![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমরা জানি, F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় । এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কাজ কি।
F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
আশা করি এই তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩
সনজিত বলেছেন: ধন্যবাদ আপনাকেউ
২| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৩০
ডরোথী সুমী বলেছেন: তথ্যগুলো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪
সনজিত বলেছেন: আপনাকেউ অসংখ্য ধন্যবাদ।
৩| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৩১
আমি নী বলেছেন: বেশ ভালই।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫
সনজিত বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব
৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫২
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫
সনজিত বলেছেন: আপনাকেউ অসংখ্য ধন্যবাদ।
৫| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫২
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯
সনজিত বলেছেন: আপনাকেউ অসংখ্য ধন্যবাদ।
৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৩৪
হাফিজ হিমালয় বলেছেন: ধন্যবাদ। জানা হল।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৬
সনজিত বলেছেন: ভাল থাকবেন
৭| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৭
মাজহার মুরাদ বলেছেন: বিশেষ উপকৃত হওয়ার মত টিউন। ধন্যবাদ
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব
৮| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৩
দৈনিক মজিদকন্ঠ বলেছেন: অনেক ধন্যবাদ +
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৮
সনজিত বলেছেন: আপনাকেউ ++++++
৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
শেয়ারের জন্য ধন্যবাদ
১১ ই জুন, ২০১৪ সকাল ৯:১০
সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
মোঃ খুরশীদ আলম বলেছেন: দরকারী পোষ্ট, উককৃত হলাম। ধন্যবাদ স্যার ।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২
দ্যা ব্যাকডেটেড বলেছেন: থেঙ্কু ভাইয়া
১২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭
আর জে শাওন বলেছেন: ভালো লাগলো
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯
নীলকণ্ঠ পদাতিক বলেছেন: ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২০
সনজিত বলেছেন: শুভ কামনা ভাইয়া
১৪| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
রুফাইদা তারান্নুম বলেছেন: উপকারী পোস্ট। ধন্যবাদ
১৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২
Md Abdul Baten বলেছেন: খুবই উপকারী পোস্ট!
F1 থেকে F12 পর্যন্ত কীবোর্ডের কী গুলোর কাজ সম্পর্কে আমি আগে অনেক কিছু জানতাম না, তবে এই পোস্টটি পড়ার পর অনেক কিছু শিখলাম। অনেক সময় দেখি F1 চাপলেই সাহায্য পেয়ে যাই, কিন্তু F5 দিয়ে ওয়েবপেজ রিফ্রেশ করার জন্য ব্যবহারের কথা আগে জানতাম না। এছাড়া, F9 কীভাবে Excel-এ ফর্মুলা রিক্যালকুলেট করে, সেটা তো নতুন তথ্য!
F4 তো আমি প্রায়ই ব্যবহার করি, বিশেষ করে Alt + F4 দিয়ে দ্রুত কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য। কিন্তু F8-এ Windows-এর Safe Mode চালু করার কথা জানতাম না, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, নিশ্চয়ই কাজে লাগবে।
ফাংশন কীগুলোর ব্যবহার প্রোগ্রাম অনুসারে কিভাবে বদলে যায়, সেটা আমার কাছে নতুন ছিল। যেমন, F12 ব্রাউজারে Developer Tools খুলে দেয়, যা আগে জানতাম না।
ধন্যবাদ এমন বিস্তারিত তথ্য শেয়ার করার জন্য—এখন থেকে আমি এই কীগুলো আরও ভালোভাবে ব্যবহার করব!
আমার ও্য়েবসাইটটি ভিজিট করুন: https://freelancerbaten.com/
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ সকাল ৯:৩৩
সোহানী বলেছেন: আরে দারুনতো ......... অনেক ধন্যবাদ তথ্য দেয়ার জন্য।