেশের।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
এস্কিমো বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
রাফা বলেছেন: ট্যাক্স দিয়ে কে ঝামেলা আনবে নিজের কাধে !আপনি যদি সৎভাবে ট্যাক্স প্রদান করতে চান একশত একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে।আর ঘুষ দিলে কোন ঝামেলাই নাই।
সরকারের উচিত আগে সেদিকে দৃষ্টি দেওয়া।তারপর মানুষ স্বেচ্ছায় ট্যাক্স দিবে আমার বিশ্বাস।
ধন্যবাদ,এস্কিমো।কেমন আছেন আপনি?
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন: শিক্ষাকে পন্য করে যারা কোটি কোটি টাকা মুনাফা লুটছে আমি তাদের বিরুদ্ধে।
এ নিয়ে লেখাতে অনেক গালমন্দ শুনতে হল।
ভ্যাট বাতিল হওয়ার পর এখন এই লুটেরাদের আইনের ভেতর ট্যাক্সের আওতায় আনার জন্য আহবান করছি । আর শিক্ষার্থীদের টিউশন ফী দেশের বর্তমান একজন সাধারন মানুষের মাসিক আয়ের তুলনায় নির্ধারন করার জন্য সরকারকে অনুরোধ করছি ।
সবার জন্য শিক্ষা হোক মানসম্মত সহজলভ্য।
আমার পোষ্টটিও পড়ে দেখবেন -
মৌলিক অধিকারে ...
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১
তিক্তভাষী বলেছেন: @ আত্মার অতৃপ্তা । নতুন নহে, অতি পুরাতন মাল!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০০
এস্কিমো বলেছেন: মরি নাই - বেচে আছি।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
ই হক মুরাদ বলেছেন: কে শিখাইয়া দিছে ? পেমেন্ট দিছে ত ? পেমেন্ট এর উপর কিন্তু ভ্যাট দিতে হবে।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
হুমায়ুন তোরাব বলেছেন: পুরাটায় ভ্যাটম্যান মার্কা পোষ্ট ।।
আর ট্যাক্স না্ দিয়ে বিজয় মিছিল করে যারা আনন্দিত - তারা আসলে চরম স্বার্থপর।
দাদা, আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করছি আগে তা জেনে আসেন , তারপরে পোষ্ট দেন ।। ভ্যাট আর ট্যাক্সের পার্থক্যই বোঝেন না আর বড় বড় লেকচার মারেন এখানে বসে বসে ??
আর উপরে কানাডা আমেরিকার উধাহরন দিলেন ।। একজন কানাডিয়ান অথবা আমেরিকান মানুষের মাথাপিচু আয় কত ?? আর বাংলাদেশের মানূষের কত ?? কত বেসরকারি ছাত্র নিজে আয় করে কষ্ট করে পড়ে ধারনা আছে ??
"এরা বাপের পয়সায় দামী পোষাক পড়তে পারে - দামী মোবাইল ফোন ব্যবহার করতে পারে - কিন্তু ৭.৫% ভ্যাট দিতেই যত আপত্তি। কারন পরিষ্কার -"
প্রাইভেট ভার্সিটির সম্পর্কের সেই পুরানো মিথ ।। এই লাইন পড়েই বোঝা যাচ্ছে আপনার জ্ঞানের দৌড় কতদুর ।।
ধন্যবাদ , গোলাম আজম সাহেব ।।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২
অেসন বলেছেন: আমি শিক্ষার উপর vat এর বিরুদ্ধে। শিক্ষাকে পণ্যে পরিনত করে যারা business করছে তারও বিরুদ্ধে।
প্রাইভেট ভার্সিটির ছাত্ররা ১০০% নিয়ে চিন্তা করে না, করে ৭.৫% নিয়ে।
প্রথম আলোর আজকে প্রকাশিত পোষ্টার "We Won". কার সাথে কে জিতল? সরকার আমার আপ্নের টাকা দিয়ে চলে বা চালায়।
সুতরাং জয়পরাজয় হিসেবএ একদিকে জিতলে অন্নদিকে হারতে হবে।
@কাল্পনিক_ভালোবাসা, সরকার কে নির্বাচিত হতে হবে এমন কোন কথা নেই। যেমন এরশাদ সরকার বা সামরিক সরকার।
যারা দেশ চালাবে তারাই সরকার।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
এস্কিমো বলেছেন: @রাফা -
পুরানো লোকজনদের দেখে ভাল লাগলো। ভালই আছি। তবে ভীষন ব্যস্ত থাকি।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
আত্মার অতৃপ্তা বলেছেন: এ কোন নতুন মাল.।.।