নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি মনের কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

আসিফ ইসলাম

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি মনের কথা। আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

আসিফ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবি

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪

তোমার দেয়া জলস্রোতে নৌকো ডুবি ডুবি

বোকা মাঝির আর্তনাদে আকাশ আঁকে ছবি।

তাই মেঘেরা সব জানিয়ে যায় বজ্র সুরে সুরে

যদি তিরের দেখা পাও মাঝি

সব হারিয়ে নাও মানিয়ে

নতুন জীবন কষ্ট পুষে

হও কষ্ট পুরের কবি।

বেলায় বেলায় সুখের খোঁজে দুঃখ যদি বারে

মনের দিঘির পারে বৃষ্টি ঝরাও অঝরে।

কাল্ভাদ্রে কভু যদি মনে জোয়ার আসে

চাঁদের টানে ভাঁটার চোরাবালি অবশেষে।

তাই রাতের কালো জানিয়ে দেয় নিদ্রা বিহীন করে

যদি স্বপ্ন ভুলে রও মাঝি

অজানা এক ভোর সাজিয়ে

ভাবের পাল নাও ঘুরিয়ে

হও নিজের জন্যে কবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.